207. বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যাত্রা শুরু কোন সাল থেকে?
ব্যাখ্যা: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDB) প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালে। বোর্ডটি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের অধীনে।
ব্যাখ্যা: বর্তমানে বাংলাদেশে ২৮টি প্রাকৃতিক গ্যাসক্ষেত্র রয়েছে। প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয় ১৯৫৫ সালে সিলেটের হরিপুরে। সর্বশেষ গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয় সিলেটের জকিগঞ্জ।
ব্যাখ্যা: কম্বাইন্ড সাইকের পাওয়ার প্লান্ট বা বিদ্যুৎ কেন্দ্র প্রচলিত বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থাগুলোর তুলনায় জ্বালানি সাশ্রয়ী। অর্থাৎ সমপরিমাণ জ্বালানি ব্যবহার করে এ ধরনের বিদ্যুৎ কেন্দ্র তুলনামূলক বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারে।
ব্যাখ্যা: Average load এবং Peak load-এর অনুপাতকে load factor বলে। Load factor 100% হলে এর মান হবে। Average load Loud factor Peak Load Average load 1= Peak load Average load= Peak load
ব্যাখ্যা: The heat produced during nuclear fission in the reactor core is used to boil water into steam, which turns the blades of a steam turbine. As the turbine blades turs, they drive generators that make electricity