সিভিল ইঞ্জিনিয়ারিং এর "" কন্সট্রাকশন প্রসেস "" সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Civil all MCQ, Civil Engineering MCQ
261. পরিবহনের সময় Coarse aggregate যদি Mortar থেকে আলাদা হয়, তখন তাকে কী বলে?
খোয়া থেকে সিমেন্ট বালুর মিশ্রণ পৃথক হওয়াকে সেগ্রিগেশন বলে। আর সদ্য মিশ্রিত কংক্রিট হতে পানি উপর দিকে উঠে আসা বা কংক্রিটের উপর দিয়ে গড়িয়ে পড়াকে Bleeding বলে।
262. কংক্রিটের কার্যোপযোগিতা সরাসরি সমানুপাতিক হবে-
কংক্রিটের কার্যোপযোগিতা নির্ণয় করা হয় পানি- সিমেন্ট অনুপাতের মাধ্যমে। পানি-সিমেন্টের অনুপাত বেশি হলে কার্যোপযোগিতা কম হয় এবং অনুপাত কম হলে কংক্রিটের শক্তি বেশি হয়।
268. কংক্রিটের Strength জানার জন্য সাধারণত Concrete- এর Cylinder-এর কতদিনের test করা হয়?
কংক্রিটের Strength সাধারণত ৭ দিন, ১৪ দিন, ২১ দিন এবং ২৮ দিন কিউরিং করার পর পরীক্ষা করা হয়ে থাকে, তবে সর্বোচ্চ Strength পাওয়ার জন্য ২৮ দিন কিউরিং করতে হবে।
270. Concrete placing এবং compacting-এর সময় উপরিভাগে পানি উঠে গেলে তাকে কী বলে?
কংক্রিট মিশ্রণে পানির পরিমাণ বেশি হলে কংক্রিট স্থাপনের সময় এর উপর পানি ভেসে উঠে, একে ব্লিডিং বলে। কংক্রিট নিচে দেবে যায় এবং পানি পৃষ্ঠতল বরাবর ভেসে উঠে।
275. Concrete casting-এর পর moist রাখার প্রক্রিয়াকে কী বলে?
ঢালায়ের পরদিন থেকে কিছুদিন পর্যন্ত কংক্রিটকে সর্বদা ভিজিয়ে রাখতে হয়, একে কিউরিং বলে। অর্থাৎ, ঢালাইকৃত কংক্রিটের আর্দ্রতা বজায় রাখার প্রক্রিয়াকে পানি খাওয়ানো বা কিউরিং করা বলে।
276. 4 নং (4.75mm) চালুনিতে বাধাপ্রাপ্ত সব অ্যাগ্রিগেট-
খোয়া বা Coarse aggregate-এর কণাগুলো যদি 4.75 mm (১) চালুনির ছিদ্র দিয়ে অতিক্রম না করে, সেগুলোকে মোটা দানা (Coarse aggregate) বলে। যে-সব অ্যাগ্রিগেট 4.75 mm চালুনি দিয়ে অতিক্রম করবে সেগুলোকে সরু দানা বা ফাইন অ্যাগ্রিগেট বলে।
উপযুক্ত স্থানে স্থাপিত ফ্যাক্টরি বা ব্যাকিং প্লান্টে প্রস্তুতকৃত কংক্রিট রেডি-মিক্স কংক্রিট। ট্রাক মাউন্টেড-ই ট্রানজিট মিক্সচার এর মাধ্যমে কার্যস্থানে কংক্রিট পাঠানো হয়। রেডি মিক্স কংক্রিট তৈরির সময় পর্যাপ্ত পরিমাণ পানি দেয়া হয়, যাতে করে কংক্রিটের মিশ্রণ সহজে শুকিয়ে না যায়। দীর্ঘ সময় ধরে ব্যবহার করা হয় বিধায় এর Slump বা নতি
বেশি রাখা হয়।