সিভিল ইঞ্জিনিয়ারিং এর "" কন্সট্রাকশন প্রসেস "" সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Civil all MCQ, Civil Engineering MCQ
321. কাঠামোর উপর আগত লোড প্রধানত কত প্রকার?
কাঠামোর উপর আগত লোড তিন প্রকার, যথা-
(i) ডেড লোড
(ii) লাইভ লোড
(iii) এনভায়রনমেন্টাল লোড।
ভিত্তি প্রদানের উদ্দেশ্য-
(i) লোভের তীব্রতা হ্রাস করা
(ii) লোভের সুষম বণ্টন
(iii) কাঠামোকে সমতল পৃষ্ঠ প্রদানের জন্য
(iv) কাঠামোর স্থায়িত্বতা প্রদান
(v) মাটির সরণ প্রতিরোধের জন্য।
ভিত্তিসহ একটি কাঠামো ডিজাইন করার জন্য প্রয়োজনীয় সকল তথ্য পাওয়ার জন্য একটি সাইটের উপরিভাগ, ডিগ্রি অব কম্পেকশন, ফাউন্ডেশন টাইপ, আন্ডারগ্রাউন্ড ওয়াটার টেবিল ইত্যাদির বিবেচনাকে সাইট এক্সপ্লোরেশন বলে।
337. ব্রিজ Abutment-এর উভয় প্রান্তের মাটি ধরে রাখার জন্য যে Wall দেওয়া হয়, তাকে বলা হয়
উইং ওয়াল: এবাটমেন্টের পেছনের ভরাট করা মাটি আটকে রাখার জন্য যে দেয়াল বা কাঠামো নির্মাণ করা হয়, তাক উইং ওয়াল বা পাখনা দেওয়াল বলে। Breast Wall: ব্রিজের সার্ভারকে বা টি বিমকে বসানোর জন্য যে ওয়াল নির্মাণ করা হয়, তাকে বেস্ট ওয়াল বলে।