Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

কন্সট্রাকশন প্রসেস MCQ
সিভিল ইঞ্জিনিয়ারিং এর "" কন্সট্রাকশন প্রসেস "" সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Civil all MCQ, Civil Engineering MCQ
241. নির্মাণ এলাকা শুষ্ক রাখার জন্য নির্মাণ করা হয়-
কফার ড্যাম হলো এক ধরনের অস্থায়ী বেষ্টনী, যা নদী, হ্রদ ইত্যাদি এলাকায় নির্মাণ কাজ চলাকালে পানি প্রবেশে বাধা দান করে। নির্মাণ এলাকা শুষ্ক রাখার জন্য নির্মাণ এলাকায় কফার ড্যাম স্থাপন করে পানি নিষ্কাশন করা যায়।
পাইল
ওয়েল
কেইসন
কফার ড্যাম
242. Aggregate-কে Flaky কখন বলে?
অ্যাগ্রিগেটের মধ্যে দীর্ঘায়িত এবং ফ্লাকিং কণাগুলো শতকরা ১০ থেকে ১৫ ভাগের বেশি হওয়া উচিত হয়। যদি এর মধ্যে মোট দৈর্ঘ্যের সমান 3 গুণ গড় সাইজ হয় তবে তাকে ফ্লাকিং বলে।
দৈর্ঘ্য = গড় size
দৈর্ঘ্য = 2 × গড় size
দৈর্ঘ্য = 3 x গড় size
দৈর্ঘ্য = 4 × গড় size
243. ইটের গাঁথুনির কাজে দুটি ইটের মাঝের জয়েন্টের দূরত্ব দেয়া হয়-
ইটের গাঁথুনির কাজে দুই ইটের মধ্যে যাতে মসলা ভালোভাবে প্রবেশ করানো যায় এবং দুই ইটের মধ্যে যাতে বন্ধনশক্তি বেশি হয় সে কারণে 12mm ফাঁকা রাখতে হয়। এর কম বা বেশি হলে বন্ধন দুর্বল হয়।
৬ মিমি
১২ মিমি
২৩ মিমি
২৫ মিমি
কোনোটিই নয়
244. Aggregate-এর Bulk density কার উপর নির্ভর করে?
Aggregate-এর bulk density-এর মানের উপর Aggregate-এর ঘনত্বের পরিমাণ জানা যায়। Bulk density-এর মান যত বেশি হবে Aggregate-এর ঘনত্ব তত বেশি হবে। এটি কংক্রিটের আকার, বিন্যাস এবং কম্প্যাকশনের উপর নির্ভর করে।
Shape
Grading
Compaction
উপরোক্ত সব
245. ব্রিক ফুটিং-এ অফসেটের চওড়া ইটের-
দৈর্ঘ্যের ১/৪
প্রন্থের ১/৪
দৈর্ঘ্যের ১/২
প্রন্থের ১/২
কোনোটিই নয়
246. কংক্রিটের কার্যোপযোগিতা নির্ণয় করার পরীক্ষার নাম-
Slump test বা নতি পরীক্ষা দ্বারা কংক্রিটের কার্যোপযোগিতা নির্ণয় করা হয়। Slump test-এর মাধ্যমে কংক্রিটের নতি কত তা জানা যায়। আর নতির মান দেখে কংক্রিটের কার্যোপযোগিতার মাত্রা নির্ণয় করা যায়।
Ductility test
Water absorption test
Slump test
Water permeability test
247. 15 গ্রেড concrete-এর mix ratio-
Mis গ্রেড কংক্রিটের mix ratio ১: ২:৪। অর্থাৎ, Mis গ্রেড কংক্রিট ১ ভাগ সিমেন্ট, ২ ভাগ বালি ও ৪ ভাগ কংক্রিটের মিশ্রণে তৈরি করা হয়।
১:২:৪
১:১:৫:৩
১:৩:৬
১:১:২
248. RCC footing-এর নিচে ন্যূনতম ক্লিয়ার কভার রাখতে হয়-
মাটির সংস্পর্শে সকল কাঠামোর কভারিং 7.5cm রাখতে হবে
4cm
5cm
6cm
7.5cm
249. Sheet pile কী দিয়ে তৈরি?
শিট পাইল তৈরিতে কাঠ, রিইনফোর্সমেন্ট কংক্রিট, স্টিল ইত্যাদি ব্যবহৃত হয়। তবে শিট পাইল স্টিল দিয়েই বেশি তৈরি হয়।
কাঠ
কংক্রিট
স্টিল
সবগুলো
250. অত্যধিক তাপমাত্রায় Concrete strength কীভাবে প্রভাবিত হয়?
কংক্রিটের তাপমাত্রা যদি ১০০৭ বা ৩৮৭ এর বেশি হয় তবে এটির শক্তি কমে যায়। উচ্চ তাপে হাইড্রেশন ও ঘনীভূত তাড়াতাড়ি হয় ফলে শক্তি কমে যায়। অত্যধিক তাপে সংকোচন বৃদ্ধির আশঙ্কা এত বেশি যে কংক্রিট ফেটেও যেতে পারে।
বৃদ্ধি পায়
হ্রাস পায়
একই থাকে
Concrete composition অনুযায়ী একেক রকম হবে
251. RCC বিম বা স্ল্যাবের জন্য সর্বোচ্চ Slump কত গ্রহণযোগ্য?
RCC বিম ও স্ল্যাবের Slump রেঞ্জ 5cm থেকে 10cm.
১০ সেমি
১৫ সেমি
২০ সেমি
২৫ সেমি
252. RCC ঢালাইয়ে ব্যবহৃত Coarse aggregate-এর size সাধারণত কত?
Concrete-এ ব্যবহৃত aggregate সাধারণত 20mm sieve-এ Pass করতে হবে। একে 20mm down grade বলে।
10mm down grade
16mm down grade
20mm down grade
25mm down grade
253. Concrete-এর Workability কার উপর নির্ভর করে?
Concrete-এর Workability নিম্নের বিষয়গুলোর উপর নির্ভরশীল- (i) মিশ্রণে পানির পরিমাণ (ii) পানি সিমেন্টের অনুপাত (iii) অ্যাগ্রিগেট সিমেন্টের অনুপাত (iv) সঠিক গ্রেডিং (v) সিমেন্টের পরিমাণ বৃদ্ধি করে।
Aggregate-cement ratio
Water-Cement rat
Aggregate grading
উপরোক্ত সব
254. Fine aggregate-এর সর্বনিম্ন particle size কত?
ফাইন অ্যাগ্রিগেটের সর্বনিম্ন আকার 0.075mm এবং সর্বোচ্চ আকার 4.75mm.
0.75mm
0.0075mm
0.075mm
1mm
255. কোন ধরনের অ্যাগ্রিগেট উচ্চশক্তি
কোনাকৃতি এগ্রিগেট মধ্যে প্রায় ৪০-৪১% ভয়েড থাকে। পানির পরিমাণ বেশি লাগে, ফলে ওয়াটার সিমেন্ট রেশিও-এর মান কম হয়। উত্তম বন্ধন সৃষ্টি হয় এবং উচ্চ শক্তিসম্পন্ন কংক্রিট পাওয়া যায়।
কোণাকৃতি
গোলাকার
অসম আকৃতি
ফ্লাকি (পাতবিশিষ্ট)
256. নিচের কোনটি Coarse aggregate-এর Test?
ACV Aggregate Crushing Value LAA Los Angeles Abrasion AIV Aggregate Impact Value.
ACV
LAA
AIV
All of them
257. Slump test দ্বারা Concrete-এর কোন property যাচাই করা হয়?
কংক্রিট মিশ্রণ এমন নরম হওয়া উচিত, যাতে একে সহজে নাড়াচাড়া ও ফর্মের মধ্যে ঢালাই করা যায়। কংক্রিট মিশ্রণের এই গুণকে বলে কার্যোপযোগিতা। আর কংক্রিটের এই কার্যোপযোগিতা (Workability) slump test-এর মাধ্যমে যাচাই করা হয়।
W/C ratio
Durability
Strength
Workability
258. Workability কীভাবে বাড়ানো যায়?
কংক্রিট মিশ্রণ হতে ঢালাই পর্যন্ত Handling এবং পানি সিমেন্টের উপাদানের কোন পরিবর্তন না হওয়াকে Workability বলে।
Fly ash যোগ করে
Hydrated lime যোগ করে
CaCl₂ যোগ করে
উপরোক্ত সবভাবেই
259. প্রিস্ট্রেসিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, স্ট্রেসের কমতি হওয়ার কারণ হতে পারে-
কাঠামোর মূল অংশে বিস্ট্রেসড পরিবর্তন করার পদ্ধতিকে। জিস্ট্রেসিং বলে। আর প্রিস্ট্রেসিং করার পর যদি কংক্রিটে সংকোচন, ইলাস্টিক খাটো হয় অথবা, কংক্রিটে যদি ক্রিপ হয় তাহলে কংক্রিটের স্ট্রেস কমতে থাকে।
কংক্রিট Shrinkage-এর কারণে
কংক্রিট elastic shortening-এর কারণে
কংক্রিট Creep-এর কারণে
সবগুলো
260. আবাসিক বিল্ডিং-এর Damp proof course (DPC) সাধারণত কোথায় দেয়া হয়?
(DPC) Damp Proof Course. DPC বলতে বুঝায় আর্দ্রতা প্রতিরোধক স্তর। দেয়ালের বাইরে থেকে যেন আর্দ্রতা ভিতরে প্রবেশ করতে না পারে সেজন্য DPC প্রদান করা হয়। DPC সাধারণ ভবনের প্রিন্থ লেভেলে প্রদান করা হয় যাতে আর্দ্রতা দেয়ালের গা বেয়ে উপরের দিকে উঠতে না পারে।
Plinth level
Ground level
Ceiling
Water table level-এ