163. পরিবর্তনশীল লস বলা হয়-
আর্মেচার কপার লস PR। এখানে আর্মেচার কারেন্ট পরিবর্তনশীল বলে উক্ত লসটিকে পরিবর্তনশীল লস বলে। এই লসের পরিমাণ সম্পূর্ণ লসের প্রায় ৩০%। অন্যদিকে ফিল্ড ওয়াইন্ডিং কপার লস= P, R, যেখানে ফিল্ড কারেন্টের মান নির্দিষ্ট, তাই এই লসটিও নির্দিষ্ট হয়ে থাকে। প্রতিটি মেশিন একটি কনস্ট্যান্ট স্পিডে ঘুরে বলে এর আয়রন লসও কনস্ট্যান্ট হবে।