Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং MCQ
সিভিল ইঞ্জিনিয়ারিং এর ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Foundation Engineering all MCQ, Civil Engineering MCQ
81. The process of maintaining or improving the performance of a soil as a constructional material, usually by the use of admixtures, is known as- (অ্যাডমিক্সচার ব্যবহার করে নির্মাণ সামগ্রী হিসাবে মাটির কার্যক্ষমতা বজায় রাখা বা উন্নত করার প্রক্রিয়া হিসাবে পরিচিত)
soil exploration
soil stabilisation
soil compaction
consolidation
82. Most commonly foundation failure is caused by (একটি ভবনের ভিত্তি ব্যর্থতার কারণ)
ফাউন্ডেশনের বিভিন্ন অংশের নিচে বিস্তৃত এবং উচ্চ প্লাস্টিকের মাটির নড়াচড়ার কারনে সাধারনত ফাউন্ডেশনের ব্যর্থতা ঘটে।মাটির এই নড়াচড়া সংকোচন আকারে হতে পারে।
Unequal settlement of sub-soil
Lateral movement of sub-soil
Lateral pressure on the wall
All of the above
84. The bearing capacity of a soil-with the decrease in the area of the footing. (মাটির ভারবহন ক্ষমতা ভিত্তির ক্ষেত্রফল হ্রাসের সাথে)
increases
same as
decreases
none of these
85. When the water table is close to the ground surface, the bearing capacity of soil is reduced to- (যখন ওয়াটার টেবিল ভূপৃষ্ঠের কাছে আসে তখন মাটির ভার বহন ক্ষমতা হ্রাস পেয়ে)
one-fourth
one-half
two-third
three-fourth
86. The earth pressure at rest is calculated by using- (পৃথিবীর স্থির চাপ ব্যবহার করে গণনা করা হয়)
Euler's theory
Rankine's theory
Bending theory
Theory of elasticity
87. The co-efficient of earth pressure at rest stiff clay is about- (পৃথিবীর স্থির চাপের সহগ শক্ত মাটির সমান)
0.4
0.6
0.5
0.8
88. The process of obtaining increased density of soil in a fill by reduction of its pore space by the expulsion of air, is known as- (বায়ু সরিয়ে মাটির ছিদ্র স্থান হ্রাস করে ভরাট মাটির ঘনত্ব বৃদ্ধির প্রক্রিয়াকে কী বলা হয়?)
soil exploration
soil stabilisation
soil compaction
consolidation
89. The unit bearing capacity of footing in sand- (বালিতে ফুটিং-এর ভারবহন ক্ষমতা।)
decreases with depth of footing
decreases with width of footing
increases with depth of footing
increases with width of footing
90. The co-efficient of earth pressure at rest for loose sand is that of dense sand. (আলগা বালির জন্য পৃথিবীর চাপের সহগ.... ঘন বালি থেকে)
more than
less than
same as
none of these
91. নিচের কোনটি Shallow foundation?
well, pile. and pier all are deep foundation. এবং ফুটিং মূলত অগভীর ফাইন্ডেশনের একটি অংশ যা কাঠামোর লোডকে একটি বৃহৎ অংশে ছড়িয়ে দিতে নির্মাণ করা হয়। গভীর ফাউন্ডেশনে ফুটিং ব্যবহৃত হয় না। আপনার পায়ের পাতা যে কাজ করে ফুটিং ঠিক একই কাজ করে। অতি সংক্ষেপে, সমস্ত ফুটিংই ফাউন্ডেশন কিন্তু সমস্ত ফাউন্ডেশন ফুটিং নয়।
well foundation
pile foundation
pier foundation.
footing
92. If the coefficient of passive earth pressure 1/3, then the coefficient of active earth pressure is- (যদি নিষ্ক্রিয় চাপের গুণক 1 3 হয় তবে সক্রিয় চাপের সহগ কত হবে?)
1/3
3/2
1
3
93. The frictional resistance of clay soil is soil. (কাদামাটি ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা sandy বেলে মাটি থেকে)
less than
more than
same as
none of these
94. According to SI code, the total settlement of isolated footings for cohesive soil should be- (এসআই কোড অনুসারে, সংশক্তিপ্রবণ মাটির বসন হওয়া উচিত।)
30mm
40mm
50mm
65mm
95. যখন দুই বা ততোধিক Footing-কে বিম দ্বারা সংযোগ দেওয়া হয় ত এঐ Fotting-কে বলা হয়-
যখন দুটি কলাম একসাথে কাছাকাছি থাকে, যখন মৃধু কলামের বেস প্ল্যাব ওভারল্যাপ হয়, যেখানে মাটির ভারক্ষমতা কম, বান বেসপ্ল্যাবের সংলগ্ন বিভিন্ন লাইন, বিল্ডিং বা নর্দমা থাকে সেক্ষেত্রে Combined footing ব্যবহার করা হয়।
Beam footing
Combined footing
Strap footing
Mat footing
96. The bearing capacity factors Ne, Na & Ny are functions of- (ভারবহন ক্ষমতা ফ্যাক্টর Ne, Nq, & Nr- এর কাজ)
cohesion of the soil
friction angle
internal friction angle
both a & b
97. Building-এর Load bearing wall-এর Foundation depth সর্বনিম্ন হতে হবে-
Building-এর Load bearing wall বা Brick wall-এর Foundation depth 900mm (35 inch)-এর কম দেওয়া যাবে না।
600mm
700mm
800mm
900mm
98. কাঠের পাইলে সর্বোচ্চ লোড কত এর অধিক হওয়া উচিত নয়?
50 kN
100 kN
150 kN
200 kN
99. A dry sand specimen is put through a triaxial test. The cell pressure is 50kPa and the deviator stress at failure is 100kPa. The angle of internal friction for the sand specimen is-
15°
35°
30°
40°
100. In case of footings in sand, if the soil pressure distribution is triangular, the maximum soil pressure is the average soil pressure. (বালিতে ফুটিং ক্ষেত্রে যদি মাটির চাপ বিতরণ ত্রিভুজকার হয়, তবে মাটির সর্বোচ্চ চাপ হবে.... মাটির গড় চাপের)
equal to
four times
three times
double