4. ভারত ও আফগানিস্তানের মধ্যকার সীমানা চিহ্নিত লাইন-
Note: বর্তমানে ভারত ও আফগানিক্সনের মধ্যে কোন সীমারেখা নেই। ব্রিটিশ আমলে ভারতবর্ষ ও আফগানিস্তানের মধ্যে সীমারেখা লাইন ছিল ডুরাল্ড লাইন। বর্তমানে পাকিস্তান ও আফগানিস্তানের সীমারেখা লাইন ডুরান্ড লাইন।
6. লাইন অব কন্ট্রোল' কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখা?
Hints: জম্মু ও কাশ্মীর অঞ্চলে পাকিস্তান ও ভারতের মধ্যকার সীমান্তবর্তী রেখা Line of Contol (LoC) বা নিয়ন্ত্রণ রেখা। চীন নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর অঞ্চল থেকে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর অঞ্চল পৃথক করেছে Line of Actual Line (LAC) বাmপ্রকৃত নিয়ন্ত্রণ রেখা।