Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

কম্পিউটার MCQ
21. ১০১১০ বাইনারি নম্বারের সমতুল্য ডেসিমাল নম্বার কোনটি?
৪৬
১৬
২৪
৫৪
22. RFID বলতে বোঝায় –
Random Frequency Identification
Random Frequency Information
Radio Frequency Information
Radio Frequency Identification
23. নিচের কোনটি একটি স্প্রেডশীট সফটওয়্যার?
MS Word
MS PowerPoint
MS Outlook
MS Excel
24. নিচের কোনটি Bluetooth-এর IEEE standard?
IEEE 802.15
IEEE 802.1
IEEE 802.3
IEEE 802.11
25. নিচের কোনটি anti-virus সফটওয়্যার নয়?
Oracle
McAfee
Norton
Kaspersky
26. নিচের কোন মেমোরিতে Access Time সবচেয়ে কম?
Registers
SSD
RAM
Cache memory
27. DNS সার্ভারের কাজ হচ্ছে _ কে _ address-এ পরিবর্তন করা।
Email, DNS
MAC Address, IP
Domain Name, IP
Email, IP
28. Keyboard এবং CPU-এর মধ্যে কোন পদ্ধতিতে data transmission হয়?
Simplex
Duplex
Half Duplex
Triplex
29. নেটওয়ার্ক ট্রান্সমিশন রেট বোঝাতে ব্যবহৃত 'MbPS' এর পূর্ণরূপ কী?
Megabytes per second
Megabits per second
Megabits per second
কোনোটিই নয়
30. কোনটি অপারেটিং সিস্টেম নয়?
MS word Operating system নয়। এখানে MS word হলো এপ্লিকেশন সফটওয়্যার। Windows 98, DOS, LINUX হলো Operating system, অর্থাৎ উত্তর হবে MS word.
DOS
Linux
MS Office
Ufuntu
31. কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?
$
#
&
@
32. কোন মাধ্যমে আলোর পালস্ ব্যবহৃত হয়?
তামার তার
কো-এক্সিয়কল ক্যাবল
অপটিক্যাল ফাইবার
ওয়্যারলেস মিডিয়া
33. নিচের কোন প্রযুক্তি ‘Pay as You Go’ সার্ভিস মডেল অনুসরণ করে?
Internet of Things
Cloud Computing
Client-Server Systems
Big Data Analytics
34. কম্পিউটার শব্দের অর্থ কি?
ব্যাখ্যা: গ্রীক শব্দ "Compute" থেকে অধুনা Computer শব্দের উৎপত্তি। আবার ল্যাটিন শব্দ Computare ও থেকে Computer শব্দের উৎপত্তি। যার আর্থ গণনা করা, সেই দিক থেকে চিত্তাকরলে এর অর্থ গণনা কারী যন্ত্র বিশেষ। যেমন Calculator, Counter, Conductor. [তথ্যসূত্রঃ তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি নবম দশম শ্রেণি]
হিসাবকারী যন্ত্র
গণনাকারী যন্ত্র
পরীক্ষার যন্ত্র
বিমান চালানোর যন্ত্র
35. নিচের Job Scheduling Policy সমূহের মধ্য থেকে কোনটি Starvation থেকে মুক্ত?
Priority Scheduling
Shortest Job First
Youngest Job First
Round-Robin
36. নিচের কোন প্রযুক্তি Face Recognition System-এর সহায়ক ভূমিকা পালন করে?
Applied Artificial Intelligence (AI)
Applied Internet of Things (IoT)
Virtual Reality
উপরের কোনোটিই নয়
37. বিশ্ব বিখ্যাত কম্পিউটার নিমার্তা প্রতিষ্ঠান IBM কে বলা হয়-
ব্লু উইন্ডো
ব্লু হান্টার
গ্রে ব্লু
বিগ ব্লু
38. Blockchain-এর প্রতিটি block কী তথ্য বহন করে?
A hash pointer to the previous block
Timestamp
List of transactions
উপরের সবগুলো
39. যে সাইবার আক্রমণ সংঘটিত হলে গ্রাহকের বৈধ অনুরোধসমূহ কোনো একটি web server সম্পূর্ণ করতে ব্যর্থ হয় সেটি কী নামে পরিচিত?
Phishing
Man-in-the-Middle
Denial of Service
উপরের কোনোটিই নয়
40. নিচের কোন ডিভাইসটি ডিজিটাল সিগন্যাল অ্যানালগ সিগন্যালে পরিবর্তনে ব্যবহৃত হয়?
Router
Switch
Modem
HUB