সিভিল ইঞ্জিনিয়ারিং এর ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Foundation Engineering all MCQ, Civil Engineering MCQ
61. Sheet pile কী দিয়ে নির্মিত হয়?
Wood, steel and concrete দিয়ে sheet pile বানানো যায়।
Machine foundation are subjected to the dynamic load caused by the machine. Theses dynamic load are then transferred to the foundation supporting the machine.
68. When the measured length is less than the actual length, the error is known as a-
Negative erros (making the measured lengths less than the actual) may be caused because the length of the tape or chain may be greater than the standard beacuse of the wear or flattening of the connecting rings, opening of ring joints, temperature higher than the one at which it was calibrated.
69. A foundation consisting of thick reinforced concrete slab covering area to the bottom of the structure is known as (কাঠামোর নীচে পুরু রিইনফোর্স কংক্রিট প্ল্যাব আচ্ছাদন এলাকা নিয়ে গঠিত একটি ভিত্তিকে বলে)
Mat ar Raft footing (ম্যাট বা ব্যাফট ভিত্তি)। যখন কাঠামোর সময় কলামকে একটিমাত্র ফুটিং দ্বারা সংযুক্ত করা হয় অর্থাৎ কাঠামোর সমস্ত জায়গা জুড়ে যে ফুটিং তৈরি করা হয় তাকে ম্যাট ভিত্তি বলে। দুর্বল আলগা মাটি হলে, ভরাট মাটি হলে বা মাটির ভারবহন ক্ষমতা কম হলে এ ভিত্তি তৈরি করা হয়।
72. In frame structure, what transfers the load to columns
লোড বিয়ারিং স্ট্রাকচার সিস্টেমে লোড স্ল্যাব থেকে প্রাচীরের ভিত্তিতে ফাউন্ডেশনে ট্রান্সফার হয়, যখন ফ্রেমযুক্ত স্ট্রাকচার সিস্টেমে লোডগুলো স্ল্যাব থেকে বিমে, বিম থেকে কলামে অবশেষে কলাম থেকে ফাউন্ডেশনে ট্রান্সফার হয়।
A bearing pile is a column to transmit the load of the building through a layer of soil too weak to take the load to a stronger layer of soil some distance underground.
well, pile. and pier all are deep foundation. এবং ফুটিং মূলত অগভীর ফাইন্ডেশনের একটি অংশ যা কাঠামোর লোডকে একটি বৃহৎ অংশে ছড়িয়ে দিতে নির্মাণ করা হয়। গভীর ফাউন্ডেশনে ফুটিং ব্যবহৃত হয় না। আপনার পায়ের পাতা যে কাজ করে ফুটিং ঠিক একই কাজ করে। অতি সংক্ষেপে, সমন্ত্র ফুটিংই ফাউন্ডেশন কিন্তু সমস্ত ফাউন্ডেশন ফুটিং নয়।
80. অনিশ্চিত ভূমির Deferential Settlement নিয়ন্ত্রণের জন্য কী করদের Foundation/Footing ব্যবহৃত করা হয় ?
র্যাফট বা ম্যাট একটি কম্বাইন্ড ফুটিং, যা কাঠামোর নিম্নস্থ সময় ক্ষেত্রফলকে আবৃত করে নির্মাণ করা হয়। ভরাট মাটি, নরম মাটি অথবা জলাশয় এলাকা, যেখানে মাটির ভারবহন ক্ষমতা কম সেখানে অতিরিক্ত কেন্দ্রীভূত লোডের কাঠামোগুলো র্যাফট ভিত্তির সাহায্যে নির্মাণ করা হয়।