Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

কম্পিউটার MCQ
61. ফায়ারওয়ালের প্রাথমিক কাজ কী?
সমস্ত আগত ট্রাফিক নেটওয়ার্কে ঢুকতে না দেওয়া
সমস্ত আগত ট্রাফিক নেটওয়ার্কে ঢুকার অনুমতি দেওয়া।
আগত এবং বহির্গত নেটওয়ার্ক ট্রাফিক নিরীক্ষা এবং নিয়ন্ত্রণ করা।
সমস্ত নেটওয়ার্ক ট্রাফিক এনক্রিপ্ট করা।
62. নিচের কোনটি কম্পিউটারের একটি মেমরি ডিভাইস?
র‍্যাম
মনিটর
পাওয়ার সাপ্লাই
প্রসেসর
63. ২ কিলোমিটার মেমোরি address করার জন্য কতটিন address লাইন দরকার?
10
11
12
14
64. নিচের কোনটি Spyware-এর উদাহরণ?
ব্যাখ্যা Spyware হলো একটি কম্পিউটার সফ্টওয়্যার, যা অজান্তেই কম্পিউটার বা ল্যাপটপে ইনস্টল হয়ে যায় এবং কম্পিউটার ব্যবহারকারীর ওপর নজরদারি করে। এর মাধ্যমে অনেক ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যেতে পারে। পেগাসাস, key loggers এমন spyware-এর উদাহরণ। অন্যদিকে, Atast, Norton, Kasparasky হলো বিভিন্ন ধরনের Antivirus.
Key loggers
Avast
Norton
Kasparasky
65. DBMS-এর পূর্ণরূপ কী?
Data Backup Management System
Database Management Service
Database Management System
Date of Binary Management System
66. নিচের কোনটি ALU-এর আউটপুট রাখার জন্য ব্যবহৃত হয়?
Register
Flags
ROM
RAM
67. কম্পিউটারে তথ্য সংরক্ষণের ক্ষুদ্রতম একক কি?
বিট
বাইট
কিলোবাইট
মেগাবাইট
68. GPU-এর পূর্ণরূপ কী?
Graph Processing Unit
Graphic Processing Unit
Graphics Processing Unit
Geographical Processing Unit
69. www (world wide web) এর জনক কে?
ব্যাখ্যা: টিম বার্নাস লি কে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর জনক বলা হয়।
বিল গেটস
স্টিভ জবস
টিম বার্নাস লি
জেফ বেজোস
70. সাধারণত কোন ধরনের মেমোরি ব্যবহৃত হয়?
ব্যাখ্যা হার্ডওয়‍্যার ও সফটওয়‍্যারবিশিষ্ট যন্ত্রাংশ যখন কোনো যন্ত্রের নিয়ন্ত্রণ ও পরিচালনায় ব্যবহার করা হয় তাকে এমবেডেড সিস্টেম বলে। মাইক্রোকন্ট্রোলার হলো এক ধরনের এমবেডেড সিস্টেম যাতে মাইক্রোপ্রসেসর, RAM পেরিফেরাল ইন্টারফেস থাকে। ATM বহুল ব্যবহৃত একটি এমবেডেড সিস্টেম।
RAM
হার্ডডিস্ক ড্রাইভ
ফ্লাশ মেমোরি
অপটিকাল ডিস্ক ড্রাইভ
71. COMPUTER এন্টি ভাইরাস কি?
ব্যাখ্যাঃ অ্যান্টিভাইরাস বলতে কম্পিউটারের ভাইরাস রোধ করার জন্য ব্যবহৃত এক ধরনের প্রোগ্রাম যা কম্পিউটারের সংরক্ষণ এলাকা বা হার্ডডিস্ক বা যে কোন রিমুভেবল ডিস্ক হতে ভাইরাস সনাক্তকরন, প্রতিরোধ ও প্রতিকার করতে পারে।
সফটওয়্যার
ম্যালওয়ার
হার্ডওয়্যার
সিস্টেম সফটওয়‍্যার
72. কোনটি আউটপুট ডিভাইস?
ব্যাখ্যাঃ ইনপুট ডিভাইজ : কি-বোর্ড, মাউস, স্ক্যানার, জয়স্টিক, কার্ড রিডার ও পেপারস্টেপ রিডার, ফ্লপিডিস্ক ড্রাইভ, সিডি ড্রাইভ, হার্ডডিস্ক ড্রাইভ, ডিস্ক, ম্যাগনেটিক টেপ ড্রাইভ, মাইক্রোফোন, ক্যামেরা আউটপুট ডিভাইজ:মনিটর, প্রিন্টার, প্রজেক্টর, স্পিকার, হেডফোন, প্লটার
মাউস
প্রিন্টার
কি বোর্ড
স্ক্যানার
73. IPv4-এর নিচের কোনটি Google DNS Server-a এর IP Address?
8.8.7.6
8.7.8.6
8.8.8.6
8.8.8.8
74. (2FA)16 এই হেক্সাডেসিমেল সংখ্যাটিকে অক্টালে রূপান্তর করুন:
(762)8
(1372)8
(228)8
(1482)8
75. বাংলাদেশে বর্তমানে কয় স্তরবিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে?
দুইস্তর
তিনস্তর
চারস্তর
পাঁচস্তর
76. CPM এর পূর্ন অভিব্যক্তি কি?
ব্যাখ্যা: CPM হলো The Critical Path Method.
Common Project Method
Common Path Method
Critical Project Method
Critical Path Method
77. মোবাইল ফোনে ব্যবহৃত SIM-এর পূর্ণ অভিব্যক্তি কী?
Subscriber Identity Module
Subscriber Identification Mechanism
Subscriber Identity Method
Subscriber Identification Management
78. কম্পিউটারের কার্যক্রম নিয়ন্ত্রণ করে কোন যন্ত্র?
কী বোর্ড
মাদার বোর্ড
সিপিইউ
মাউস
80. DVD এর চেয়ে বেশি Data store করা যায় কোনটিতে?
CD Rom
Floppy
Blue Ray Disk
Red Ray Disk