সিভিল ইঞ্জিনিয়ারিং এর "" কন্সট্রাকশন প্রসেস "" সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Civil all MCQ, Civil Engineering MCQ
521. গাঁথুনিতে ব্যবহারের পূর্বে ইটকে পানিতে ভিজানো হয়-
ব্যাখ্যা: ইটকে পানিতে ভিজানোর কারণ-
(i) ময়লা আবর্জনা দূরীভূত করা।
(ii) ভেজা ইটের সাথে যাতে সহজেই মটরি লেগে না যায়।
(iii) ইট যাতে মসলার পানি শোষণ করতে না পারে।
526. Length of an individual span of Padma Bridge is [BPSC-22]
ব্যাখ্যা: The bridge with 150.12m (492.5 ft) long 41 spans, 6.150 km (3.821 mi) total length and 22.5m (74ft) width. This is the longest bridge in Bangladesh.
বালিতে পানির পরিমাণ হ্রাস বৃদ্ধিতে আয়তনের যে পরিবর্তন হয়, তাকে বালির আয়তন স্ফীতি বলে। বালির ওজনের 5% থেকে ৪% পর্যন্ত আর্দ্রতায় বালির আয়তন 25% থেকে 40% পর্যন্ত বৃদ্ধি পায়। তবে ৪% এর অধিক পানি মিশ্রিত করলে বালির আয়তন কমতে থাকে এবং সম্পূর্ণ সম্পৃক্ত অবস্থায় শুষ্ক বালির আয়তনের সমান হয়।
536. পানির নিচে ভিত্তি স্থাপনের জন্য যে কাঠামো পাইলের মতো ব্যবহৃত হয় তা-
ব্যাখ্যা: কেইসনঃ ফরাসি শব্দ কেইস হতে কেইসন নামের উৎপত্তি, যার অর্থ সিন্দুক বা বক্স। পানির নিচে যথাস্থানে ভিত্তি স্থাপনের জন্য যে কাঠামো নির্মাণ করা হয়, তাকে কেইসন বলা হয়।
537. Efflorescence in cement plaster is due to excess of- [BPSC-22]
ব্যাখ্যা: Efflorescence is caused by water soluble salts and other water dispensible materials that come to the surface of concrete, brick and mortars. There are a number of potential causes including. Low temperatures moist conditions.mpeghintmins
539. The use of bar chart is very popular in construction deparments because- [BB-20]
ব্যাখ্যা: Bar charts are popular because of its case of conveying scheduling information. The bar chart is used for the representation of a project in which the activities are represented by horizontal segments of which the length is proportional to the time necessary to conclude the task in question. The bar chart is an effective tools for the management of work in a project.
modification to the chart, if required, can be carried out easily
কংক্রিটের এয়ার বাবল দূরীভূত করে সবচেয়ে বেশি ঘনত্বের কংক্রিট পাওয়ার জন্য কম্প্যাকশন করা হয়। ঘনত্বের কংক্রিট যেমন- ৫% ভয়েডের উপস্থিতিতে কংক্রিটের সামর্থ্য 30% পর্যন্ত হ্রাস পেতে পারে।