সিভিল ইঞ্জিনিয়ারিং এর "" কন্সট্রাকশন প্রসেস "" সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Civil all MCQ, Civil Engineering MCQ
661. সিমেন্টের কোন পরীক্ষায় Vicat Apparatus ব্যবহার করা হয় ?
666. Schmidt Rebound Hammer দিয়ে concrete এর কী Test করা হয়?
তথ্য: অ-ধ্বংসাত্মক পরীক্ষা (NID=Non-destructive test) হল একটি পরীক্ষা এবং বিশ্লেষণ কৌশল যা শিল্প দ্বারা ব্যবহৃত উপাদান কাঠামো বা সিস্টেমের বৈশিষ্ট্যগত পার্থক্যের জন্য ব্য ঢালাই ত্রুটি এবং বিচ্ছিন্নতার জন্য মূল অংশের ক্ষতি না করে মূল্যায়ন করার জন্য ব্যবহৃত হয়।
Schmidt Hammer, যা একটি সুইস হাতুড়ি বা একটি রিবাউন্ড
হাতুরি বা কংক্রিট হাতুড়ি পরীক্ষা নামেও পরিচিত, একটি যন্ত্র যা কংক্রিট বা শিলার স্থিতিস্থাপক বৈশিষ্ট্য বা শক্তি, পৃষ্টের কঠোরতা এবং penetration resistance পরিমাপ করে। এটি আবিষ্কার করেন সুইস প্রকৌশলী Ernst Schmidt। সঠিক উত্তর:ঘ
তথ্য: গ্যালভানাইজেশন বা গ্যালভানিকরণ হলো মরিচা প্রতিরোধ করার জন্য ইস্পাত বা লোহাতে জিংক (zn) বা দস্তার প্রলেপ প্রয়োগ করার পদ্ধতি। অক্ষত অবস্থায় দস্তার প্রলেপটি ক্ষয়কারী পদার্থকে অন্তর্নিহিত ইস্পাত বা লোহায় পৌঁছাতে বাধা দেয়।
সঠিক উত্তর: (গ)
তথ্য: ফেরোসমেন্ট বা ফেরো সিমেন্ট হল রিইনফোর্সড মর্টার বা প্লাস্টার ব্যবহার করে নির্মাণের একটি পদ্ধতি যা ধাতব জাল বা ধাতব ফাইবার এর উপর প্রয়োগ করা হয়। প্রশ্ন ও প্রদত্ত অপশনের কোনটির সাথে মিল না থাকায় সঠিক উত্তর: ঘ
677. Coarse aggregate এর ক্ষেত্রে los angies test নিচের কোনটি নির্ণয়ের জন্য করা হয়?
তথ্য: los angeles abrasion test on aggregates is the measure of aggregate toughness and abrasion resistance such as crushing,
degradation and disintegration.
Answer: (c)
679. কনক্রিট ঢালাই কাজে ওয়াটার সিমেন্ট অনুপাত বেশি হলে ঘটবে?
তথ্য: পানি সিমেন্টঅনুপাত একটা ভগ্নাংশ সংখ্যা। এ অনুপাত কংক্রিটের শক্তির উল্টানুপাতিক। অর্থাৎ অনুপাতের মান যত কম হবে কংক্রিটের শক্তি তত বৃদ্ধি পাবে। সদ্য মিশ্রিত কংক্রিটের অবশ্য কার্যকারিতা থাকতে হবে। কারন পানি বেশি হলে ঢালাই করার সময় মোটা দানা উপাদান নিচে পড়ে যায় এবং উপরে সিমেন্ট গোলা ভেসে থাকে। আবার পানির পরিমান খুব কম হলে মিশ্রণ নাড়াচাড়া ও ঢালাই করা অসুবিধাজনক হয়। রাসায়নিক বিক্রিয়া ব্যাহত এবং কংক্রিটের ভিতর ফাকা থেকে যায়। ফলে হ্যানিকম্ব বা মধু চক্রিকার সৃষ্টি করে। উভয় অবস্থায় কংক্রিট দুর্বল হয়। সাধারনত পানির ওজন সিমেন্টর ওজনের অর্ধেক হলে চলে। তবে বিশেষ শক্তির কংক্রিটের জন্য অনুপাতও ভিন্ন হয়। যেমন:১:১:২ অনুপাতের কংক্রিটের জন্য পানি সিমেন্ট অনুপাত প্রায় ০.৪৫। ১:১.৫:৩ অনুপাতের জন্য ০.৫০ এবং ১:২:৪ অনুপাতের কংক্রিটের জন্য ০.৫৫-০.৬৬ হয়ে থাকে। উত্তর: খ
680. জলছাদ তৈরিতে চুন, সুরকি ও খোয়ার অনুপাত হচ্ছে-
তথ্য: Building এর সর্বোচ্চ তলার ছাদকে রোদ বৃষ্টির হাত থেকে
রক্ষা করার জন্য এবং ঘরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণে রাখার জন্য ছাদেও
উপর চুন, সুরকি ও খোয়ার (২:২:৭) সাহায্যে কমপক্ষে তিন ইঞ্চি পুরুত্বের একটি আলাদা আবরণ দেয়া হয়। একে জলছাদ বলে।