Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

কন্সট্রাকশন প্রসেস MCQ
সিভিল ইঞ্জিনিয়ারিং এর "" কন্সট্রাকশন প্রসেস "" সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Civil all MCQ, Civil Engineering MCQ
421. The maximum water-cement ratio for durable concrete is- (BREB-15, MES-16]
0.2
0.8
0.4
0.6
422. যখন স্প্যান 10m-এর বেশি হয়, তখন কোন ধরনের ট্রাস ব্যবহার সুবিধাজনক?
ব্যাখ্যা: (i) স্প্যান দৈর্ঘ্য 5m থেকে 8m-এর মধ্যে হলে কিং পোস্ট ট্রান্স ব্যবহার করা হয়। (ii) স্প্যান দৈর্ঘ্য ৪m থেকে 12m-এর মধ্যে হলে কুইন পোস্ট ট্রাস ব্যবহৃত হয়। (iii) কাঠের ট্রাস সর্বোচ্চ 15m স্প্যান পর্যন্ত সুবিধাজনক। (iv) স্প্যান যখন 10m-এর বেশি তখন স্টিল ট্রাস ব্যবহার সুবিধাজনক।
কাঠের ট্রাস
স্টিল ট্রাস
কম্পোজিট ট্রাস
কোনোটিই নয়
423. Ratio of cement and sand for plastering of beam, column etc. is- [MES-16]
ব্যাখ্যা: Mix cement and sand in the ratio of 1:6 (1 cement: 6 sand) for inner plastering and for outer plastering mix it in the ratio of 1:4.
1:3
1:7
1:4
1:6
424. The top diameter, bottom diameter and height of the mould used for slump test are respectively- [MES-16]
100mm, 200mm, 300mm
200mm, 100mm, 300mm
200mm, 300mm, 100mm
100mm, 300mm, 200mm
425. The factor which affects the design of concrete mix is- [BREB-15, BGFCL-17]
ব্যাখ্যা: The water cement ratio is the ratio of the weight of water to the weight of cement used in a concrete mix. The practical range of the w/c ratio is from about. 3 to over 0.8. But the standard value of water cement ratio 0.8.
fineness modulus
water-cement ratio
slump
all of these
426. The importance of batching is to obtain- [BGFCL-17]
ব্যাখ্যা: Batching is the process of measuring and combining concrete. Batching accuracy is very important. The important of batching is to obtain strength. If the batching is good the strength of conctre is high. But the batching is had the strength of concrete is low.
strength
durability
workability
none
427. ইটের মুখ বা Face বরাবর সমতল করে যে পয়েন্টিং। করা হয়, তাকে বলে-
ব্যাখ্যা: ফ্লাশ পয়েন্টিংঃ ইটের মুখ বা ফেস বরাবর সমতল করে যে পয়েন্টিং করা হয়, তাকে ফ্লাশ পয়েন্টিং বলে। এটি সর্বাধিক প্রচলিত পয়েন্টিং। স্ট্রাক পয়েন্টিং: এ পয়েন্টিং-এ সাধারণত জোড়ের মসলার নিম্নাংশ ক্রমশ চালু এবং উপরের প্রান্ত দেওয়ালের ভিতরের দিকে 10mm পরিমাণে ঢুকানো থাকে। কর্ণক দিয়ে 60° কোণে মসলা চেপে এ পয়েন্টিং করা হয়, ফলে বৃষ্টির পানি প্রবেশ করতে পারে না। রেসেসড পয়েন্টিংঃ সমআকৃতির ইটের ক্ষেত্রে এই প্রকার পয়েন্টিং করা হয়। বিশেষ ধরনের যন্ত্রের সাহায্যে রেসেসড পয়েন্টিং-এর ফেস ভাটিক্যাল করা হয়।
ফ্লাশ
স্ট্রাক
রেসেসড
টাক
428. যেখানে ভিজিটরদের আসা-যাওয়া সর্বদা বিদ্যমান, সেখানে ব্যবহৃত হয়-
ব্যাখ্যা: লুভার্ড ডোর: একই সাথে কক্ষের গোপনীয়তা ও বায়ু চলাচল নিশ্চিত করার জন্য এ দরজা নির্মাণ করা হয়। এই দরজা মহিলা হোস্টেল, আবাসিক ভবনের গোসলখানা, বাথরুমে ব্যবহৃত হয়। কলাপসিবল ডোর: এই প্রকার দরজা গুদামঘর, ওয়ার্কশপ, পাবলিক বিল্ডিং, সিনেমা হল, স্কুল, কলেজ ইত্যাদি জায়গায় কলাপসিবল ডোর ব্যবহৃত হয়। রিভোলভিং ডোর ও এ ধরনের দরজা সাধারণত লাইব্রেরি, হোটেল, ব্যাংক, জাদুঘর যেখানে ভিজিটর এর আসা-যাওয়া বিদ্যমান, রিভোলভিং ডোর ব্যবহার করা হয়। সেখানে স্লাইডিং ডোর : এ প্রকার দরজা সাধারণত গুদামঘর, দোকান, গ্যারেজ ও কারখানার প্রবেশপথে ব্যবহৃত হয়। প্লেইজ বা সাস ডোর: হাসপাতাল, স্কুল, কলেজ, ব্যাংক ইত্যাদি জায়গায় গ্রেইজ ডোর ব্যবহৃত হয়।
লুভার্ড ডোর
কলাপসিবল ডোর
রিভোলভিং ডোর
স্লাইডিং ডোর
429. The slump test of concrete is used to measure- [MES-16]
ব্যাখ্যা: The concrete slump test measures to consistency of fresh concrete before it sets. Workability refers to the degree of case with which concrete is transported, placed in the formwork, compacted and firished, without any segregation
workability
tensile strength
homogeneity
impact value
430. কাঠামোর যে অংশ ভেঙে পড়ার সম্ভাবনা দেখা দেয়, তাকে প্রতিরোধ করার জন্য তির্যকভাবে যে ঠেস দেওয়া হয়, তাকে বলে-
হেলানো শোর
ফ্লাইং শোর
ডেড শোর
কোনোটিই নয়
431. Measure taken for prevention of dampness of a floor is- [MES-16]
RCC
Lime concrete
DPC
Plaster
432. স্ল্যাবের পার্শ্বের ঠেকনা খোলা হয়-
১-২ দিন পর
৩ দিন পর
৭ দিন পর
১৫ দিন পর
433. হাসপাতাল, স্কুল, কলেজ, ব্যাংক ইত্যাদিতে সাধারণত ব্যবহৃত হয়-
লুভার্ড ডোর
রিভোলভিং ডোর
গ্রেইজড বা সাস ডোর
ফ্লাশ ডোর
434. সুরকি প্লাস্টার-
ব্যাখ্যা: বিভিন্ন মসলার উপাদানের তালিকা- (i) লাইম মর্টারঃ লাইম + বালি + পানি (ii) সুড়কি মর্টারঃ লাইম + সুড়কি + পানি (iii) লাইম সুড়কি মর্টার: লাইম সুড়কি বালি + পানি (iv) সিমেন্ট মর্টার: সিমেন্ট + বালি + পানি (v) মাড মর্টার: Mud + Risehusk + water.
চুন + বালি + পানি
চুন +সুরকি+ পানি
চুন + সুরকি + বালি + পানি
সিমেন্ট + সুরকি +পানি
435. দেয়াল, কলাম এবং বিমের খাড়া পার্শ্ব-এর ফর্মওয়ার্ক খোলা হয়-
ব্যাখ্যা: ফর্ম ওয়ার্ক খোলার সময়- (1) দেওয়াল, কলাম, বীমের খাড়া পার্শ্ব= 1-2 দিন; (ii) স্লাবের পার্শ্ব ঠেকনা অপসারণ 3 দিন;অরুয়াইয়ের (iii) স্লাবের তলা ঠেকনা (স্প্যান যদি 4.5m পর্যন্ত) = ৭ দিন; (iv) স্লাবের তলার ঠেকনা (স্প্যান যদি 4.5m-এর বেশি হয়) = ১৪ দিন। (v) বিম ও আর্চের ঠেকনা = 14 দিন (যদি স্প্যান 6m হয়) (vi) বিম ও আর্চের ঠেকনা (স্প্যান 6m-এর অধিক) = 21 দিন। (vii) বিমের তলার পার্শ্ব (soffiu) = 7 দিন
1-2 দিন পর
7 দিন পর
3 দিন পর
15 দিন পর
436. The slump test of concrete is used to measure its- [BREB-15]
ব্যাখ্যা: The concrete slump measures the consistency of fresh concrete before it sets. It is performed to check the workability of freshly made concrete.
tensile and compressive strength
impact value
consistency
homogeneity
437. Strength in cube test in relation to cylinder test is more by- [MES-16]
ব্যাখ্যা: Cubes are based on BS code and its strength is higer than cylinders because of the platen effect of cubes. Generaly cube strength is 20% higher than cylinder strength.
5%-10% (approx.)
20%-30% (approx.)
15%-20% (approx.)
10%-15% (approx.)
438. বিমের তলার ঠেকনা খোলা হয়-
1-2 দিন পর
15 দিন পর
3 দিন পর
7 দিন পর
439. স্ল্যাবের ঠেকনা অপসারণ (4.5m-এর উপরে স্প্যান)-
3 দিন
14 দিন
7 দিন
21 দিন
440. নির্মাণসামগ্রী অনুযায়ী ফর্মওয়ার্ক কত প্রকার?
ব‍্যাখ্যা: ব্যবহার অনুযায়ী ফর্ম ওয়ার্ক দুই প্রকার, যথা- (i) প্যানেল ফর্ম ওয়ার্ক; (ii) স্টেশনারি ফর্ম ওয়ার্ক। নির্মাণসামগ্রী অনুযায়ী ফর্ম ওয়ার্ক তিন প্রকার- (i) টিম্বার ফর্ম ওয়ার্ক (ii) প্লাই উড ফর্ম ওয়ার্ক (iii) স্টিল ফর্ম ওয়ার্ক।
2
4
3
5