সিভিল ইঞ্জিনিয়ারিং এর ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Foundation Engineering all MCQ, Civil Engineering MCQ
81. The process of maintaining or improving the performance of a soil as a constructional material, usually by the use of admixtures, is known as- (অ্যাডমিক্সচার ব্যবহার করে নির্মাণ সামগ্রী হিসাবে মাটির কার্যক্ষমতা বজায় রাখা বা উন্নত করার প্রক্রিয়া হিসাবে পরিচিত)
82. Most commonly foundation failure is caused by (একটি ভবনের ভিত্তি ব্যর্থতার কারণ)
ফাউন্ডেশনের বিভিন্ন অংশের নিচে বিস্তৃত এবং উচ্চ প্লাস্টিকের মাটির নড়াচড়ার কারনে সাধারনত ফাউন্ডেশনের ব্যর্থতা ঘটে।মাটির এই নড়াচড়া সংকোচন আকারে হতে পারে।
85. When the water table is close to the ground surface, the bearing capacity of soil is reduced to- (যখন ওয়াটার টেবিল ভূপৃষ্ঠের কাছে আসে তখন মাটির ভার বহন ক্ষমতা হ্রাস পেয়ে)
88. The process of obtaining increased density of soil in a fill by reduction of its pore space by the expulsion of air, is known as- (বায়ু সরিয়ে মাটির ছিদ্র স্থান হ্রাস করে ভরাট মাটির ঘনত্ব বৃদ্ধির প্রক্রিয়াকে কী বলা হয়?)
well, pile. and pier all are deep foundation. এবং ফুটিং মূলত অগভীর ফাইন্ডেশনের একটি অংশ যা কাঠামোর লোডকে একটি বৃহৎ অংশে ছড়িয়ে দিতে নির্মাণ করা হয়। গভীর ফাউন্ডেশনে ফুটিং ব্যবহৃত হয় না। আপনার পায়ের পাতা যে কাজ করে ফুটিং ঠিক একই কাজ করে। অতি সংক্ষেপে, সমস্ত ফুটিংই ফাউন্ডেশন কিন্তু সমস্ত ফাউন্ডেশন ফুটিং নয়।
92. If the coefficient of passive earth pressure 1/3, then the coefficient of active earth pressure is- (যদি নিষ্ক্রিয় চাপের গুণক 1 3 হয় তবে সক্রিয় চাপের সহগ কত হবে?)
95. যখন দুই বা ততোধিক Footing-কে বিম দ্বারা সংযোগ দেওয়া হয় ত এঐ Fotting-কে বলা হয়-
যখন দুটি কলাম একসাথে কাছাকাছি থাকে, যখন মৃধু কলামের বেস প্ল্যাব ওভারল্যাপ হয়, যেখানে মাটির ভারক্ষমতা কম, বান বেসপ্ল্যাবের সংলগ্ন বিভিন্ন লাইন, বিল্ডিং বা নর্দমা থাকে সেক্ষেত্রে Combined footing ব্যবহার করা হয়।
99. A dry sand specimen is put through a triaxial test. The cell pressure is 50kPa and the deviator stress at failure is 100kPa. The angle of internal friction for the sand specimen is-
100. In case of footings in sand, if the soil pressure distribution is triangular, the maximum soil pressure is the average soil pressure. (বালিতে ফুটিং ক্ষেত্রে যদি মাটির চাপ বিতরণ ত্রিভুজকার হয়, তবে মাটির সর্বোচ্চ চাপ হবে.... মাটির গড় চাপের)