সিভিল ইঞ্জিনিয়ারিং এর "" কন্সট্রাকশন প্রসেস "" সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Civil all MCQ, Civil Engineering MCQ
401. The portion of bricks at across the width in half is called.-
402. পর্যাপ্ত আলো পাওয়ার জন্য দরজা, জানালার উপরে একটি অংশ কাচ দ্বারা নির্মাণ করা হয়, একে বলে-
ব্যাখ্যা:সানলাইটঃ দালানে পর্যাপ্ত আলো পাওয়ার জন্য সিড়িঘরে যে জানলা রাখা হয়, তাই হলো সানলাইট। এটি কাচ দিয়ে নির্মিত হয়।
ফ্যানলাইটঃ দরজা, জানলার উপরে যে ফোঁকর রাখা হয় তা হলো ফ্যানলাইট।
ভেন্টিলেটর: ছাদ লেভেল এর 30cm-50cm নিচে স্থাপিত ছোট জানলাকে ভেন্টিলেটর বলা হয়।
স্কাইলাইটঃ ঢালু ছাদ দিয়ে আলো প্রবেশ করার জন্য ঢালু ছাদ থেকে উপরের দিকে উঁচুতে চৌচালা ঘরের মতো এবং ঢালু ছাদের সমান্তরালে স্কাইলাইট ব্যবহৃত হয়।
409. প্লাস্টারকৃত সমতল পৃষ্ঠের মধ্যে ফোস্কা সৃষ্টি হওয়াকে বলে-
ব্যাখ্যা: প্লাস্টারের ত্রুটিসমূহঃ
(1) ব্লিস্টারিং: চুনের দানা দেরিতে ফোটার ফলে প্লাস্টারের
মাঝে মাঝে ফোসকা উঠে, তাকে ব্লিস্টারিং বলে। ক্রাকিং: দালানের কাঠামোগত ত্রুটি, তাপমাত্রার পরিবর্তন ইত্যাদি কারণে প্লাস্টারে গাত্রে যে গভীর ফাটল দেখা যায়, তা হলো ক্রাকিং।
ক্রেজিং বা হেয়ার ক্রাক: চুলসদৃশ অসংখ্য সরু সরু ফাটল দেখা যায়, এগুলো হলো হেয়ার ক্রাক।
410. The fineness modulus of an aggregate is roughly proportional to- [BREB-15]
ব্যাখ্যা: The term fineness modulus is used to indicate and index number which is roughly proportional to the average size of the particle in the entire quantity of aggregates.