Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

ডিসি মেশিন MCQ
81. শান্ট ফিল্ড কপার লস এবং স্ট্রে-লসকে একত্রে বলা হয়-
কনস্ট্যান্ট লস
এডি কারেন্ট লস
উইন্ডেজ লস
হিস্টেরেসিস লস
82. লোড বাড়ার সাথে সাথে শান্ট জেনারেটরের-
টার্মিনাল ভোল্টেজ কমতে থাকে
কারেন্ট বাড়তে থাকে
আর্মেচার রিয়্যাকশন বাড়তে থাকে।
সব ক'টিই সত্য
83. যদি ডিসি মেশিনকে জেনারেটর হিসেবে চালনা করা হয়, তাহলে লোড বৃদ্ধির সাথে সাথে-
যদি ডিসি মেশিনকে জেনারেটর হিসেবে চালনা করা হয় তাহলে লোড বৃদ্ধির সাথে সাথে ঘূর্ণনের দিকে ব্রাশের অবস্থান এগিয়ে দিতে হয়।
ঘূর্ণনের দিকে ব্রাশের অবস্থান এগিয়ে দিতে হয়
ঘূর্ণনের বিপরীত দিকে ব্রাশের অবস্থান পিছিয়ে দিতে হয়
ব্রাশের অবস্থান স্থির রাখতে হয়
কিছুই করতে হয় না
84. ইন্টারপোলে বেশি প্রবাহিত হয়-
আর্মেচার কারেন্ট
ফিল্ড কারেন্ট
ফিল্ড ও আর্মেচারের যৌথ কারেন্ট
ফিল্ড ও আর্মেচারের অন্তর কারেন্ট
85. জেনারেটরের ব্রাশ ও কমুটেটরে স্পার্ক দেখা দিলে সর্বপ্রথম দেখতে হবে-
ফিল্ড ওয়াইন্ডিং
ব্রাশের স্প্রিং
কমুটেটরে আর্মেচার ওয়াইন্ডিং সংযোগস্থল
ইন্টারপোল ওয়াইন্ডিং
86. শান্ট জেনারেটরের ভোল্টেজ সৃষ্টির জন্য কোনটি পর নয়?
শান্ট জেনারেটরের ভোল্টেজ সৃষ্টির শর্ত: (1) রেসিডুয়াল ম্যাগনেটিজম থাকতে হবে। (ii) ফিল্ড কয়েল সংযোগ সঠিক হতে হবে। (iii) ফিল্ড রেজিট্যান্স ক্রিটিক্যাল রেজিট্যান্স অপেক্ষা কম হতে হবে।
পোলে রেসিডুয়াল ম্যাগনেটিজম থাকতে হবে
পোলে রেসিডুয়াল ম্যাগনেটিজম থাকতে হবে
মেশিনকে লোড দিয়ে চালাতে হবে
ফিল্ড রেজিস্ট্যান্স ক্রিটিক্যাল অপেক্ষা কম হতে হবে
87. এডি কারেন্ট লস-
এডি কারেন্ট লস ফ্রিকুয়েন্সির বর্ণের সমানুপাতিক।
ফ্রিকুয়েন্সির সমানুপাতিক
ফ্রিকুয়েন্সির ১.৬ পাওয়ারের সমানুপাতিক
ফ্রিকুয়েন্সির বর্গের সমানুপাতিক
সর্বোচ্চ ফ্লাক্সের সমানুপাতিক
88. একটি ডিসি জেনারেটরের নো-লোড টার্মিনাল ভোল্টেজ 220 ভোল্ট এবং ফুল লোড ভোল্টেজ 200 ভোল্ট হলে এর শতকরা রেগুলেশন হবে-
9.09%
10%
90.9%
11%
89. একটি ৪-পোল 250 কন্ডাক্টর, ল্যাপ উন্ড ডিসি জেনারেটরে উৎপন্ন ভোল্টেজ 200 ভোল্ট যদি প্রতি পোলে ফ্লাক্স 4 × 10° লাইনস্ হয়, তবে জেনারেটরটির গতিবেগ হবে-
1000 г.р.т
1200 r.p.m
1500 r.p.m
2000 r.p.m
90. একটি ডিসি জেনারেটরে উৎপাদিত ই.এম.এফ 520 ভোল্ট, এর কন্ডাক্টর সংখ্যা 2000টি, প্রতি পোলে ফ্লাক্স 0.013 ওয়েবার, গতিবেগ 1200 আর.পি.এম. এবং আর্মেচার ওয়াইন্ডিং-এ এটি প্যারালেল পথ আছে। পোলের সংখ্যা-
Eg = QZN/60 x P/A ⇒ 520 = 0.013 x 2000 x 1200 /60 x P/4 P = 4টি।
2টি
4টি
7টি
24টি
91. একটি 4-পোল, 1200 আর.পি.এম. ল্যাপ উন্ড ডিসি জেনারেটরের 700টি কন্ডাক্টর আছে এবং এর প্রতি পোলে ফ্লাক্স 0.02 ওয়েবার হলে উৎপাদিত ই.এম.এফ হবে-
Eg = QZN/60 × P /A = 0.02×700×1200/ 60 × 4/4 = 280V
280V
300V
480V
560V
92. আয়রন লস নিম্নের কোনটির অন্তর্গত?
কপার লস
ম্যাগনেটিক লস
মেকানিক্যাল লস
উইন্ডেজ লস
93. নিম্নের কোনটিতে শান্ট মোটর ব্যবহৃত হয় না?
ব্যাধ্যা: শান্ট মোটরের ব্যবহার (i) লেদমেশিন। (ii) মিলিং মেশিন। (iii) রোয়ার।
কনভেয়র
লেদমেশিন
মিলিং মেশিন
রোয়ার
95. একটি 4-পোল, 300 কন্ডাক্টর, ল্যাপ উন্ড ডিসি জেনারেটর। 1000 আর.পি.এম. গতিবেগে ঘুরছে। যদি প্রতি পোলে ফ্লাক্স 0.05 ওয়েবার হয়, তবে জেনারেটরটিতে উৎপন্ন ভোল্টেজ হবে-
200V
230V
250V
260V
96. ফিল্ড লস নিম্নের কোনটির অন্তর্গত?
ডিসি মেশিনস-এর কপার লসগুলো হলো- (১) আর্মেচার কপার লস: (ii) সিরিজ ফ্লিড কপার লস। (iii) শান্ট ফিল্ড কপার লস। (iv) ব্রাশ কনটাক্ট লস।
কপার লস
আয়রন লস
ম্যাগনেটিক লস
মেকানিক্যাল লস
97. একটি ডিসি জেনারেটরে উৎপাদিত ই.এম.এফ 520 ভোল্ট, এর কন্ডাক্টর সংখ্যা 2000টি, প্রতি পোলে ফ্লাক্স 0.013 ওয়েবার, গতিবেগ 1200 আর.পি.এম. এবং আর্মেচার ওয়াইন্ডিং-এ এটি প্যারালেল পথ উৎজারে আছে। পোলের সংখ্যা-
2টি
4টি
7টি
24টি
98. ডিসি জেনারেটরের গতিবেগ কমানো যায়, যদি-
N = ∞ E / ϕ সুতরাং এয়্যার-গ্যাপের ফ্লাক্স ডেনসিটি বাড়িয়ে ডিসি জেনারেটরের গতিবেগ কমানো যায়।
আর্মেচারের গতিবেগ কমানো যায়
এয়ার-গ্যাপের ফ্লাক্স ডেনসিটি বাড়ানো যায়
ফিল্ড ওয়াইন্ডিং-এর প্যাঁচের সংখ্যা কমানো যায়
আর্মেচার এবং ফিল্ড পোলের মাঝে এয়ার-গ্যাপ বাড়ানো যায়
99. একটি চৌম্বকক্ষেত্রে একটি কারেন্টবাহী কন্ডাক্টরের উপর ক্রিয়াশীল বল নিম্নের কোনটির সাথে সরাসরি সমানুপাতিক নয়?
চৌম্বকক্ষেত্রের শক্তি
কারেন্টের পরিমাণ
ঘূর্ণনের সংখ্যা
কন্ডাক্টরের দৈর্ঘ্য
100. একটি কম্পাউন্ড মোটরের লোড ছাড়া গতিবেগ ২২০০। মোটরটি পূর্ণ লোডে কত গতিবেগে ঘুরলে এর % স্পিড রেগুলেশন ১০ হবে।
স্পিড রেগুলেশন = নো লোড - ফুল লোড (N) / ফুল লোড (N) ⇒ 10 = 2200-N / N ⇒ N = 200 rpm.
২০০ আরপিএম
১৯৮০ আরপিএম
২০২০ আরপিএম
২০১০ আরপিএম