Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

কন্সট্রাকশন প্রসেস MCQ
সিভিল ইঞ্জিনিয়ারিং এর "" কন্সট্রাকশন প্রসেস "" সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Civil all MCQ, Civil Engineering MCQ
401. The portion of bricks at across the width in half is called.-
half-sprit
half-bat
half-closer
half-bed
402. পর্যাপ্ত আলো পাওয়ার জন্য দরজা, জানালার উপরে একটি অংশ কাচ দ্বারা নির্মাণ করা হয়, একে বলে-
ব্যাখ্যা:সানলাইটঃ দালানে পর্যাপ্ত আলো পাওয়ার জন্য সিড়িঘরে যে জানলা রাখা হয়, তাই হলো সানলাইট। এটি কাচ দিয়ে নির্মিত হয়। ফ্যানলাইটঃ দরজা, জানলার উপরে যে ফোঁকর রাখা হয় তা হলো ফ্যানলাইট। ভেন্টিলেটর: ছাদ লেভেল এর 30cm-50cm নিচে স্থাপিত ছোট জানলাকে ভেন্টিলেটর বলা হয়। স্কাইলাইটঃ ঢালু ছাদ দিয়ে আলো প্রবেশ করার জন্য ঢালু ছাদ থেকে উপরের দিকে উঁচুতে চৌচালা ঘরের মতো এবং ঢালু ছাদের সমান্তরালে স্কাইলাইট ব্যবহৃত হয়।
সানলাইট
ফ্যানলাইট
ভেন্টিলেটর
কোনোটিই নয়
403. Brick walls are measured in sq.m if the thickness of the wall is-
10cm
20cm
15cm
None of these
404. স্কুল, কলেজ, আবাসিক গৃহ, যেখানে স্প্যান 6m-এর অধিক নয়, সেখানে ব্যবহৃত হয়-
ব্যাখ্যা: স্প্যান 5m থেকে ৪m-এর মধ্যে হলে কিং পোস্ট ট্রাস নির্মিত হয়।
কিং পোস্ট ট্রাস
কুইন পোস্ট ট্রাস
কম্পোজিট ট্রাস
কোনোটিই নয়
405. জানালার ওপেনিং মেঝে থেকে কত উপরে থাকে?
50-80cm
80-100cm
100-150cm
50-100cm
406. দরজা-জানালার সাথে সংযুক্ত ভেন্টিলেটরকে বলে-
সানলাইট
ফ্যানলাইট
ভেন্টিলেটরা
স্কাইলাইট
407. প্লাস্টার শেষে প্লাস্টার গাত্রে মাঝে মাঝে গভীর ফাটল দেখা দেয়। একে বলে-
ব্যাকগ্রাউন্ড
রিস্টারিং
ক্রাকিং
কোনোটিই নয়
408. The size of the standard modular brick is-
Note: without mortar the shandard modular brick size is-19cm x 9cm x 9cm
19cm x 9cm x 9cm
20cm x 10cm x 9cm
20cm x 10cm x 10cm
20cm x 9cm x 9cm
409. প্লাস্টারকৃত সমতল পৃষ্ঠের মধ্যে ফোস্কা সৃষ্টি হওয়াকে বলে-
ব্যাখ্যা: প্লাস্টারের ত্রুটিসমূহঃ (1) ব্লিস্টারিং: চুনের দানা দেরিতে ফোটার ফলে প্লাস্টারের মাঝে মাঝে ফোসকা উঠে, তাকে ব্লিস্টারিং বলে। ক্রাকিং: দালানের কাঠামোগত ত্রুটি, তাপমাত্রার পরিবর্তন ইত্যাদি কারণে প্লাস্টারে গাত্রে যে গভীর ফাটল দেখা যায়, তা হলো ক্রাকিং। ক্রেজিং বা হেয়ার ক্রাক: চুলসদৃশ অসংখ্য সরু সরু ফাটল দেখা যায়, এগুলো হলো হেয়ার ক্রাক।
গাত্রস্তর
রিস্টারিং
ক্রাকিং
কোনোটিই নয়
410. The fineness modulus of an aggregate is roughly proportional to- [BREB-15]
ব্যাখ্যা: The term fineness modulus is used to indicate and index number which is roughly proportional to the average size of the particle in the entire quantity of aggregates.
specific gravity of the aggregate
shape of the aggregate
average size of particles in the aggregate
grading of the aggregate
411. The rate of an item of work depends on-
Specifications of works
Specifications of materials
Proportion of mortar
All the above
412. ছাদ প্রধানত কত প্রকার?
ব‍্যাখ্যা: রুফ বা ছাদ তিন প্রকার- (i) ঢালু ছাদ (ii) সমতল ছাদ (iii) বাঁকানো ছাদ।
2
3
4
5
413. The concrete work for the following part of the building of specified thickness is measured in square metres-
Root slabs
Wall panels
Floors
All the above
414. ছাদ দিয়ে আলো প্রবেশের জন্য নির্মাণ করা হয়-
সানলাইট
ফ্যানলাইট
ভেন্টিলেটরড়া
স্কাইলাইট
415. Berms are provided in canals if these are-
Fully in excavation
Partly in excavation and partly in embankment
Fully in embankmental
All the above
416. The brickwork is not measured in cum in case of-
One or more than one brick wall
Brickwork in arches
Reinforced brickwork
Half-brick wall
417. দরজার উচ্চতা-
ব্যাখ্যা: দরজার উচ্চতা 2m রাখা হয়। তবে দরজার উচ্চতা 1.80m-এর কম হবে না। দরজার উচ্চতা= দরজা প্রন্থ +12 মিটার।
দরজার প্রস্থ-1.2m
সাধারণত 2m ধরা হয়
ক ও খ উভয়ই
কোনোটিই নয়
418. দরজার প্রন্থ-
ব্যাখ্যা: দরজার গ্রন্থ: দরজার প্রন্থ 80cm থেকে 120cm-এর মধ্যে হয়। গ্যারেজ/শপের দরজা গ্রন্থ 3cm-এর বেশি হবে না।
50-80cm
80-120cm
70-90cm
100-150cm
419. The minimum covering of the reinforcement for the pre-cast reinforced piles used in sea water, is- [BREB-15]
ব্যাখ্যা: The minimum covering of the reinforcement for every structure used in sea water is 75mun or 7.5 cm.
40mm
100mm
55mm
75mm
420. The rate of payment is made for 100 cum (per cum) in case of-
Earthwork in excavation
Excavation in trenches for foundation
Rock cutting
All the above