Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

কম্পিউটার MCQ
81. একটি কম্পিউটার boot করতে পারে না যদি তাতে না থাকে-
অপারেটিং সিস্টেম হলো সিস্টেম সফ্টওয়্যার, যা সফ্টওয়্যার ও হার্ডওয়্যারের রিসোর্সগুলো পরিচালনা করে এবং কম্পিউটারের প্রোগ্রামগুলোর পরিষেবা সরবরাহ করে। তাই অপারেটিং সিস্টেম ব্যতীত কোনো কম্পিউটার বুট করতে পারে না।
compiler
loader
operating system
bootstrap
82. মাইক্রোসফ্ট IIS হচ্ছে একটি-
IIS-এর পতন Internet Information Services | Microsoft IIS হলো মাইক্রোসফটের তৈরি একটি এক্সটেনসিবল ওয়েব সার্ভার সফ্টওয়্যার।
ইমেইল সার্ভার
ওয়েব সার্ভার
ডাটাবেইস সার্ভার
ফাইল সার্ভার
83. প্রথম Web browser কোনটি?
১৯৯০ সালে ইংরেজ বিজ্ঞানী Tim Berner-Lee প্রথম WorldWideWeb নামে ওয়েব ব্রাউজার তৈরি করেন, যা পরবর্তীতে Nexus নামকরণ করা হয়। প্রায় একই সময়ে তিনি ইন্টারনেটের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হাইপার টেক্সট ডকুমেন্টগুলো নিয়ে কাজ করার প্রক্রিয়া World Wide Web (WWW) উদ্ভাবন করেন। অন্যদিকে Netscape Navigator ১৯৯৪ সালে, Internet Explorer ১৯৯৫ সালে এবং Safari ২০০৩ সালে বাজারে অবমুক্ত হয়।
Netscape Navigator
World wide web
Internet Explorer
Safari
84. TV remote এর Carrier Frequency-র range কত?
দৈনন্দিন জীবনে ব্যবহার্য বিভিন্ন যন্ত্রে সাধারণত ইনফ্রারেড (IR) ও রেডিও ফ্রিকোয়েন্সি (RF) রিমোট কন্ট্রোল ব্যবহার করা হয়। টেলিভিশন ও রেডিওতে সাধারণত ইনফ্রারেড এবং তারবিহীন কীবোর্ড ও মাউস, কার ইত্যাদিতে রেডিও ফ্রিকোয়েন্সি রিমোট কন্ট্রোল ব্যবহৃত হয়। ইনফ্রারেডের Carrier frequency-এর range সাধারণত 30-60 Kliz, তবে বেশির ভাগ ক্ষেত্রে 38 Kliz।
<100 MHZ
<1 GHZ
<2GHZ
Infra-red range-এর
85. RFID বলতে বুঝায়-
RFID হচ্ছে ক্রেডিট কার্ডের মত পাতলা এবং ছোট একটি ইলেক্ট্রনিক ডিভাইস যাতে খুব ছোট একটি চিপ, একটি কয়েল ও অ্যান্টেনা থাকে।
Random Frequency Identification
Random Frequency Information
Radio Frequency Information
Radio Frequency Identification
86. CPU কোন address generate করে?
কম্পিউটারে তথ্যসমূহ মেমোরি ও রেজিস্টারের মাধ্যমে সংরক্ষিত থাকে। এক্ষেত্রে এটা নির্দিষ্ট address-এর মাধ্যমে সংরক্ষিত হয়। কম্পিউটারে logical address ও physical address নামক দুই ধরনের address ব্যবহৃত হয়। Logical address একটি Virtual address, যা CPU দ্বারা তৈরি (generate) হয়। আর প্রত্যেক logical address- এর জন্য মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট ব্যবহার করে তৈরি হয় physical address |
Physical address
Logical address
Both physical and logical addresses
উপরের কোনটি নয়
87. নিচের কোনটি ৫২(১০) এর বাইনারী রূপ?
০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, A, B, C, D, E ও F- হেক্সাডেসিমাল সংখ্যায় ব্যবহৃত এ ১৬টি অঙ্কের প্রতিটি অঙ্ক তার সমতুল্য চার বিটের একটি বাইনারি সংখ্যাকে প্রতিনিধিত্ব করে। সুতরাং প্রদত্ত 52(16)-এর ক্ষেত্রে, 5 = 0101 এবং 2 = 0010; অর্থাৎ 52(16) = 01010010(2) /
01010010(2)
01110011(2)
00001100(2)
11110000(2)
88. Firewall কি protection দেবার জন্য ব্যবহৃত হয়?
ফায়ারওয়াল (Firewall) হলো এক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা যা এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডেটা প্রবাহ নিয়ন্ত্রণ করে। ডেটা প্রবাহের সময় এটি ডেটা পরীক্ষা করে দেখে যে এর ওই গন্তব্যে যাওয়ার অনুমতি (Authorized access) আছে কিনা, থাকলে সেটিকে যেতে দেয়। সাধারণত লোকাল এরিয়া নেটওয়ার্ক-এর ক্ষেত্রে এটি বেশি ব্যবহৃত হয়।
Fire attacks
Unauthorized access
Virus attacks
Data-driven attacks
89. যে কম্পিউটার ভাষায় সবকিছু শুধুমাত্র বাইনারি কোডে লেখা হয় তাকে বলে-
Machine Language একটি Low-Level Programming Language। এই ভাষায় সবকিছু শুধুমাত্র বাইনারী কোডে অর্থাৎ ০ এবং 1 দিয়ে লেখা হয়। ০ মানে Low voltage এবং 1 মানে High voltage 10 এবং 1 কে Binary digit বা সংক্ষেপে Bit বলা হয়।
Machine language
C
Java
Python
90. Apache এক ধরনের-
অ্যাপাচি ওয়েব সার্ভার (Apache Web Server) বা অ্যাপাচি এইচটিটিপি (Apache HTTP Server) হলো একটি সার্ভার প্রোগ্রাম, যেটি HTTP প্রোটোকল ব্যবহার করে ওয়েব পেজ সার্ভ করার কাজে ব্যবহৃত হয়।
Database Management System (DBMS)
Web Server
Web Browser
Protocol
91. নিচের কোনটি anti-virus সফ্টওয়্যার নয়?
Oracle, Access, MYSQL ইত্যাদি হলো ডেটাবেস সফ্টওয়্যার। অপরদিকে McAfee, Norton, Kaspersky ইত্যাদি এন্টিভাইরাস সফ্টওয়্যার।
Oracle
McAfee
Norton
Kaspersky
92. নিচের কোনটির যোগাযোগের দূরত্ব সবচেয়ে কম?
Bluetooth-এর কভারেজ এরিয়া সাধারণত 10-100 মিটার। Wi-Fi বা Wireless Fidelity-এর কভারেজ এরিয়া 50-200 মিটার। Wi-Max বা Worldwide Interoperability for Microwave Access-এর কভারেজ এরিয়া 50 কিমি পর্যন্ত হয়ে থাকে।
Wi-Fi
Bluetooth
Wi-Max
Cellular network
93. H.323 Protocol সাধারণত কি কাজে ব্যবহৃত হয়?
H.323 যে কোনো প্যাকেট নেটওয়ার্কে অডিও-ভিডিও যোগাযোগের সুবিধা প্রদানের প্রোটোকল নির্ধারণ করে। কম্পিউটার বা এ ধরনের যন্ত্র ব্যবহার করে Voice over Internet Protocol (VoIP), এমনকি ISDN, PSTN, SS7 এবং 3G মোবাইল নেটওয়ার্কেও এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
File transfer
VoIP
Data Security
File download
94. ক্লাউড কম্পিউটিং-এর সার্ভিস মডেল কোনটি?
কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমের মাধ্যমে বিভিন্ন কম্পিউটিং রিসোর্স, যেমন- হার্ডওয়্যার এবং সফ্টওয়্যার ব্যবহার করাকে বলা হয় ক্লাউড কম্পিউটিং। উল্লেখিত অপশনগুলোর প্রতিটি ক্লাউড কম্পিউটিং-এর সার্ভিস মডেল।
অবকাঠামোগত
প্লাটফর্মভিত্তিক
সফ্টওয়্যার
উপরের সবগুলো
95. কোন নেটওয়ার্ক টপোলজিতে হাব (hub) ব্যবহার করা হয়?
স্টার টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইস হিসেবে হাব বা সুইচ যুক্ত থাকে। সুইচকে বুদ্ধিমান ডিভাইস বলা হয়ে থাকে।
বাস টপোলজি
রিং টপোলজি
স্টার টপোলজি
ট্রি টপোলজি
96. ব্লুটুথ কত দূরত্ব পর্যন্ত কাজ করে?
ব্লুটুথের কভারেজ এরিয়া সাধারণত ১০-১০০ মিটার। ব্লুটুথ 2.45 GHz. ফ্রিকোয়েন্সিতে কাজ করে। ব্লুটুথের স্ট্যান্ডার্ড 802.15।
১০-৩০ মিটার
১০-৫০ মিটার
১০-১০০ মিটার
১০-৩০০ মিটার
97. API মানে-
API হলো Application Programming Interface, যার মাধ্যমে একটি প্রোগ্রাম আরেকটি প্রোগ্রামের ডেটা শেয়ার করতে পারে।
Advanced Processing Information
Application Processing Information
Application Programming Interface
Application Processing Interface
98. যে ইলেকট্রনিক লজিক গেইটের আউটপুট লজিক । শুধুমাত্র যখন সকল ইনপুট লজিক 1 তার নাম-
Input Output A B Y = A.B 0 0 1 0 1 1 1 0 1 1 1 0
AND গেইট
OR গেইট
NAND গেইট
উপরের কোনোটিই নয়
99. Social Networking Site-এ যোগাযোগে কোন media ব্যবহৃত হয়?
সোস্যাল নেটওয়ার্কিং সার্ভিস একটি অনলাইন প্লাটফর্ম, যেখানে একজন অন্যজনের সাথে খুব সহজেই লেখালেখি, ছবি প্রদর্শন, কথা বলা বা ভিডিও আদান-প্রদানের মাধ্যমে সামাজিক যোগাযোগ স্থাপন করতে পারে। ফেসবুক, টুইটার, ইউটিউব, স্ন্যাপচ্যাট, লিংকডইন, ফ্লিকার, স্কাইপে, ইনস্টাগ্রাম ইত্যাদি এরূপ কিছু সামাজিক যোগাযোগ সাইট।
Image/video
Audio
Text
উপরের সবগুলো
100. একটি সিস্টেম যেখানে আইটেমগুলো এক প্রান্তে সংযোজিত হয় কিন্তু অন্য প্রান্ত থেকে সরানো হয় তার নাম-
কিউ (Queue) ডেটা স্ট্রাকচারের গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিউ লিনিয়ার ডেটা স্ট্রাকচার। Queue হলো কতগুলো আইটেমের এমন একটি সংগ্রহশালা যেখানে নতুন আইটেমগুলো এক প্রান্তে সংযোজিত হয় এবং অপর প্রান্ত থেকে পুরানো আইটেমগুলো অপসারণ করা হয়।
Array
Linked list
Stack
Queue