সিভিল ইঞ্জিনিয়ারিং এর "" কন্সট্রাকশন প্রসেস "" সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Civil all MCQ, Civil Engineering MCQ
281. সাধারণত ভবনের আকৃতি কেমন হয়ে থাকে
আয়তাকার, বর্গাকার, বৃত্তাকার নানা ধরনের জ্যামিতিক আকারে ভবন নির্মাণ করা হয়। তবে স্ট্রাকচারাল ও আর্কিটেকচারাল ফাংশনকেন্দ্রীক বিভিন্ন সুবিধার জন্য বর্গাকার ভবন বেশি জনপ্রিয়।
সাধারণত জানালার সিলের উচ্চতা ৩ ফিট রাখা হয়। তবে আর্কিটেকচারাল কারণে বর্তমানে ফ্লোর হতে ৬"-৯" উপরে অথবা নিরাপত্তার জন্য ৩০" থেকে ৪৮" উচ্চতা পর্যন্ত সিল রাখা হয়।
296. Fine aggregate Coarse aggregate-এর পৃথকীকরণ Site কত?
4.75mm (3”/16) নং চালুনি দিয়ে অতিক্রান্ত সকল aggregate- কেই Fine aggregate বলে এবং 4,75mm (3”/16) নং চালুনিতে ধারণকৃত সকল aggregate-কেই Coarse aggregate বলে।
মার্বেল সাধারণত হালকা রঙের একটি শিলা। যখন এই পাথর বিশুদ্ধ থাকে তখন সাদা রঙের হয়। বিভিন্ন খনিজ উপাদানের মিশ্রণের ফলে এর রং নীল, ধূসর,গোলাপি, হলুদ, সবুজ বা কালো রঙের হতে পারে। সারা বিশ্বে মার্বেল পাওয়া যায়। তবে সবচেয়ে বেশি পাওয়া যায় ইতালি, স্পেন, ভারত ও চীনে।
299. Workable concrete-এর পানি ও সিমেন্টের ন্যূনতম অনুপাত-
Concrete মিশ্রণে পানি ও সিমেন্টের সর্বনিম্ন অনুপাত 0.4 ব্যবহার করা হয়ে থাকে, তবে Concrete-এর সঠিক স্ট্রেস্থ পেতে মিশ্রণের অনুপাত 0.45 থেকে 0.60 ব্যবহার করা উচিত।