সিভিল ইঞ্জিনিয়ারিং এর "" কন্সট্রাকশন প্রসেস "" সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Civil all MCQ, Civil Engineering MCQ
ব্যাখ্যা: যে-কোনো প্রকল্পের কনস্ট্রাকশন স্টেজগুলো হলো-
(i) প্রকল্প সম্পর্কে ধারণা
(ii) সাইট পরিদর্শন
(iii) ডিজাইন
(iv) এস্টিমেন্ট এবং ড্রয়িং
(v) বিনির্দেশ প্রস্তুত করা
(vi) মালামাল সংগ্রহ
(vii) তত্ত্বাবধান।
620. RCC লিন্টেলে ব্যবহৃত কংক্রিট মিশ্রণের অনুপাত-
RCC লিন্টেলে ব্যবহৃত কংক্রিট মিশ্রণের অনুপাত ১৪২৪৪ অর্থাৎ, আরসিসি লিন্টেলের ক্ষেত্রে মিশ্রণ তৈরির জন্য ১ ভাগ সিমেন্ট, ২ ভাগ বালি ও ৪ ভাগ খোয়ার প্রয়োজন।