সিভিল ইঞ্জিনিয়ারিং এর "" কন্সট্রাকশন প্রসেস "" সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Civil all MCQ, Civil Engineering MCQ
561. থার্মাল ইনসুলেটিং ম্যাটেরিয়ালের কোন গুণটি অবশ্যই থাকা উচিত
566. Workability of concrete is measured by- [HED-19, MOD-20, BPSC-22]
ব্যাখ্যা: Concrete slump test or slump cone test is to determi the workability or consistency of concrete mix prepared at the laboratory or the construction site during the progress of work.
570. ২৮ দিনে কংক্রিট মিশ্রণের শক্তি ২৫০ kg/cm² হলে মিশ্রণকে বলে-
M230 বলতে এখানে, M = কংক্রিটের মিশ্রণ এবং সংখ্যা 250 দ্বারা বুঝায় উক্ত কংক্রিটের মিশ্রণের 28 দিনের সর্বোচ্চ শক্তি 250 kg/cm² হবে। অর্থাৎ, কংক্রিটের উপাদানসমূহ 1:1:2 অনুপাতে মিশ্রিত করে 28 দিনে সর্বোচ্চ শক্তি 250 kg/cm² হলে তাকে 1230 বলা হয়।
571. স্বল্প সময়ে পানির নিচে কংক্রিট স্থাপনে কোন পদ্ধতি বেশি উপযোগী?
ট্রিমি পদ্ধতি: পানির উপরে কংক্রিট উৎপাদনের স্থান হতে পানির নিচে কংক্রিট স্থাপনের স্থান পর্যন্ত লম্বা 25cm হতে 40 cm ব্যাসবিশিষ্ট পানিরোধী পাইপকে ট্রিমি বলে। যদিও এ পদ্ধতিতে সিমেন্ট বেশি লাগে তথাপি স্বল্প সময়ে পানির নিচে কংক্রিট স্থাপনে ট্রিমি পদ্ধতিই সবচেয়ে উপযোগী
574. কোণাকৃতি আকারের অ্যাগ্রিগেটের মধ্যে ভয়েড থাকে-
কোণাকৃতি আকারের অ্যাগ্রিগেটের মধ্যে ভয়েড = 40% এবং গোলাকৃতির অ্যাগ্রিগেটের মধ্যে ভয়েড থাকে = 35% কোণাকৃতি আকারের অ্যাগ্রিগেটের মধ্যে ভয়েড বেশি থাকলেও এটি গোলাকৃতির অ্যাগ্রিগেটের চেয়ে অধিক দৃঢ় ও শক্তিশালী অ্যাগ্রিগেট মর্টার বন্ড তৈরি করে।
578. মিক্সচার মেশিনের ঘূর্ণায়মান ড্রামে সমস্ত উপাদান ঢালার পর ঘুরানো হয়-
মিক্সচার মেশিনের ঘূর্ণায়মান ড্রামে সমস্ত উপাদান (পানি বাদে) মিশ্রণের জন্য 30 সেকেন্ড ঘুরানো হয়। এরপর এতে প্রয়োজনীয় পানি বালতির সাহায্যে দেওয়া হয়। ছোট ড্রামে 1.5 মিনিট এবং বড় ড্রামে 2 মিনিট ধরে চালালে মসলা ভালো মিশে।