সিভিল ইঞ্জিনিয়ারিং এর ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Foundation Engineering all MCQ, Civil Engineering MCQ
141. একটা 5' x 5' footing এর চার কোনায় footing-এর পাশ ঘেঁষে । ফুট ব্যাসের চারটা পাইল footing এর মধ্যখানে অবস্থিত একটা কলামের ভার বহন করে। কলামটিতে সর্বোচ্চ 60k vertical load-সহ 40k-ft moment আসতে পারে। তাহলে pile-এ সর্বোচ্চ load হবে-
145. আদর্শ পেনিট্রেশন পরীক্ষায় কত সেমি প্রবেশ করাতে আঘাতের সংখ্যা হিসাব করা হয়?
ব্যাখ্যা: আদর্শ পেনিট্রেশন পরীক্ষায় 63.5 kg হাতুড়িকে 75cm উচ্চতা থেকে হ্যামারিং সকেট-এর উপর ফেলা হয়। (সেম্পলার সেটিং-এর জন্য প্রথম 15 সেমি আঘাত সংখ্যা বাদ দিয়ে পরবর্তী 30 সেমি আঘাত সংখ্যা হিসাব করা হয়।
146. অল্প ভারবহন ক্ষমতাসম্পন্ন মাটির ক্ষেত্রে বেশি লোডের স্টিল স্ট্যানশন-এর জন্য কোন ধরনের ভিত্তি উপযোগী?
ব্যাখ্যা: গ্রিলেজ ফাউন্ডেশন: এটি একটি স্বতন্ত্র ফুটিং। ভারী কাঠামোর লোডকে কলাম বা পায়ার দ্বারা স্বল্প ভারবহন ক্ষমতাসম্পন্ন মাটিতে ছড়িয়ে দেওয়া জন্য গ্রিলেজ ফাউন্ডেশন ব্যবহার করা হয়। এর গভীরতা হয়। মিটার থেকে 1.5 মি.। গ্রিলেজ ভিত্তি দু প্রকার- (i) স্টিল গ্রিলেজ (ii) টিম্বার গ্রিলেজ।
ব্যাখ্যা: যে দেয়াল মাটি বা অন্য কোনো পদার্থের পার্শ্বচাপ (lateral thrust) প্রতিরোধ করে, তাকে ঠেস দেয়াল বা রিটেইনিং ওয়াল বলে। সাধারণ, পাহাড়ি এলাকার রাস্তার পার্শ্বের মাটি, নদী বা জলাশয়ের কিনারায় ভাঙন প্রতিরোধ করতে রিটেইনিং ওয়াল নির্মাণ করা হয়।
149. মাটির Settlement জানার জন্য কোন পরীক্ষা করা হয়?
ব্যাখ্যা: মাটির বসনের পরিমাণ নির্ণয়ের জন্য Consolidation টেস্ট করা হয়ে থাকে। (ক) ও (খ) নং পরীক্ষার মাধ্যমে মাটির Shear strength-এর পরিমাণ নির্ণয় করা যায় এবং (ঘ) নং পরীক্ষা দ্বারা কণার আকার বিন্যাস করা যায়।
150. বালুমাটি (sandy soil) compact করার জন্য সবচেয়ে উপযুক্ত roller হচ্ছে-
ব্যাখ্যা: Sheeps foot rollers হলো অনেকগুলো আয়তাকার ফিট সম্বলিত রোলার, যা প্যাডফুট বা টেম্পিং রোলার হিসেবেও পরিচিত। এ রোলার পলিমাটি ও কাদামাটির রোড কনস্ট্রাকশনে ব্যবহৃত হয়।
159. অনিশ্চিত ভূমির Defferential Settlement নিয়ন্ত্রণের জন্য কী ধরনের Foundation/ Footing ব্যবহৃত করা হয়?
ব্যাখ্যা: র্যাফট বা ম্যাট একটি কমাইন্ড ফুটিং, যা কাঠামোর নিম্নস্থ সমস্ত ক্ষেত্রফলকে আবৃত্ত করে নির্মাণ করা হয়। ভরাট মাটি, নরম মাটি অথবা জলাশয় এলাকা, যেখানে মাটির ভারবহন ক্ষমতা কম সেখানে অতিরিক্ত কেন্দ্রীভূত লোডের কাঠামোগুলো র্যাফট ভিত্তির সাহায্যে নির্মাণ করা হয়।