206. ফ্লিপ-ফ্লপে একই সময়ে কয়টি বিট সংরক্ষণ করতে পারে?
Flip-Flop বৈশিষ্ট্য-
(1) Flip-Flop সচারচর এক বিট ডাটা (। অথবা ০) ধরে রাখতে সক্ষম।
(ii) আউটপুট সেট বা রিসেট হয়।
(iii) Flip-Flop-এ দুইটি Complementary output থাকে (Q.Q)
207. সিকুয়েন্সিয়াল বর্তনীতে ব্যবহৃত স্মৃতি বর্তনী হলো-
যেসব লজিক সার্কিটের আউটপুট এর ইনপুটের তাৎক্ষণিক মান এবং একই সাথে এর পূর্ববর্তী আউটপুটের উপর নির্ভর করে তাকে Sequential logic circuit বলে। যেমন- Fiip. Flop, Register, Counter. Flip, Flop-কে মেমরি হিসেবে ব্যবহৃত হয়।
212. তথ্য স্থানান্তরের সবচেয়ে গতিশীল রেজিস্টার কোনটি?
যে শিফট রেজিস্টরের মাধ্যমে প্যারালাল ইন এবং প্যারালাল আউট হয়, তাকে Parallel in Parallel out (PIPO) বলে। যা তথ্য স্থানান্তর দ্রুত করতে সক্ষম এবং ব্যয়বহুল।
বিজ্ঞানী মরিস কারনফ (Moris karnough) বুলিয়ান সমীকরণকে সমাধান করার জন্য একটি ম্যাপ পদ্ধতি উদ্ভাবন করেন, এই ম্যাপকে Karnough Map বা K-Map বলে। K- Map কতগুলো বর্গাকৃতি ঘরের সমন্বয়ে তৈরি।