আলফানিউমেরিক কোড (0-9, A-Z, a-z ! @ # % ^ f * +- ( )..) ইত্যাদি বর্ণের দ্বারা গঠিত কোড। এই কোডকে প্রিন্টেবল কোডও বলা হয়। মানুষের তথ্য ও যোগাযোগের উন্নয়নের জন্য এই কোড সাজানো হয়েছে।
আধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট, যা মূলত তৈরি হয়। বিভিন্ন ইলেকট্রনিক উপাদান দিয়ে, যেমন- রেজিস্টর, ক্যাপাসিটর ডায়োড, ট্রানজিস্টর ইত্যাদি।
249. কম্পিউটার এবং ফোন লাইনের মধ্যে সংযোগ স্থাপনে ব্যবহৃত হয়-
মডেম শব্দটি Modulator-এর 'Mo' এবং Demodulator-এর 'dem' থেকে এসেছে। এককথায় যে যন্ত্র বা ডিভাইস অন্য কোনো সিস্টেম বা কম্পিউটারকে Internet-এর সাথে যুক্ত করে তাকে মডেম বলে।
: ৮টি বিটকে এক বাইট বলা হয়, যেমন-
৮ বিট = ১ বাইট
১০২৪ বাইট = ১ কিলোবাইট
১০২৪ কিলোবাইট = ১ মেগাবাইট
১. ১০২৪ মেগাবাইট = ১ গিগাবাইট
১০২৪ গিগাবাইট = ১ টেরাবাইট।
BCD শব্দের অর্থ বাইনারি কোডেড ডেসিমেল। এটিকে 8421 কোডও বলা হয়। যে ডেসিমেল সংখ্যার BCD কোড নির্ণয় করতে হবে তার প্রত্যেকটি অঙ্ককে চার বিটের বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হয়।
যে-সকল লজিক গেইট-এর সাহায্যে মৌলিক গেইট তিনটির অপারেশন সমাধান করা যায়, তাকে ইউনিভার্সাল লজিক গেইট বলে। ইউনিভার্সাল লজিক গেইট ২ প্রকার- NAND gate and NOR gate |
যুক্তি অ্যালজেবরার উদ্ভাবক হলেন প্রখ্যাত ইংরেজ গণিতবিদ জর্জ বুল। জর্জ বুল সর্বপ্রথম গণিত ও যুক্তির মধ্যে সম্পর্ক আবিষ্কার করেন এবং গণিত ও যুক্তির উপর ভিত্তি করে এক ধরনের অ্যালজেবরা তৈরি করেন, যাকে বুলিয়ান অ্যালজেবরা বলে।
RAM হলো মেইন মেমরির অংশবিশেষ। RAM- এর অর্থ হলো Random Access Memory। এটি একটি অস্থায়ী মেমরি। ইনপুট ডিভাইস হতে আগত সমস্ত তথ্য বা ডাটা সর্বপ্রথম RAM-এ জমা হয়। RAM-এ যে-কোনো ধরনের তথ্য বা ডাটা সংযোজন, সংশোধন এবং পরিবর্তন করা যায়।
কৃত্রিম বুদ্ধিমত্তার উপর ভিত্তিকরে ৫ম প্রজন্মের কম্পিউটার তৈরি করা হয়েছে, যাতে Parallel processing and superconductor ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তাকে বাস্তবে পরিণত করতে সহায়তা করে।
260. Primary memory-এর Speed auxiliary memory- এর চেয়ে-
Primary memory-তে ডাটা ধারণক্ষমতা স্থায়ী এবং অস্থায়ী দুই ধরনের হতে পারে, যেমন- RAM, ROM, Auxiliary memory মেমরিতে ডাটা স্থায়ীভাবে ধারণ করে, যেমন- CD, Hard disk, Pen drive etc. Primary memory-এর Speed auxiliary memory-এর চেয়ে বেশি।