Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

কন্সট্রাকশন প্রসেস MCQ
সিভিল ইঞ্জিনিয়ারিং এর "" কন্সট্রাকশন প্রসেস "" সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Civil all MCQ, Civil Engineering MCQ
201. কংক্রিটের কিউরিং-এর সময় কত?
সাধারণত ১ দিনে কিউরিং-এর জন্য কংক্রিটের ১৬% কম্প্রেসিভ স্ট্রেন্থ, ৩ দিনের মধ্যে ৪০%, ৭ দিনের মধ্যে ৬৫%, ১৪ দিনের মধ্যে ৯০% এবং ২৮ দিনে ৯৯% কম্প্রেসিভ স্ট্রেন্থ পাওয়া যায়।
১৮
২০
২৪
২৮
202. নদী বা হ্রদের মধ্যস্থিত নির্মাণ এলাকা শুষ্ক রাখতে ব্যবহৃত অস্থায়ী কাঠামো-
কফার ড্যাম এক ধরনের অস্থায়ী বেষ্টনী, যা নদী, হ্রদ ইত্যাদি এলাকায় নির্মাণকাজ চলাচলে পানি প্রবেশে বাধাদান করে।
কফার ড্যাম
কেইসন
ওয়েল
পাইল
203. পূর্বনির্মিত কাঠামোর বুনিয়াদের গভীরতা ও প্রস্থ বাড়ানোর জন্য করা হয়-
বিদ্যমান ভিতের নিচে যে ভিত দেওয়া হয় বা বিদ্যমান ভিতের শক্তি বৃদ্ধির জন্য যে ভিত দেওয়া হয়, তাকে আন্ডার পাইনিং বলে। বিদ্যমান ভিতের শক্তি বৃদ্ধি করতে আন্ডার পাইনিং দেওয়া হয়।
শোরিং
আন্ডার পাইনিং
পাইলিং
কোনোটিই নয়
204. বঙ্গবন্ধু কোন জেলায় জন্মগ্রহণ করেন?
খুলনা
গোপালগঞ্জ
ফরিদপুর
নড়াইল
205. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্ম গ্রহণ করেন?
০৬ জ্যৈষ্ঠ ১৩২০
০৩ চৈত্র ১৩২৬
১৬ বৈশাখ ১৩২২
২৬ চৈত্র ১৩২৫
206. জাতীয় শিশু দিবস কবে
১৭ ই জুন
১৭ ই ফেব্রুয়ারি
১৭ ই মার্চ
১৭ ই এপ্রিল
207. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর মায়ের নাম কি
সাহেরা খাতুন
সায়েরা খাতুন
সাহারা খাতুন
সায়রা খাতুন
208. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মস্থান-
[প্রাণিসম্পদ অধিদপ্তরের পোল্ট্রি টেকনিশিয়ান: ২০]
টুঙ্গিপাড়া
টঙ্গি
টাঙ্গাইল
টঙ্গিবাড়ী
209. Building-এর Load bearing wall-এর Foundation depth সর্বনিম্ন হতে হবে-
Building-এর Load bearing wall বা Brick wall-এর Foundation depth 900mm (35 inch)-এর কম দেওয়া যাবে না।
600mm
700mm
800mm
900mm
210. যেখানে শব্দহীনতার প্রয়োজন সেখানে কোন ধরনের ফ্লোরিং করা হয়?
চার্চ থিয়েটার হল, পাবলিক লাইব্রেরি, আর্ট, গ্যালারি, ব্রডকাস্টিং, স্টেশন ইত্যাদি জায়গায় যেখানে শব্দহীনতার প্রয়োজন সেখানে কর্ক ফ্লোরিং করা হয়।
কর্ক ফ্লোরিং
গ্লাস ফ্লোরিং
অ্যাসিড ফ্লোরিং
পিভিসি
211. ছাদের পানি চুইয়ে পড়া প্রতিরোধ করার জন্য কী দ্বারা আবরণ সৃষ্টি করা হয়?
ছাদ বা যে-কোনো বৃহৎ পৃষ্ঠের আর্দ্রতা রোধ করার জন্য বিটুমিনের প্রলেপ বা বিটুমিনাস কার্পেট ব্যবহার করা হয়ে থাকে।
জিওটেক্সটাইল
বিটুমিন
সোডা
পটাশ
212. সাধারণত ইমারতের উচ্চতা প্রস্থের কত গুণের চেয়ে কম বা বেশি হলে উইন্ড লোড বিবেচনা করা হয় না?
2
3
4
5
213. Water-cement ratio কী?
কংক্রিটে ব্যবহৃত সিমেন্ট ও পানির অনুপাতকে ওয়াটার- সিমেন্ট রেশিও বলে।
পানির আয়তন/সিমেন্টের আয়তন
পানির ওজন/সিমেন্টের ওজন
পানির ওজন/সিমেন্টের আয়তন
ক এবং খ
214. নিম্নের কোন দিবসটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের সাথে সম্পর্কযুক্ত?
বিশ্ব নারী দিবস
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
জাতীয় শিশু দিবসঘ
বিশ্ব পরিবেশ দিবস
215. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন উপজেলায় জন্মগ্রহণ করেন?
টুঙ্গিবাড়ী
টুঙ্গি
কোটালীপাড়া
টুঙ্গিপাড়া
216. দালানের বুনিয়াদ শক্ত করতে হলে যে পদ্ধতিতে শোরিং করা হয়-
কোনো দালানের ভিত্তিতে সমস্যা হলে বা শক্তিশালী করার দরকার হলে ঐ দালানের পার্শ্ববর্তী দালান বা কাঠামোকে বসে যাওয়া থেকে প্রতিরোধ করার জন্য অনুভূমিক বা ফ্লাই শোরিং ব্যবহার করা হয়।
ডেড শোর
রেকিং শোর
ফ্লাই শোর
স্কাফোল্ডিং
217. Slump টেস্টে ব্যবহৃত রডের ব্যাস কত ইঞ্চি?
Slump টেস্টে ১৬ মিমি বা ৫/৮ ইঞ্চি ব্যাসের ৬০ সেমি লম্বা রড ব্যবহার করা হয়।
৩/৮ ইঞ্চি
১/৮ ইঞ্চি
৫/৮ ইঞ্চি
কোনোটিই নয়
218. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন?
১ মার্চ, ১৯১৯ খ্রি.
১৭ মার্চ, ১৯২০ খ্রি.
১৪ আগস্ট, ১৯৪৭ খ্রি.
২১ জুন, ১৯৪১ খ্রি.
219. সিঁড়িতে প্রতি ফ্লাইটে কতটির বেশি ধাপ থাকা উচিত নয়?
উঠানামার সুবিধার জন্য একটি ফ্লাইটে ধাপ সংখ্যা ১০ থেকে ১২টি, তবে সর্বোচ্চ ১৫টি হবে এবং সর্বনিম্ন ৩টি কম নয়।
10
12
15
11
220. বঙ্গবন্ধুর গ্রাম কোন নদীর তীরে অবস্থিত?
মধুমতি
বাইগার
কুমার
ভৈরব