সিভিল ইঞ্জিনিয়ারিং এর ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Foundation Engineering all MCQ, Civil Engineering MCQ
161. b প্রন্থের Rectangular foundation-এর load eccentricity কোন value-এর অধিক হওয়া উচিত?
ব্যাখ্যা: যদি ভিন্নকেন্দ্রিক (eccentricity) এর মান এর বেশি হয় 6 তাহলে ম্যাসনরির ভিতরের প্রান্তে টানের সৃষ্টি হয়। ম্যাসনরি টান সহ্য করতে পারে না। তাই আগত লোডকে সর্বদা বেইজের মধ্যে তৃতীয়াংশ দিয়ে অতিক্রম করাতে হবে।
ব্যাখ্যা: End bearing piles মাটির নিচে শক্ত পাথর স্তরে বা শক্ত মাটি স্তরে পাইল টো দ্বারা লোড বহন করে এবং End bearing pile-এ স্ক্রিন ফ্রিকশন বিবেচনা করা হয় না।
163. Foundation-এর জন্য concrete ব্যবহার কত Slump allow করা হয়?
ব্যাখ্যা: ভিত্তি বা বুনিয়াদের জন্য অনুমোদিত নতির মান ৫০ মিমি হতে ১০০ মিমি। আরসিসি বিম, স্ল্যাব এবং দেয়ালের অন্য অনুমোদিত নতির মান ৫০ মিমি হতে ১০০ মিমি। পানিরোধী নির্মাণ কাজে নতির মান ৭৫ মিমি হতে ১০০ মিমি। রাস্তা তৈরিতে অনুমোদিত নতির মান ২৫ মিমি হতে ৩০ মিমি।
ব্যাখ্যা: কাঠামোস্থ সকল লোডকে মাটির অভ্যন্তরে শক্ত ৪ স্তর পর্যন্ত প্রেরণ করার জন্য যে পাইল নির্মাণ করা হয়, তাকে বিয়ারিং পাইল বলে। এটি মাটির নিচে পিলারের মতো আচরণ করে।
173. যখন দুই বা ততোধিক Footing-কে বিম দ্বারা সংযোগ দেওয়া হয় তখন ঐ Footing-কে বলা হয়-
ব্যাখ্যা: যখন দুটি কলাম একসাথে কাছাকাছি থাকে, যখন দুটি কলামের বেস স্ল্যাব ওভারল্যাপ হয়, যেখানে মাটির ভারক্ষমতা কম, যখন বেসস্ল্যাবের সংলগ্ন বিভিন্ন লাইন, বিল্ডিং বা নর্দমা থাকে সেক্ষেত্রে Combined footing ব্যবহার করা হয়।
ব্যাখ্যা: র্যাফট বা ম্যাট একটি কম্বাইন্ড ফুটিং, যা কাঠামোর নিম্নস্থ সমস্ত ক্ষেত্রফলকে আবৃত করে নির্মাণ করা হয়। এটা কাঠামোর সমস্ত দেওয়াল ও কলামকে একযোগে সাপোর্ট প্রদান করে।