428. যেখানে ভিজিটরদের আসা-যাওয়া সর্বদা বিদ্যমান, সেখানে ব্যবহৃত হয়-
ব্যাখ্যা: লুভার্ড ডোর: একই সাথে কক্ষের গোপনীয়তা ও
বায়ু চলাচল নিশ্চিত করার জন্য এ দরজা নির্মাণ
করা হয়। এই দরজা মহিলা হোস্টেল, আবাসিক
ভবনের গোসলখানা, বাথরুমে ব্যবহৃত হয়।
কলাপসিবল ডোর: এই প্রকার দরজা গুদামঘর,
ওয়ার্কশপ, পাবলিক বিল্ডিং, সিনেমা হল, স্কুল, কলেজ ইত্যাদি জায়গায় কলাপসিবল ডোর ব্যবহৃত হয়।
রিভোলভিং ডোর ও এ ধরনের দরজা সাধারণত লাইব্রেরি, হোটেল, ব্যাংক, জাদুঘর যেখানে ভিজিটর এর আসা-যাওয়া বিদ্যমান, রিভোলভিং ডোর ব্যবহার করা হয়। সেখানে
স্লাইডিং ডোর : এ প্রকার দরজা সাধারণত গুদামঘর, দোকান, গ্যারেজ ও কারখানার প্রবেশপথে ব্যবহৃত হয়।
প্লেইজ বা সাস ডোর: হাসপাতাল, স্কুল, কলেজ, ব্যাংক ইত্যাদি জায়গায় গ্রেইজ ডোর ব্যবহৃত হয়।