সিভিল ইঞ্জিনিয়ারিং এর "" কন্সট্রাকশন প্রসেস "" সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Civil all MCQ, Civil Engineering MCQ
241. নির্মাণ এলাকা শুষ্ক রাখার জন্য নির্মাণ করা হয়-
কফার ড্যাম হলো এক ধরনের অস্থায়ী বেষ্টনী, যা নদী, হ্রদ ইত্যাদি এলাকায় নির্মাণ কাজ চলাকালে পানি প্রবেশে বাধা দান করে। নির্মাণ এলাকা শুষ্ক রাখার জন্য নির্মাণ এলাকায় কফার ড্যাম স্থাপন করে পানি নিষ্কাশন করা যায়।
অ্যাগ্রিগেটের মধ্যে দীর্ঘায়িত এবং ফ্লাকিং কণাগুলো শতকরা ১০ থেকে ১৫ ভাগের বেশি হওয়া উচিত হয়। যদি এর মধ্যে মোট দৈর্ঘ্যের সমান 3 গুণ গড় সাইজ হয় তবে তাকে ফ্লাকিং বলে।
243. ইটের গাঁথুনির কাজে দুটি ইটের মাঝের জয়েন্টের দূরত্ব দেয়া হয়-
ইটের গাঁথুনির কাজে দুই ইটের মধ্যে যাতে মসলা ভালোভাবে প্রবেশ করানো যায় এবং দুই ইটের মধ্যে যাতে বন্ধনশক্তি বেশি হয় সে কারণে 12mm ফাঁকা রাখতে হয়। এর কম বা বেশি হলে বন্ধন দুর্বল হয়।
244. Aggregate-এর Bulk density কার উপর নির্ভর করে?
Aggregate-এর bulk density-এর মানের উপর Aggregate-এর ঘনত্বের পরিমাণ জানা যায়। Bulk density-এর মান যত বেশি হবে Aggregate-এর ঘনত্ব তত বেশি হবে। এটি কংক্রিটের আকার, বিন্যাস এবং কম্প্যাকশনের উপর নির্ভর করে।
246. কংক্রিটের কার্যোপযোগিতা নির্ণয় করার পরীক্ষার নাম-
Slump test বা নতি পরীক্ষা দ্বারা কংক্রিটের কার্যোপযোগিতা নির্ণয় করা হয়। Slump test-এর মাধ্যমে কংক্রিটের নতি কত তা জানা যায়। আর নতির মান দেখে কংক্রিটের কার্যোপযোগিতার মাত্রা নির্ণয় করা যায়।
কংক্রিটের তাপমাত্রা যদি ১০০৭ বা ৩৮৭ এর বেশি হয় তবে এটির শক্তি কমে যায়। উচ্চ তাপে হাইড্রেশন ও ঘনীভূত তাড়াতাড়ি হয় ফলে শক্তি কমে যায়। অত্যধিক তাপে সংকোচন বৃদ্ধির আশঙ্কা এত বেশি যে কংক্রিট ফেটেও যেতে পারে।
Concrete-এর Workability নিম্নের বিষয়গুলোর উপর নির্ভরশীল-
(i) মিশ্রণে পানির পরিমাণ
(ii) পানি সিমেন্টের অনুপাত
(iii) অ্যাগ্রিগেট সিমেন্টের অনুপাত (iv) সঠিক গ্রেডিং
(v) সিমেন্টের পরিমাণ বৃদ্ধি করে।
কোনাকৃতি এগ্রিগেট মধ্যে প্রায় ৪০-৪১% ভয়েড থাকে। পানির পরিমাণ বেশি লাগে, ফলে ওয়াটার সিমেন্ট রেশিও-এর মান কম হয়। উত্তম বন্ধন সৃষ্টি হয় এবং উচ্চ শক্তিসম্পন্ন কংক্রিট পাওয়া যায়।
257. Slump test দ্বারা Concrete-এর কোন property যাচাই করা হয়?
কংক্রিট মিশ্রণ এমন নরম হওয়া উচিত, যাতে একে সহজে নাড়াচাড়া ও ফর্মের মধ্যে ঢালাই করা যায়। কংক্রিট মিশ্রণের এই গুণকে বলে কার্যোপযোগিতা। আর কংক্রিটের এই কার্যোপযোগিতা (Workability) slump test-এর মাধ্যমে যাচাই করা হয়।
259. প্রিস্ট্রেসিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, স্ট্রেসের কমতি হওয়ার কারণ হতে পারে-
কাঠামোর মূল অংশে বিস্ট্রেসড পরিবর্তন করার পদ্ধতিকে। জিস্ট্রেসিং বলে। আর প্রিস্ট্রেসিং করার পর যদি কংক্রিটে সংকোচন, ইলাস্টিক খাটো হয় অথবা, কংক্রিটে যদি ক্রিপ হয় তাহলে কংক্রিটের স্ট্রেস কমতে থাকে।
(DPC) Damp Proof Course. DPC বলতে বুঝায় আর্দ্রতা প্রতিরোধক স্তর। দেয়ালের বাইরে থেকে যেন আর্দ্রতা ভিতরে প্রবেশ করতে না পারে সেজন্য DPC প্রদান করা হয়। DPC সাধারণ ভবনের প্রিন্থ লেভেলে প্রদান করা হয় যাতে আর্দ্রতা দেয়ালের গা বেয়ে উপরের দিকে উঠতে না পারে।