181. জেনারেটরের সিরিজ ফিল্ডের আড়াআড়িতে সংযুক্ত রেজিস্ট্যান্সের শান্টকে বলা হয়-
ফুল লোড ভোল্টেজ ক্যারেক্টারিসটিক বা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণের জন্য ডাইভারটার ব্যবহার করা হয়। ডাইভারটার মূলত একটি রেজিস্ট্যান্স, যেটিকে জেনারেটরের সিরিজ ফিল্ডের আড়াআড়িতে সংযুক্ত করা হয়।
ডিসি শান্ট জেনারেটরে ভোল্টেজ উৎপন্ন হওয়ার শর্তগুলো নিম্নরূপ-
পোলে রেসিডুয়াল ফ্লাক্স থাকতে হবে।
ফিল্ড ওয়াইন্ডিং এবং আর্মেচার ওয়াইন্ডিং-এর সংযোগ সঠিক হতে হবে।
ফিল্ড রেজিস্ট্যান্সের মান ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সের তুলনায় কম হতে হবে।
জেনারেটর স্পিড বা শ্যাফট স্পিড ক্রিটিক্যাল স্পিড হতে বেশি হতে হবে।
ব্রাশগুলোর সংযোগ যথাযথ হতে হবে।
184. যে যন্ত্র বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে তা-
বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে মোটর। যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে জেনারেটর। অল্টারলেটর এমন একটি জেনারেটর, যা পরিবর্তনশীল ভোল্টেজ উৎপন্ন করে।
189. পারমাণবিক চুল্লিতে তাপ পরিবহনের জন্য কোন ধাতু ব্যবহৃত হয়?
ব্যাখ্যা: পারমাণবিক চুল্লীতে তাপ পরিবাহক হিসেবে ব্যবহার করা হয় সোডিয়াম। জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় ইউরেনিয়াম। সোডিয়াম ধাতু একটি ক্ষার। এটির তাপ পরিবাহকতা তাপ স্থানান্তর ক্ষমতা বেশি।