তথ্য: ROM (Read Only Memory) হচ্ছে কম্পিউটারের স্থায়ী
স্মৃতিশক্তি। কারণ কম্পিউটার বন্ধ করলে বা বিদ্যুৎ চলে গেলেও এর
সব তথ্য অপরিবর্তিত থাকে। অর্থ্যাৎ এতে সংরক্ষিত তথ্যের কোনো
পরিবর্তন, সংশোধন বা পরিবর্ধন করা যায় না। অপরদিকে RAM
(Random Access memory) হচ্ছে কম্পিউটারের অস্থায়ী
তথ্যভান্ডার। কারন বিদ্যুৎ চলে যাওয়া বা কম্পিউটার বন্ধ করার সাথে
এ স্মৃতিভান্ডার মুছে যায়। Spreadsheet হচ্ছে একটি ডাটা এন্টি
প্রোগ্রাম। আর XP professionals হচ্ছে কম্পিউটার অপারেটিং
সিস্টেম। এরুপ আরো কয়েকটি অপারেটিং সিস্টেম হলো:
MSDOS, PC DOS, MS EINDOWS 95/98/2000,
XENISM LINUX. ইত্যাদি।
104. Time-shared OS-এর জন্য কোন scheduling policy সবচেয়ে ভাল?
Round robin scheduling algorithm এমনভাবে ডিজাইন করা, যাতে একটি সিস্টেমকে অনেক ইউজার বা প্রোগ্রাম এক সাথে ব্যবহার করতে পারে। এখানে প্রোগ্রামগুলো তাদের কার্যসম্পাদনের সময়টাকে শেয়ার করে। ফলে অনেকগুলো। প্রোগ্রাম এক সাথে সমান্তরালে চলতে পারে। সুতরাং Time Shared Operating System-এ এটি অধিক ব্যবহৃত হয়।
ক্ষুদ্র পরিসরে সীমাবদ্ধ একাধিক ডিজিটাল ডিভাইসের মধ্যকার নেটওয়ার্ককে Personal Area Network (PAN) বলা হয়। যেমন-ব্লুটুথ, ইনফ্রারেড ডেটা এসোসিয়েশন (IrDA) ইত্যাদি। এভাবে কম্পিউটারের সাথে মোবাইল ফোন, টেলিফোন বা অন্যান্য ডিজিটাল ডিভাইসের মধ্যকার নেটওয়ার্কও এ ধরনের নেটওয়ার্ক।
106. নিচের কোনটি একই সাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে?
স্মার্ট ফোন, ডিজিটাল ক্যামেরা, মডেম, নেটওয়ার্ক কার্ড ইত্যাদি ডিভাইসের মতো টাচস্ক্রিনও একটি ইনপুট-আউটপুট ডিভাইস। অন্যদিকে মাউস ও মাইক্রোফোন এবং প্রিন্টার আউটপুট ডিভাইস।
অক্টাল সংখ্যা পদ্ধতিতে ০, ১, ২, ৩, ৪, ৫, ৬ ও ৭-এ ৮টি অংক (digit) ব্যবহৃত হয়। এ হিসেবে ১৭, ১০-১৭, ২০-২৭ ইত্যাদি হলো অক্টাল সংখ্যা। সুতরাং ৮, ৯, ১৮, ১৯, ২৮, ২৯ ইত্যাদি অক্টাল সংখ্যা নয়।
109. একটি রিলেশনাল ডাটাবেস মডেলে নিচের কোনটি দ্বারা Relation প্রকাশ করা হয়?
ডেটাবেসের একটি টেবিলের রেকর্ডের সাথে অন্য এক বা একাধিক টেবিলের রেকর্ডের সম্পর্ককে ডেটাবেস রিলেশন বলা হয়। সুতরাং রিলেশনাল ডেটাবেস মডেলে বিভিন্ন ডেটা টেবিলের মধ্যেই লজিক্যাল সম্পর্ক প্রকাশিত হয়।
তথ্য যোগাযোগ (Data communication) তিন ধরনের হয়ে থাকে। যথা: Simplex (একমুখী; যেমন: টিভি বা রেডিও), Half-Duplex (দ্বিমুখী, তবে এক প্রান্ত থেকে ডেটা আসা শেষ হওয়ার পর অপর প্রান্ত থেকে ডেটা আসবে; যেমন: ওয়াকি- টকি বা ইন্টারকম) এবং Full-Duplex (দ্বিমুখী একই সাথে ডেটা আসা-যাওয়া করতে পারে; যেমন: ইন্টারনেট, ক্যাবেল টিভি, মোবাইল ফোন ইত্যাদি)।
তথ্য: ক্যামেরা, কী-বোর্ড, মাউস, মাইক্রোফোন, স্ক্যানার, বিভিন্ন ধরনের সেন্সর, টাচ স্কিন ইত্যাদি হচ্ছে ইনপুট ডিভাইস। আউটপুট হচ্ছে কম্পিউটার অথবা মোবাইল ফোনের পর্দায় যেটা প্রর্দশিত হয় Monitor; Printer; Audio; Speakers; Headphones ইত্যাদি আউটপুট ডিভাইস।