Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

ডিজিটাল ইলেকট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর MCQ
163. কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার?
Antivirus Software = AVAST, AVG, AVIRA, MSE, Ad-Aware, Amiti-MCAfee, Kaspersky, Norton.
Maya
AVG
Google
Outlook
164. বুলিয়ান-এর ম্যাপ পদ্ধতি কে প্রস্তাব করেন?
বুলিয়ান ম্যাপ প্রস্তাব করেন Vetich-
Karnaugh
Vetich
Kemugh and Vetich
কেউ না
165. "লজিক গেইটের আউটপুট HIGH হবে, যদি এর সবগুলো ইনপুট HIGH হয়"-এই উক্তিটি কোন গেইটের ক্ষেত্রে সত্য?
EX-OR
AND
OR
NAND
167. AND, OR, NOT ইত্যাদি গেইটের ডিজিটাল অপারেশন সম্পাদন করা যায়-
সুইচ ব্যবহার করে
অ্যামপ্লিফায়ার ব্যবহার করে
রেকটিফায়ার ব্যবহার করে
অসিলেটর ব্যবহার করে
172. কম্পিউট (Compute) শব্দের অর্থ কী?
Computer শব্দটি গ্রিক শব্দ কম্পিউট (Compute) শব্দ থেকে এসেছে। যার অর্থ হিসাব বা গণনা করা। আর Computer শব্দের অর্থ গণনাকারী যন্ত্র। ১৯৬৪ সালে প্রথম কম্পিউটার আসে।
হিসাব করা
গণনা করা
লেখাপড়া করা
খেলাধুলা করা
175. নিচের কোনটি নন-মাস্কেবল ইন্টারাপ্ট?
Maskable Interrupt = RST6.5, RST7.5, RST5.5 Non Maskable Interrupt = Trap.
RST 5.5
RST 6.5
RST 7.5
TRAP
176. প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করেন-
চার্লস ব্যাবেজ
লাইবনিৎস
জর্জ বুল
ডরফেল্ট
179. ৪086 P-এর বাস স্ট্রাকচার কয় ভাগে বিভক্ত?
8086 up. এর বাস তিন প্রকার। যথা- (i) Address bus (ii) Data bus (iii) Control bus.
2
3
4
5
180. "লজিক গেইটের আউটপুট LOW হবে, যদি কমপক্ষে এর একটি ইনপুট LOW হয়”-এই উক্তিটি নিম্নের কোন গেইটের ক্ষেত্রে সত্য?
AND
OR
NAND
NOR