261. একটি microcontroller-এর সঙ্গে মিল রয়েছে এমন নিকটবর্তী বস্তু হলো-
Microcontroller একটি ইংরেজি শব্দ। Micro অর্থ ছোট এবং Controller অর্থ নিয়ন্ত্রণকারী। মাইক্রোকন্ট্রোলার কোনো প্রক্রিয়া বা ডিভাইসকে নিয়ন্ত্রণকারী ছোট আকারের একটি Computer।
262. অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত হয়-
হাইব্রিড কম্পিউটার হলো এমন একটি কম্পিউটার, যা অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের সর্বোত্তম বৈশিষ্ট্যগুলোর সমন্বয়ে গঠিত। সাধারণত হাইব্রিড কম্পিউটারে তথ্য সংগ্রহ করা হয় অ্যানালগ পদ্ধতিতে এবং গণনা করা হয় ডিজিটাল পদ্ধতিতে।
CAT-6 cable নেটওয়ার্কিং সার্কিটে ব্যবহার করা হয়। CAT- 5 এবং CAT-SC ক্যাবল থেকে অনেক দ্রুতগতিসম্পন্ন এবং নির্ভরযোগ্যতার সাথে গিগাবাইট গতি সরবরাহ করতে পারে।
একটি ভ্যাকুয়াম টিউব, যা ইলেকট্রন টিউব নামে পরিচিত, যা প্রথম প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হয়। বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটার এনিয়াক। এটি দশমিক পদ্ধতিতে কাজ করে।
ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক্স বর্তনী হলো অর্ধপরিবাহী উপাদানের উপরে নির্মিত অনেকগুলো অণুবিক্ষণিক ইলেকট্রনিক উপাদানের অত্যন্ত ক্ষুদ্র সমবায় বা বর্তনী, যাকে অতিক্ষুদ্র ও একটিমাত্র মণ্ডবিশিষ্ট যন্ত্রাংশ হিসেবে তৈরি করা হয়।
সাধারণ বর্তনী
সহজ বর্তনী
ছোট এক টুকরা সিলিকনের টুকরার ওপর তৈরি অতি ক্ষুদ্র বর্তনী
কম্পিউটার ভাইরাস হলো বিশেষ কম্পিউটার প্রোগ্রাম, যা স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ, সংক্রমণ এবং নিজস্ব সংখ্যা বৃদ্ধি করে। ফেডরিক কোহেন ১৯৫০ সালে ভাইরাস নামকরণ করেন।
১৬৪২ সালে ফরাসি বিজ্ঞানী ব্লেইজ প্যাসকেল সর্বপ্রথম যান্ত্রিক ক্যালকুলেটর আবিষ্কার করেন। কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজ এবং ডিজিটাল কম্পিউটারের জনক বলা হয় জন ভন নিউম্যানকে।
পাকিস্তান পরমাণু শক্তি কমিশনের পরমাণু শক্তি কেন্দ্র, ঢাকাতে ১৯৬৪ সালে স্থাপিত হয় বাংলাদেশের (তৎকালীন পূর্ব পাকিস্ত ান) প্রথম কম্পিউটার। এটি ছিল আইবিএম (International Business Machines-IBM) কোম্পানির 1620 সিরিজের একটি মেইনফ্রেম কম্পিউটার।
DTL-এর পূর্ণরূপ Diode Transistor Logic
TTL" "Transisto Transistor Logic
ECL ‘’ "Emitter Coupled Logic
CMOS ‘’ ‘’ Complementary Metal Oxide Semiconductor.
এখানে, ECL-এর ক্ষেত্রে ইমিটারগুলো কাপল করা থাকে বলে এর গতি অন্যদের তুলনায় কিছুটা বেশি থাকে।
279. বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের। নাম-
Universal Aromatic Computer (UNIVAC)-ই হলো বিশ্বের প্রথম বাণিজ্যিকভাবে নির্মিত কম্পিউটার। আমেরিকার জেনারেল ইলেক্ট্রনিক্স কর্পোরেশন ১৯৫১ সালে UNIVAC-1 নামে বাণিজ্যিকভাবে কম্পিউটার বাজারজাত করে। পরবর্তীতে IBM কোম্পানি ১৯৫৩ সালে উক্ত কম্পিউটার IBM-650 মডেল হিসেবে বাজারজাত করে।
1958 সালে জ্যাক কিলবি (Jack Kilby) সর্বপ্রথম হাইব্রিড IC উদ্ভাবন করেন। কিন্তু সর্বপ্রথম মনোলিথিক IC উদ্ভাবন করেন রবার্ট নয়সি (Robert Noyce)। 2000 সালে আইসি উদ্ভাবনের জন্য জে এস কিলবি নোবেল পুরস্কারে ভূষিত হলো।