সিভিল ইঞ্জিনিয়ারিং এর "" কন্সট্রাকশন প্রসেস "" সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Civil all MCQ, Civil Engineering MCQ
221. দেয়ালের আড়াআড়ি ইটের স্থাপনাকে বলা হয়-
এক ইটের দৈর্ঘ্যের সমান পুরুত্ব বিশিষ্ট দেওয়ার জন্য অথবা বাঁকা ওয়াল নির্মাণ করার জন্য হেডার বন্ড ব্যবহৃত হয়।
DPC হচ্ছে ড্যাম গ্রুপ কোর্স। ফ্লোরে ডিপিসি প্রদান করা হয়, যাতে আবহাওয়াজনিত কারণে ফ্লোর স্যাঁতসেঁতে না হয়। আর্দ্রতা প্রতিরোধের জন্য মূলত ডিপিসি প্রদান করা হয়।
Concrete স্ট্রাকচারের সঠিক আকার প্রদান ও সঠিক জায়গায়। ধরে রাখার জন্য যে অস্থায়ী কাঠামো নির্মাণ করা হয়, তাকে Formwork বলে। কলাম, বিম ও স্ল্যাবের ক্ষেত্রে Formwork সাধারণত ২ থেকে ৩ দিনের মধ্যে খুলে ফেলা হয়।
230. স্থায়ী জলাবদ্ধ এলাকায় কাঠামোর ভিত্তি নির্মাণ করা হয়-
টিম্বার গ্রিলেজ ফাউন্ডেশন জলাবদ্ধ অঞ্চলগুলোতে বিশেষভাবে কার্যকর, যেখানে মাটির ভারবহন ক্ষমতা খুব কম এবং যেখানে স্টিলের বিমগুলো জলাবদ্ধতার কারণে ক্ষয় হয়ে নষ্ট হতে পারে।
231. ইটের কোন ধরনের গাঁথুনি সর্বোচ্চ লোড নিতে পারে?
ইটের গাঁথুনিতে ইংলিশ বন্ড সর্বোচ্চ লোড নিতে পারে। ইংলিশ বন্ডের ক্ষেত্রে একস্তর স্ট্রেচার এবং অপর স্তর হেডার গাঁথুনি হবে। কোনো কোর্সে বা স্তরে হেডার ও স্ট্রেচার পাশাপাশি বসে না। এজন্য সর্বোচ্চ লোড নিতে পারে।
Critical path method হলো এক ধরনের নেটওয়ার্ক টেকনিক, যা প্রকল্পের বিভিন্ন কাজগুলো বিশ্লেষণপূর্বক এক একটি গ্রুপে বিভক্ত করা হয়। এজন্য Critical path- সবকিছু সবসময় দীর্ঘ হয়।
240. বিপদগ্রস্ত কাঠামোকে সাময়িকভাবে সাপোর্ট দেয়ার জন্য যে অস্থায়ী কাঠামো নির্মাণ করা হয় তা-
কোনো কাঠামোকে যদি পুনর্নির্মাণ বা কাঠামো যে-কোনো কারণে বসন বা হেলে যেতে থাকে তাহলে কাঠামোকে যে অস্থায়ী বেষ্টনী দিয়ে সাপোর্ট প্রদান করা হয়, তাকে শোরিং বলে।