Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

কন্সট্রাকশন প্রসেস MCQ
সিভিল ইঞ্জিনিয়ারিং এর "" কন্সট্রাকশন প্রসেস "" সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Civil all MCQ, Civil Engineering MCQ
581. রঙের প্রধান বাহন হিসেবে ব্যবহৃত হয়-
তার্পিন
রঞ্জক
তিসির তৈল
রেডলেড
582. রং করার উপযোগী কাঠ কত এর কম আর্দ্রতাযুক্ত হওয়া উচিত?
10%
25%
20%
15%
583. কোনটি ফ্লেক্সিবল ডিপিসি নয়?
সিসার শিট
হট বিটুমিন
বিটুমিনাস শিট
জিআই শিট
584. রঙের কাজ পাতলা করার উপাদান-
তার্পিন
কপার সালফেট
হোয়াইট লেড
তেল আম্বার
585. Coarse Aggregate-এর ক্ষেত্রে Los Angeles Test নিচের কোনটি নির্ণয়ের জন্য করা হয়?
Crushing strength
Impact value
Abrasion value
Soundness
586. নির্মাণকৌশল অনুযায়ী গভীর ভিত্তি কত প্রকার?
ব্যাখ্যা: নির্মাণকৌশল অনুযায়ী গভীর ভিত্তি ৩ প্রকার, যথা- (i) পাইল ভিত্তি (ii) কফার ড্যাম (iii) কেইশন।
2
5
3
4
587. প্লানিং এবং শিডিউল-এর সীমাবদ্ধতাকে দূরীকরণে ব্যবহৃত হয়-
ব্যাখ্যা: CPM = Critical Path Method.
বার চার্ট মাইল
ফ্লোচার্ট
CPM নেটওয়ার্ক
স্টোন চার্ট
588. গৃহস্থালি কাজে প্রতিজনে প্রতিদিন পানির পরিমাপ
30 litre
45 litre
35 litre
40 litre
589. হলো-ক্লে টালির খাঁজের ক্ষেত্রফল হওয়া উচিত, খাঁজ পার্শ্বের ক্ষেত্রফলের-
40%
45%
50%
60%
590. রিইনফোর্সড ব্রিক ম্যাসনরির শক্তি বৃদ্ধি করতে ব্যাবহার করা হয়-
স্টিরাপ
মাইল্ড স্টিল ফ্লাট
মাইন্ড স্টিল রড
কোনোটিই নয়
591. ঢালু ছাদের উন্মুক্ত পার্শ্বে ন্যূনতম বায়ুচাপ ধরা হয়-
40 kg/m²
80 kg/m²
50 kg/m²
100 kg/m²
592. Concrete ধারণ (sustain) করতে পারে-
কংক্রিট চাপশক্তি সহ্য করতে পারে কিন্তু টানশক্তি সহ্য করার ক্ষেত্রে বেশ দুর্বল। অধিক চাপশক্তি সহ্যক্ষমতাসম্পন্ন কাঠামোতে আরসিসি কংক্রিট ব্যবহার করা হয়। কংক্রিটের সর্বোচ্চ চাপশক্তি হচ্ছে 75,000 psi.
Tension
Compression
Shear
Torque
593. রুমের আয়তনের প্রতি 30-40m' এর জন্য কত বর্গমিটার হিসেবে জানালার ক্ষেত্রফলের জন্য রাখা উচিত?
3m²
4m²
2m²
1m²
594. ime Concrete এবং Curing time যথাক্রমে-
কংক্রিট ঢালাইয়ের ৬-২৪ দিন পর থেকে কিউরিং করা দরকার। কমপক্ষে ৭ দিন কিউরিং করা উচিত। তবে ১৪-২৮ দিন পর্যন্ত কিউরিং করা উত্তম।
১ সপ্তাহ/১ সপ্তাহ
2 সপ্তাহ/৪ সপ্তাহ
৩ সপ্তাহ/৩ সপ্তাহ
৪ সপ্তাহ/৪ সপ্তাহ
595. মৃসণ, দেখতে সুন্দর ও সহজে পরিষ্কার করা যায়-
কর্য ফ্লোরিং
পিভিসি
গ্লাস ফ্লোরিং
অ্যাসিড প্রুফ
596. ফ্লোর সরাসরি মাটির উপর না হলে এর লেভেল থেকে কিছুটা উপরে হলে তা
আপার ফ্লোর
সাসপেন্ডেড ফ্লোর
সলিড গ্রাউন্ড ফ্লোর
কোনোটিই নয়
597. Concrete-কে curing করতে হয়-
Cement এর hydration-এর জন্য
নতুন concrete-এর উপর পানির চাপ প্রয়োগের জন্য, যা concrete-কে জমাট হতে সাহায্য করে
সূর্যের তাপে নতুন concrete যেন ফেটে না যায়
উপরোক্ত সবগুলোর জন্য
598. নিরেট দেয়ালের তুলনায় ফাঁপা দেয়ালের তাপ নিরোধক ক্ষমতা বেশি-
20%
35%
25%
30%
599. প্লাস ফ্লোরিং-এ ব্যবহৃত গ্লাসের পুরুত্ব-
12-30mm
25-40mm
5-15mm
5-10mm
600. গুদামঘর, ওয়ার্কশপ, গ্যারেজ, পাবলিক বিল্ডিং ইত্যাদির নিরাপত্তা বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়-
লুভার্ড ডোর
রিভোলভিং
কলাপসিবল ডোর
স্লাইডিং ডোর