সিভিল ইঞ্জিনিয়ারিং এর "" কন্সট্রাকশন প্রসেস "" সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Civil all MCQ, Civil Engineering MCQ
441. যখন ফ্লাইটের দিক সমকোণে অর্থাৎ 90-তে পরিবর্তন করা হয় তখন তাকে বলে-
ব্যাখ্যা: (ক) স্টেইট সিঁড়ি: একমুখী সিঁড়ির ধাপগুলো একই দিকে থাকে। উঠার সময় কোনো মোড় নিতে হয় না। (খ) ডগলেগড সিঁড়ি: এক ফ্লাইটে থেকে অন্য ফ্লাইটে যেতে 180° কোণে দিক পরিবর্তন করতে হয়, তাকে ডগলেগ সিঁড়ি বলা হয়। (গ) কোয়াটার টান সিঁডিঃ যখন ফ্লাইট-এর দিক সমকোণ অর্থাৎ 90° কোণে পরিবর্তন করতে হয়, তাকে কোয়ার্টার টার্ন সিঁড়ি বলে। এই সিঁড়ির প্রারম্ভে ও শেষে নিউয়েল পোস্ট ব্যবহৃত হয়, তাই একে নিওয়েল কোয়ার্টার টার্ন সিঁড়ি বলা হয়।
442. The piece of a brick cut with its one corner equivalent to half the length and half the width of a full brick is known as: [HED-19]
ব্যাখ্যা: King closer is obtained by cutting a triangular portion of the bricks such that half a header and half a stretcher are obtained on the adjoining cut faces.
ব্যাখ্যা: সিমেন্ট প্লাস্টার: এ ধরনের প্লাস্টারে দুই বার লেপন দেওয়া হয়। প্রথম স্তরটি অমসৃণ থাকে। দ্বিতীয় লেপন দিয়ে মসৃণ পৃষ্ঠে পরিণত হয়। এই প্লাস্টারে পুরুত্ব (6mmm-25 mm) হয়। সিমেন্ট বালির অনুপাত।: 4 হয়। ৭ দিন কিউরিং করতে হয়।
451. কাঠামোর বাইরে কোন সুউচ্চ স্থানে ওঠার জন্য কোন ধরনের সিঁড়ি ডিজাইন করা হয়?
ব্যাখ্যা: স্পাইরাল সিঁড়ি: প্রয়োজনীয় জাগায় অভাবে যখন কোনো পোস্টের চতুর্দিকে ওয়াইন্ডার ধাপ প্রদান করে সিঁড়ি নির্মাণ করা হয়, তাকে স্পাইরাল সিঁড়ি বলে। এই সিঁড়ি RCC বা লোহার হয়ে থাকে। পানির ট্যাংক, মসজিদের মিনার, সুউচ্চ ভবনে উঠতে ব্যবহৃত হয়।
452. A layer of dry bricks put below the foundation concrete, in the case of soft soils, is called [MES-18]
ব্যাখ্যা: When the soil is soft or bad. One large of dry bricks or stone soling is applied below the foundation concrete is called soiling. The soling layer is computed in sq-ft.
ব্যাখ্যা: This is most important part of the structure. Generally 1:2:4 and 1:15: 3 ratios of RCC are used in construction work. Where cement concrete 1:2:4 ts used; it means I part of cement, 2 part of sand and 4 part of coarse aggregate
455. For RCC construction the maximum size of coarse aggregate is limited to- (MOCA-19, BREB-15]
ব্যাখ্যা: The maximum size of aggregates used in RCC is limited to 20 nun, for ease of compaction and workability, however 10mm, 15 mm are also used, in some exception 25 mm also is used
456. The sieve sets of coarse aggregate ranges from. (MOCA-19]
ব্যাখ্যা: বিভিন্ন চালুনির অবশেষকে ওজনের শতকরা হারে প্রকাশ করে অ্যাগ্রিগেটের গ্রেডিং নির্দেশ করা হয়। কোর্স অ্যাগ্রিগেটের জন্য 80mm, 40m, 20mm, 10m ও 4.75mm বিশিষ্ট চালুনি ব্যবহার করা হয়।
457. পাবলিক বিল্ডিং, হলরুম, মার্কেট, ওভার ব্রিজ ইত্যাদিতে ব্যবহৃত হয়-
ব্যাখ্যা: বাইফার বোটেড সিঁড়ি: যে সিঁড়িতে প্রথম বা নিম্ন ফ্লাইট-এ একসেট চওড়া ধাপের মাধ্যমে ল্যান্ডিং পর্যন্ত উঠে এর দুই বিপরীত প্রান্ত থেকে অপেক্ষাকৃত কম চড়াবিশিষ্ট দুটি ফ্লাইট- এর সাহায্যে উপরে উঠার ব্যবস্থা আছে, তাকে বাইফার বোটেড সিঁড়ি বলে। অত্যাধুনিক পাবলিক বিল্ডিং, হলরুমে, মার্কেট, ওভার ব্রিজ এ সিঁড়ি ব্যবহৃত হয়।
460. Which is used to stop the leakage of a roof? [BREB-17]
ব্যাখ্যা: Bitumen is commonly used to building highways. motorways and rail networks. Bitumen has excellent water proofing properties and is widely used to stop the leakage of a roof.