জেনারেশন অব ইলেকট্রিক্যাল এনার্জি MCQ
141. কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের অবস্থান-
142. বায়ুশক্তি কেন্দ্রে সর্বোচ্চ দক্ষতা লাভ করা যায় যখন বাতাসের গতি ঘণ্টায়-
143. বাংলাদেশের সর্ববৃহৎ বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান-
ব্যাখ্যা: আশুগঞ্জ পাওয়ার স্টেশনের ৮টি ইউনিটের বর্তমান বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 1690MW দেশের বৃহত্তম বিদ্যুৎ কেন্ড- পায়রা তাপবিদ্যু কেন্দ্র, কলাপাড়া, পটুয়াখালি (নির্মাণধান)।
144. স্টিম প্রাইম মুভার কাজ করে-
ব্যাখ্যা: স্টিম জেনারেটরের কাজ হলো- জ্বালানির তাপে পানিকে বাষ্পে পরিণত করা এবং এ বাষ্প দ্বারা ইলেকট্রো জেনারেটর সংযুক্ত স্টিম টারবাইনকে ঘূর্ণনগতি প্রধান করে বিদ্যুৎ শক্তি.উৎপন্ন করা।
গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্রে
145. শিকলবাহা তাপবিদ্যুৎ কেন্দ্র যে নদীর তীরে অবস্থিত তার নাম-
146. প্রতি কিলোওয়াট ঘণ্টায় বিদ্যুৎ উৎপাদন খরচ সবচেয়ে কম-
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে
হাইড্রো-পাওয়ার প্ল্যান্টে
বায়ুশক্তি পাওয়ার প্ল্যান্টে
147. প্রাকৃতিক গ্যাসের মধ্যে ইথেনের পরিমাণ-
148. প্রাকৃতিক গ্যাসের মধ্যে হাইড্রোকার্বনের পরিমাণ-
149. বাংলাদেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এল.ডি.সি. অবস্থিত-
ব্যাখ্যা: আফতাব নগর, ঢাকা
150. নিচের কোনটি গ্যাস সাইকেল নয়?
ব্যাখ্যা: গ্যাস পাওয়ার সাইকেলকে তিন ভাগে ভাগ করা যায়। যথা- (1) স্পার্ক ইগনিশন সাইকেল, (ii) কম্প্রেশন ইগনিশন সাইকেল ও (iii) গ্যাস টারবাইন সাইকেল।
151. বেস লোড প্ল্যান্টের উদাহরণ হলো-
152. গ্যাস টারবাইনে কম্প্রেশনের অনুপাত-
ব্যাখ্যাঃ বাতাস ও জ্বালানি = 60:1
153. ভূগর্ভস্থিত তাপ ব্যবহার করে বিদ্যুৎশক্তি উৎপাদনের ক্ষেত্রে প্রতি 100 মেগাওয়াটের জন্য প্রতি ঘণ্টায় বাষ্পের প্রয়োজন-
154. নিচের কোনটি ভেপার পাওয়ার সাইকেল নয়?
ব্যাখ্যা: ভেপার পাওয়ার সাইকেলকে পাঁচভাগে ভাগ করা যায়। যথা- (i) ব্যাংকিং সাইকেল, (ii) রিহিট সাইকেল, (iii) রিজেনারেটিভ সাইকেল, (iv) বাইনারি সাইকেল ও (v) টপিং সাইকেল।
155. বাংলাদেশে শক্তির উৎসগুলোর মধ্যে বেশি ব্যবহৃত হচ্ছে-
156. বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটি স্থাপিত হয়েছে-
157. নিচের কোনটি প্রাইম মুভার নয়?
ব্যাখ্যা: প্রাইম মুভারকে ঘুরানো হয়- স্টিম টারবাইন, গ্যাস টারবাইন, ডিজেল ইঞ্জিন, উইন্ড টারবাইন, ওয়াটার টারবাইন দ্বারা।
158. এক কিলোগ্রাম ইউরেনিয়াম-235 হতে যে তাপ নির্গত হয় সেটার তাপীয় মান-
159. বাংলাদেশে পানিবিদ্যুৎ কেন্দ্রের ইউনিটের সংখ্যা-
160. ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত-
আশুগঞ্জ বাষ্পবিদ্যুৎ কেন্দ্র
আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র
শিকলবাহা বাষ্পবিদ্যুৎ কেন্দ্র
শিকলবাহা তাপবিদ্যুৎ কেন্দ্র
Showing
141
to
160
of
266
results
Test Mode
Reading Mode