Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

কন্সট্রাকশন প্রসেস MCQ
সিভিল ইঞ্জিনিয়ারিং এর "" কন্সট্রাকশন প্রসেস "" সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Civil all MCQ, Civil Engineering MCQ
501. Figure shows a metal mould to perform the slump test of concrete. The values (in cm) of x, y and z are- [BB-20]
10, 30 and 20 respectively
30. 20 and 10 respectively
30, 10 and 20 respectively
40. 10 and 20 respectively
502. ০°C তাপমাত্রায় কিউরিং করা হলে কংক্রিট 28 দিনে শক্তি অর্জন করে-
০°C তাপমাত্রায় কিউরিং করা হলে কংক্রিট 28 দিনে 90-100% শক্তি অর্জন করে-
90%
80%
50%
60%
503. মোজাইকে ব্যবহৃত মার্বেলের আকার-
ব্যাখ্যা: মোজাইক করার জন্য 6mm আকারের মার্বেল কুচি ব্যাবহার করা হয়। মোজাইক ফ্লোরিং সাধারণত 8cm - 10cm হয়ে থাকে।
3mm
4mm
5mm
6mm
504. গাঁথুনিতে খাড়া লেভেল যাচাই করার জন্য ব্যবহৃত হয়-
ট্রাই স্কয়ার
প্লামবব
স্পিরিট লেভেল
পাট্টা
505. হাতে মিশ্রণ পদ্ধতিতে সিমেন্ট বেশি লাগে-
6%
8%
10%
12%
506. সাধারণত কত স্প্যানবিশিষ্ট লিন্টেলের ক্ষেত্রে প্রি-কাস্ট লিন্টেল ব্যবহৃত হয়?
ব্যাখ্যা: 1:2:4 অনুপাতে কংক্রিট মিশ্রিত করে সাথে স্টিল বার ব্যাবহার করে RCC লিন্টেল তৈরি করা হয়। তবে স্প্যান দৈর্ঘ্য 1.2 মি লিন্টেল ক্ষেত্রে প্রি-কাস্ট লিন্টেল ব্যবহার করা হয়।
1.2m
2.2m
2m
2.5m
507. সিঁড়িতে ট্রেডের প্রন্থ সাধারণত কত রাখা হয়?
ব্যাখ্যা: ট্রেড: স্টেপ এর উপরস্থ যে আনুভূমিক অংশ পা রেখে উঠানামা করি তাকে ট্রেড বলা হয়। নোজিং ছাড়া-এর প্রস্থ ২৪ সেমি হতে ২৮.৫ সেমি ধরি। সাধারণত 25cm রাখা হয়।
15cm
20cm
25cm
32cm
508. টেরাজো ফ্লোরিং-এ ব্যবহৃত মার্বেল পাথরের আকার-
ব্যাখ্যা: টেরোজা ফ্লোরিং: সাদা বা রঙিন সিমেন্ট ও বিভিন্ন রঙের মার্বেল পাথরের ছোট দানা (3mm থেকে 6mm) 1:3 অনুপাতে মিশিয়ে সিসি (ফ্লোর ঢালাই-এর নিয়মে বেইজের উপর ঢালাই করে (mm পুরু মার্বেল কুচির টপিং নির্মাণ করাকে টেরোজা ফ্লোরিং বলে।
2-3mm
3-6mm
4-8mm
25-10mm
509. কোর্স অ্যাগ্রিগেটের আকার-
সাধারণত কোর্স অ্যাগ্রিগেট হলো 4 নং চালুনিতে (4.75mm) বাধাপ্রাপ্ত অ্যাগ্রিগেটসমূহ। এর সারির সর্বাধিক আকারের পরিমাণ 40mm পর্যন্ত অধিকাংশ ক্ষেত্রে ব্যবহৃত হয়। যদিও অধিক ভারি কাজ যেমন ড্যাম ইত্যাদির জন্য 200m পর্যন্ত আকারের ব্যবহৃত হয়।
3-30mm
4.5-35mm
4.75-40mm
5-40mm
510. The process of making the background rough before plastering is-[MOD-20]
ব্যাখ্যা: Before plastering a wall it is made rough so that plastering can be done efficiently. Hacking is used for this process of making the background rough before plastering for better bonding of mortar with RCC structure.
rubbing
peeling
blistering
hacking
511. একটি ইটের প্রন্থের অর্ধেক কোনাকুনিভাবে কেটে পাওয়া যায়-
কিং ক্লোজার
কুইন ক্লোজার
মিটারড ক্লোজার
বেভেলড ক্লোজার
512. In case of multistoried building the forms to be removed first-. [MOD-20]
ব্যাখ্যা: In case of multistoried building the forms to be removed first are sides of beam because before columns we have to remove plinth beam side forms and inner side-girders.
sides of beam
column forms
bottom of beam
all of these at the same time
513. ছাদ বরাবর দেয়ালের বাইরের দিকের বর্ধিতাংশকে বলে-
ব্যাখ্যা: ব্লকিং কোর্স: কার্নিশের উপরের এবং কোর্সপাথরের গাঁথুনিকে ব্লকিং কোর্স বলা হয়। কার্নিশ : মাটির সমান্তরালে দালানের উপরের প্রান্তে বা দেওয়াল ও ছাদের সংযোগস্থলে, দেওয়ালের বাহিরের দিকে যে অংশ বর্ধিত থাকে, তাকে কার্নিশ বলা হয়। স্টিং কোর্সঃ মাটির সমান্তরালে এক কোর্স গাঁথুনি যদি দেওয়ালের পৃষ্ঠ থেকে কিছুটা বের হয়ে থাকে, তবে তাকে স্ট্রিং কোর্স বলে। সিল: জানালার নিচের আনুভূমিক অংশকে সিল বলা হয়।
ব্লকিং কোর্স
স্ট্রিং কোর্স
কার্নিশ
সিলার
514. Distemper is used on [MOD-20]
ব্যাখ্যা: Distemper is an early form of whitewash As a decorative paint, it is easily marked and cannot get wet. It has been used since antiquity for painting walls and other types of house decoration. Because it's not waterproof, it has most often been used on interior surfaces.
brick walls
concrete surfaces
plastered surface exposed to weather
plastered surface not exposed to weather
515. মোজাইক টাইলের মাপ-
ব্যাখ্যা: মোজাইক টাইলসের মাপ (i) 20x20cm² (ii) 25x25cm².
20 x 20cm
10 x 10cm
15 x 15cm
30 x 30cm
516. The purpose of reinforcement in prestressed concrete is-. [MOD-20]
ব্যাখ্যা: Reinforced concrete and prestressed concrete are both reinforced with longitudinal and transvers steel bars, also known as rebar. The main function of the reinforcement is to strengthen concrete when it undergoes tensile stress.
to provide adequate bond stress
to resist tensile stress
to impart initial compressive stress in concrete
all of these
517. মশলাসহ সর্বনিম্ন পুরুত্বের ইটের গাঁথুনি-
7cm
11.4cm
7.6cm
12.7cm
518. The strength and quality of concrete depends upon-. [MOD-20]
ব্যাখ্যা: The strength and quality of concrete depends upon the strength of aggregates. Low quality of aggregate reduces the strength of concrete. The quality of aggregate also affects the properties of hardened concrete. The shape and grading of aggregated play a major roles.
grading of aggregates
surface area of aggregates
shape of aggregates
all of these
519. একটি ইটের পূর্ণ প্রন্থকে কোনাকুনিভাবে কাটলে পাওয়া যায়-
ব্যাখ্যা: কিং ক্লোজার: একটি ইটের দৈর্ঘ্যের দিকের অর্ধেক ও প্রন্থের দিকে অর্ধেক কেটে ফেললে যে অংশটুকু থাকে, তাকে কিং ক্লোজার বলা হয়। কুইন ক্লোজার: ইটকে লম্বালম্বি সমান দু'ভাগে ভাগ করলে অর্থাৎ অর্ধেক প্রস্থবিশিষ্ট পূর্ণ দৈর্ঘ্যের ইটকে কুইন ক্লোজার বলা হয়। বেভেলড ক্লোজার: একটি ইটের প্রন্থের দিকে অর্ধেক এবং সমস্ত দৈর্ঘ্য বরাবর কেটে কোনাকুনি কেটে ফেললে যে অংশটুকু থাকে, তাকে বেভেলড ক্লোজার বলে।
কিং ক্লোজার
মিটারড ক্লোজার
কুইন ক্লোজার
বেভেলড ক্লোজার
520. The best spacing of timber piles from centre to centre is-[BB-20]
ব্যাখ্যা: Piles should not be spaced less than 600mm center to center. By driving piles much closer, the frictional resistance is destroyed. The best spacing for timber piles is 900 mm c/c
500mm
1000mm
900mm
700mm