সিভিল ইঞ্জিনিয়ারিং এর "" কন্সট্রাকশন প্রসেস "" সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Civil all MCQ, Civil Engineering MCQ
201. কংক্রিটের কিউরিং-এর সময় কত?
সাধারণত ১ দিনে কিউরিং-এর জন্য কংক্রিটের ১৬% কম্প্রেসিভ স্ট্রেন্থ, ৩ দিনের মধ্যে ৪০%, ৭ দিনের মধ্যে ৬৫%, ১৪ দিনের মধ্যে ৯০% এবং ২৮ দিনে ৯৯% কম্প্রেসিভ স্ট্রেন্থ পাওয়া যায়।
203. পূর্বনির্মিত কাঠামোর বুনিয়াদের গভীরতা ও প্রস্থ বাড়ানোর জন্য করা হয়-
বিদ্যমান ভিতের নিচে যে ভিত দেওয়া হয় বা বিদ্যমান ভিতের শক্তি বৃদ্ধির জন্য যে ভিত দেওয়া হয়, তাকে আন্ডার পাইনিং বলে। বিদ্যমান ভিতের শক্তি বৃদ্ধি করতে আন্ডার পাইনিং দেওয়া হয়।
216. দালানের বুনিয়াদ শক্ত করতে হলে যে পদ্ধতিতে শোরিং করা হয়-
কোনো দালানের ভিত্তিতে সমস্যা হলে বা শক্তিশালী করার দরকার হলে ঐ দালানের পার্শ্ববর্তী দালান বা কাঠামোকে বসে যাওয়া থেকে প্রতিরোধ করার জন্য অনুভূমিক বা ফ্লাই শোরিং ব্যবহার করা হয়।