সিভিল ইঞ্জিনিয়ারিং এর "" কন্সট্রাকশন প্রসেস "" সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Civil all MCQ, Civil Engineering MCQ
621. কোন পাইল রিটেইনিং ওয়াল হিসেবে কাজ করে?
শিট পাইল রিটেইনিং ওয়াল হিসেবে কাজ করে। কারণ যেখানে মাটির আনুভূমিক সরণ ঘটে সমস্ত মাটির সরণ প্রতিরোধের জন্য শিট পাইল বা রিটেইনিং ওয়াল ব্যবহার করা হয়।
622. নির্মাণকাজ কত উচ্চতার বেশি হলে স্ক্যাফোল্ডিং নির্মাণ করা হয়?
কোনো কাঠামোর নিমার্ণকাজ বা দেয়ালোর গাঁথুনির কাজ করার সময় যখন নির্মাণকাজ 1.5 মিটারের বেশি উঁচুতে পৌছায় তখন নির্মাণ উপকরণাদি ও নির্মাণকার্যে ব্যবহৃত প্রয়োজনীয় যন্ত্রপাতি রেখে মিস্ত্রির কাজ করার সুবিধার জন্য স্ক্যাফোল্ডিং করা হয়।
629. ইটের গাঁথুনি শেষ হওয়ার কত দিন পরে প্লাস্টার করা উচিত?
ইটের গাঁথুনি করার পর ৭-১৪ দিন পর্যন্ত কিউরিং করা হয়। তবে কিউরিং করা শেষ হয়ে গেলে ইটের গাথুনি যাতে পূর্ণ শক্তি অর্জন করতে পারে সেজন্য ২৮ দিন পরে প্লাস্টার করা হয়।
630. নিচের কোন ক্ষেত্রে নিট সিমেন্ট ফিনিশিং করা হয় না?
সিমেন্ট ফিনিশিং হচ্ছে স্বল্প ব্যয়ের একপ্রকার ফ্লোর ফিনিশিং। এজন্য মেঝের ক্ষেত্রে নিট সিমিন্ট ফিনিশিং করা হয় না। কারণ মেঝেতে নিট সিমেন্ট ফিনিশিং করলে ভালো মসৃণ হয় না
632. গাথুনিতে মশলার জয়েন্ট পর্যাপ্ত শক্তিসম্পন্ন হওয়ার জন্য নূন্যতম কত দিন কিউরিং করা প্রয়োজন
প্লাস্টারের পূর্বে ইটের গাথুনিতে সিমেন্ট ইটের সবোর্চ্চ বন্ডিং এর জন্য ৭-১৪ দিন পর্যন্ত কিউরিং করতে হয়। অথ্যাৎ গাথুনিতে মসলার জয়েন্ট পর্যাপ্ত শক্তিসম্পূন্ন করার জন্য নূন্যতম ৭ দিন কিউরিং করতে হয়
জলছাদ মূলত ছাদের উপর দেয়া হয়। জলছাদের গড় পুরুত্ব 7.5 সেমি থেকে 12 সেমি। জলছাদে চুন, সুরকী ও খোয়া ব্যবহৃত হয়। এর অনুপাত ২:২:৭ অর্থাৎ, ২ ভাগে চুন, ২ ভাগ এবং সুরকি ৭ ভাগ খোয়া।