285. মুক্তভাবে অনলাইনে বা অফলাইনে কাজের বিনিময়ে অর্থ উপার্জন কে কী বলে?
ফ্রিল্যান্সিং হলো স্বাধীন বা মুক্তপেশা। কোনো একটি প্রতিষ্ঠানের অধীনে না থেকে স্বাধীনভাবে কাজ করাকে ফ্রিল্যান্সিং বলে। ফ্রিল্যান্সাররা ঘরে বসে তাদের কাজ করে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অনলাইন হতে টাকা উপার্জন করতে পারেন। ফিল্যান্সিং পেশার মাধ্যমে যে-কোনো প্রচলিত চাকরির চাইতে অনেক বেশি টাকা ঘরে বসে ইনকাম করা যায়। মূলত ফ্রিল্যান্স এর কাজে স্বাধীনতা থাকে বলে ফ্রিল্যান্সিং মুক্তপেশা হিসেবে সকলের কাছে অনেক প্রিয় একটি পেশা।
289. প্রসেসরে যখন একটি প্রসিডিউর এক্সিকিউট হয় তখন সাধারণত নিম্নের কোনটি ঘটে? 1. Program counter is updated 2. Stack pointer is updated 3. Data cache is flushed to avoid aliasing
বিট (Bit) হলো ডাটার ক্ষুদ্রতম একক। সময়ের সাথে স্পিডের সম্পর্কের কারণে বিট পার সেকেন্ড (bps)-কে ডাটা ট্রান্সমিশন স্পিডের ক্ষুদ্রতম একক হিসেবে চিহ্নিত করা হয়।
There are two types of computer software:
(i) System software (Operating system): Ex- Windows 98, DOS, Linux etc.
(ii) Applications software: Ex-MS-Ward, Oracle, MS-Excel etc.