ব্যাখ্যা: বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যার প্রথম ইউনিট ২০২৩ সালে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু করবে। এই বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার রোসাটোস স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশন কর্তৃক নির্মিত হচ্ছে।
ব্যাখ্যা: নিউক্লিয়ারে জ্বালানি হিসেবে দুটি মৌল ব্যবহার করা হয়- ইউরেনিয়াম অথবা প্লুটোনিয়াম। 235 1 U +3+ Bn + ENERGY নিউক্লিয়ারে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় U-235 47
ব্যাখ্যা: বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ড (BREB) বাংলাদেশ সরকারের একটি সংবিধিবদ্ধ সরকারি সংস্থা। BREB-এর অধীনে পল্লিবিদ্যুৎ সমিতি স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান বা গ্রাহক মালিকানা প্রতিষ্ঠান। যা গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ পৌঁছে দেয়। বর্তমানে ৮০টি পল্লিবিদ্যুৎ সমিতি আছে।
ব্যাখ্যা: BPDB-8.99%, REB-9.90%, DPDC-6.67%, DESCO. 6.32% WZPDCO Distribution loss-8.73% 8.27%、NESCO-10.62%、 Transmission-2.97% Transmission and Distribution loss = 11.23% সুতরাং System loss 10% এর বেশি হওয়া উচিত নয়।
232. 881 Combind cycle power plant-এর দক্ষতা বেশি-
ব্যাখ্যা: Combind cycel overall efficiency of the system can be increased by 50-60% The overall efficiency 34% for a simple cycel, to as much as 64% for a combined cycle.
ব্যাখ্যা: ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) হলো বাংলাদেশের একটি সরকারি মালিকানাধীন বিদ্যুৎ কোম্পানি। এটি বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীন এবং এটি প্রধানত ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় বিদ্যুৎ পরিসেবা প্রদান করে।
ব্যাখ্যা: পরমাণুর ভাঙনের ফলে উৎপন্ন শক্তি দিয়ে পানিকে বাষ্পে পরিণত করে সেই বাষ্প থেকে তাপ উৎপন্ন করে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়াই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল লক্ষ্য। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ কেন্দ্র।