Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

কন্সট্রাকশন প্রসেস MCQ
সিভিল ইঞ্জিনিয়ারিং এর "" কন্সট্রাকশন প্রসেস "" সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Civil all MCQ, Civil Engineering MCQ
521. গাঁথুনিতে ব্যবহারের পূর্বে ইটকে পানিতে ভিজানো হয়-
ব্যাখ্যা: ইটকে পানিতে ভিজানোর কারণ- (i) ময়লা আবর্জনা দূরীভূত করা। (ii) ভেজা ইটের সাথে যাতে সহজেই মটরি লেগে না যায়। (iii) ইট যাতে মসলার পানি শোষণ করতে না পারে।
ইটকে পরিষ্কার করার জন্য
ইট ঠান্ডা রাখার জন্য
ইটের সাথে মশলার ভালো সংযোজনের জন্য
ইট যাতে মশলায় ব্যবহৃত পানি শোষণ করতে না পারে
522. Separation of water or water-sand-cement from a freshly concrete is know- (PPA-19, MOD-20]
ব্যাখ্যা: Bleeding occurs in concrete when course aggrgutes tends to settle down and free water rises up to the surface.
bleeding
flooding
segregation
creeping
523. An ideal rise in a star is [BPSC-22]
ব্যাখ্যা: Rise must be between 150mm and 220 mm. And Ideal Going or Tread must be between 220mm and 300mm.
100 mm
250 mm
150 mm
125 mm
524. দেওয়ালে বৃষ্টির পানি এবং আর্দ্রতার অনুপ্রবেশ বন্ধ করার জন্য বহিঃস্থ দেয়ালের উপর বিশেষভাবে নির্মিত শেষ গাঁথুনিকে বলে-
কোপিং
স্ট্রিং কোর্স
টুথিং
ফ্রিজ
525. অ্যাগ্রিগেটে দীর্ঘায়িত এবং ফ্লাকি কণাগুলো শতকরা কত ভাগের বেশি হওয়া উচিত নয়?
অ্যাগ্রিগেট-এর আকার যদি চ্যাপ্টা, দীর্ঘায়িত, পাতবিশিষ্ট ২২৭ হয়, তবে কংক্রিটের কার্যপযোগিতা কমে নিম্নমানের কংক্রিট পাওয়া যায়। এজন্য অ্যাগ্রিগেটে দীর্ঘায়িত চ্যাপ্টা ও ফ্লাকি কণাগুলো শতকরা 10-15% হওয়া উচিত নয়।
5-10
10-15
15-20
20-25
526. Length of an individual span of Padma Bridge is [BPSC-22]
ব্যাখ্যা: The bridge with 150.12m (492.5 ft) long 41 spans, 6.150 km (3.821 mi) total length and 22.5m (74ft) width. This is the longest bridge in Bangladesh.
100m
160m
140m
150m
527. ASTM Stands for- [PBRLP-21]
American Society for Testing Materials
American Society of Testing Materials
American Society for Testing and Materials
None of the above
528. সমুদ্র উপকুলীয় কাঠামো নির্মাণে যে পাইল বেশি ব্যবহৃত হয়-
ব্যাখ্যা: Disk pile মূলত একটি স্টিল পাইল। এর নিম্নপ্রান্তে একটি ডিক্স থাকে, যা বর্ধিত সমর্থনশক্তি প্রদান করে।
ক্রু পাইল
স্টিল পাইপ পাইল
সিলিন্ডার পাইল
ডিস্ক পাইল
529. বালির আয়তন স্ফীতিতে এর আয়তন বৃদ্ধি পায়-
বালিতে পানির পরিমাণ হ্রাস বৃদ্ধিতে আয়তনের যে পরিবর্তন হয়, তাকে বালির আয়তন স্ফীতি বলে। বালির ওজনের 5% থেকে ৪% পর্যন্ত আর্দ্রতায় বালির আয়তন 25% থেকে 40% পর্যন্ত বৃদ্ধি পায়। তবে ৪% এর অধিক পানি মিশ্রিত করলে বালির আয়তন কমতে থাকে এবং সম্পূর্ণ সম্পৃক্ত অবস্থায় শুষ্ক বালির আয়তনের সমান হয়।
5-10%
10-15%
20-30%
25-40%
530. দালানে ছাদের উপর অল্প উঁচু করে যে দেয়াল নির্মাণ করা হয়, তাকে বলে-
রকিং কোর্স
স্ট্রিং কোর্স
কোপিং
প্যারাপেট
531. RCC-এর ক্ষেত্রে প্রতি স্তরে কোনটির বেশি পুরুত্বে কংক্রিট স্থাপন করা উচিত নয়?
ম্যাশ কংক্রিটের প্রতি স্তরে (3040) cm এবং আর.সিসি কংক্রিটের ক্ষেত্রে (1530) cm-এর বেশি পুরুত্বের কংক্রিট অনীক স্থাপন করা উচিত নয়।
10-15cm
15-30cm
20-30cm
15-35cm
532. In road construction, rolling starts from-(BPSC-22]
Edge to Centre
Centre to Edge
From one edge to other edge
Any one of the above
533. শতকরা কত ভাগের অধিক লবণযুক্ত পানি কংক্রিটে ব্যবহার করা হয়?
ব্যাখ্যা: কংক্রিট সর্বোচ্চ ৩.৫% লবণযুক্ত পানি ব্যবহার করা যেতে পারে।
৫%
১৫%
১০%
২০%
534. কাঠ এবং কংক্রিট একত্র করে যে পাইল তৈরি করা হয়, তাকে বলে-
কম্পোজিট পাইল
স্যান্ড পাইল
রেমন্ড পাইল
ভাইব্রো পাইল
535. প্রথম শ্রেণির ইট 24 hour পানিতে ভিজালে শোষণ করবে-
ব্যাখ্যা: ১ম শ্রেণির ইট পানিতে 24 ঘণ্টা ভেজালে তার 1/6 অংশ = 16.67% থেকে ২০% এর ওজন এর বেশি পানি শোষণ করবে না।
15%
25%
20%
30%
536. পানির নিচে ভিত্তি স্থাপনের জন্য যে কাঠামো পাইলের মতো ব্যবহৃত হয় তা-
ব্যাখ্যা: কেইসনঃ ফরাসি শব্দ কেইস হতে কেইসন নামের উৎপত্তি, যার অর্থ সিন্দুক বা বক্স। পানির নিচে যথাস্থানে ভিত্তি স্থাপনের জন্য যে কাঠামো নির্মাণ করা হয়, তাকে কেইসন বলা হয়।
কফার ড্যাম
কেইসন
রেমন্ড পাইল
ফ্রাঙ্কি পাইলآ
537. Efflorescence in cement plaster is due to excess of- [BPSC-22]
ব্যাখ্যা: Efflorescence is caused by water soluble salts and other water dispensible materials that come to the surface of concrete, brick and mortars. There are a number of potential causes including. Low temperatures moist conditions.mpeghintmins
Alumine
Alkali
Lime
Silica
538. 1.5 ইটের চওড়া দেয়ালে কোন বন্ডে একই কোর্সে সামনের। দিকে হেডার এবং পিছনের দিকে স্ট্রেচার দেখা যাবে?
ডাচ
ফ্লেমিশ
ইংলিশ
রেকিং
539. The use of bar chart is very popular in construction deparments because- [BB-20]
ব্যাখ্যা: Bar charts are popular because of its case of conveying scheduling information. The bar chart is used for the representation of a project in which the activities are represented by horizontal segments of which the length is proportional to the time necessary to conclude the task in question. The bar chart is an effective tools for the management of work in a project.
modification to the chart, if required, can be carried out easily
it is very simple to prepare and interpret
each item of work or activity is shown separately
all of these
540. কংক্রিটে 5% ভয়েডের উপস্থিতিতে কংক্রিটের সামর্থ্য কত পর্যন্ত হ্রাস পেতে পারে?
কংক্রিটের এয়ার বাবল দূরীভূত করে সবচেয়ে বেশি ঘনত্বের কংক্রিট পাওয়ার জন্য কম্প্যাকশন করা হয়। ঘনত্বের কংক্রিট যেমন- ৫% ভয়েডের উপস্থিতিতে কংক্রিটের সামর্থ্য 30% পর্যন্ত হ্রাস পেতে পারে।
15%
25%
30%
35%