Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

কন্সট্রাকশন প্রসেস MCQ
সিভিল ইঞ্জিনিয়ারিং এর "" কন্সট্রাকশন প্রসেস "" সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Civil all MCQ, Civil Engineering MCQ
561. থার্মাল ইনসুলেটিং ম্যাটেরিয়ালের কোন গুণটি অবশ্যই থাকা উচিত
অগ্নিরোধক
শব্দ প্রতিরোধক
তাপ প্রতিরোধক
আর্দ্রতা প্রতিরোধক
562. প্রজেক্ট ম্যানেজারের কাজ হলো-
মালামাল সংগ্রহ করা
জনশক্তি সংগ্রহ কর
অর্থের সংস্থান করা
কাজের পরিমাপ ও প্রকৃতি নির্ধারণ করা
563. For increasing setting time of concrete, what type of admixture is used-(BPSC-22)
ব্যাখ্যা: Accelator decreasing setting time of concrete and retarder increasing setting time of concrete.
Accelator
Air Entraining
Water reducing
Retarder
564. নির্মাণকাজের সময় নিরাপদ নয় এরূপ কাঠামোকে বা পার্শ্ববর্তী মাটি রক্ষার জন্য যে অস্থায়ী কাঠামো নির্মাণ করা হয়, তাকে বলে-
underpnning
scaffolding
shoring
jacking
565. গোলাকার আকৃতির অ্যাগ্রিগেটের মধ্যে ভয়েড থাকে-
30%
35%
40%
45%
566. Workability of concrete is measured by- [HED-19, MOD-20, BPSC-22]
ব্যাখ্যা: Concrete slump test or slump cone test is to determi the workability or consistency of concrete mix prepared at the laboratory or the construction site during the progress of work.
Fineness test
Vicat's apparatus test
Slump test
Setting time test
567. Damp proof কেন দেওয়া হয়?
Salt intrusion বন্ধ করার জন্য
একটি plain surface তৈরি করার জন্য
Damp বন্ধ করার জন্য
Wall-এ ভালো bond তৈরি করার জন্য
568. Slump test-এ Concrete-এর প্রতিটি স্ত রকে কীভাবে Compact করা হয়?
5/8" dia রড দিয়ে ২০ বার
5/4" dia রড দিয়ে ২০ বার
5/8" dia রড দিয়ে ২৫ বার
5/8" dia রড দিয়ে ৩২ বার
569. ঢালাইয়ের পর column-এর খাড়া side-এর formwork কত দিন পর খোলা যায়?
১ থেকে ২ দিন
২৮ দিন
১৪ দিন
৭ দিন
570. ২৮ দিনে কংক্রিট মিশ্রণের শক্তি ২৫০ kg/cm² হলে মিশ্রণকে বলে-
M230 বলতে এখানে, M = কংক্রিটের মিশ্রণ এবং সংখ্যা 250 দ্বারা বুঝায় উক্ত কংক্রিটের মিশ্রণের 28 দিনের সর্বোচ্চ শক্তি 250 kg/cm² হবে। অর্থাৎ, কংক্রিটের উপাদানসমূহ 1:1:2 অনুপাতে মিশ্রিত করে 28 দিনে সর্বোচ্চ শক্তি 250 kg/cm² হলে তাকে 1230 বলা হয়।
M25
M100
M250
M500
571. স্বল্প সময়ে পানির নিচে কংক্রিট স্থাপনে কোন পদ্ধতি বেশি উপযোগী?
ট্রিমি পদ্ধতি: পানির উপরে কংক্রিট উৎপাদনের স্থান হতে পানির নিচে কংক্রিট স্থাপনের স্থান পর্যন্ত লম্বা 25cm হতে 40 cm ব্যাসবিশিষ্ট পানিরোধী পাইপকে ট্রিমি বলে। যদিও এ পদ্ধতিতে সিমেন্ট বেশি লাগে তথাপি স্বল্প সময়ে পানির নিচে কংক্রিট স্থাপনে ট্রিমি পদ্ধতিই সবচেয়ে উপযোগী
বালতি
গ্রাউটেড কংক্রিট
ট্রিমি
গ্রাব বাকেট
572. Aggregates containing moisture in pores but having surface dry known as [BPSC-22
ব্যাখ্যা: The aggregate containing moisture in pores and having its surface dry, is known as saturated surface dry. aggregate (SSD).
Moist aggresates
Gap graded aggregates
Dry aggregates
SSD aggregates
573. Coment required for using 45 litre of water with a w/c ration of 0.45 for making concrete is-[BPSC-22]
One bag
Four bag
Two bag
Three bag
574. কোণাকৃতি আকারের অ্যাগ্রিগেটের মধ্যে ভয়েড থাকে-
কোণাকৃতি আকারের অ্যাগ্রিগেটের মধ্যে ভয়েড = 40% এবং গোলাকৃতির অ্যাগ্রিগেটের মধ্যে ভয়েড থাকে = 35% কোণাকৃতি আকারের অ্যাগ্রিগেটের মধ্যে ভয়েড বেশি থাকলেও এটি গোলাকৃতির অ্যাগ্রিগেটের চেয়ে অধিক দৃঢ় ও শক্তিশালী অ্যাগ্রিগেট মর্টার বন্ড তৈরি করে।
35%
40%
45%
50%
575. ঘরের দেয়ালের নিচ দিকের অংশটি Neat cement finishing অথবা Mosaic করা হয়, যাকে বলে-
Footing
Wall plate
Dado
Corbell
576. যে আকারের aggregate কংক্রিটে সবচেয়ে বেশি void সৃষ্টি করে, তা হলো-
irregular
angular
rounded
flaky
577. দেয়ালের সমান্তরালে ইটের স্থাপনাকে বলে
ওয়ালের আড়াআড়ি ইটের গাঁথুনিকে হেডার এবং ওয়ালের সমান্তরালে ইটের গাঁথুনিকে স্ট্রেচার বলে।
হেডার
ক্লোজার
স্ট্রেচার
অ্যারাইজার
578. মিক্সচার মেশিনের ঘূর্ণায়মান ড্রামে সমস্ত উপাদান ঢালার পর ঘুরানো হয়-
মিক্সচার মেশিনের ঘূর্ণায়মান ড্রামে সমস্ত উপাদান (পানি বাদে) মিশ্রণের জন্য 30 সেকেন্ড ঘুরানো হয়। এরপর এতে প্রয়োজনীয় পানি বালতির সাহায্যে দেওয়া হয়। ছোট ড্রামে 1.5 মিনিট এবং বড় ড্রামে 2 মিনিট ধরে চালালে মসলা ভালো মিশে।
2min
4mm
5mm
6mm
579. সচরাচর কংক্রিট স্থানান্তর পদ্ধতি হলো-
স্টিল প্যান
হুইল বার
ক্যাবল ওয়ে
স্কিপ
580. IF water required for 1 (one) bag cement is 25 litre for making concrete the w/c ratio is (BPSC-22)
ব্যাখ্যাঃ Water cement ratio (W/C)= Water / cement = 25/50 =0.50
0.45
0.55
0.50
0.40