Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

ফাউন্ড্রি এন্ড প্যাটার্ন মেকিং MCQ
181. চুল্লির মেল্টিং জোন এবং স্ট্যাকের মধ্যবর্তী অংশকে-- জোন বলে।
ব্যাখ্যা: প্রিহিটিং জোন (Preheating zone)। চুল্লির মেল্টিং জোন এবং স্ট্যাকের মধ্যবর্তী অংশকে প্রিহিটিং জোন বলে। এই জোনের চার্জের উপর গরম বাতাস সরবরাহ করে ধীরে ধীরে তাপ প্রদান শুরু হয়। এই জোনে ধাতু গলে না।
প্রিহিটিং
বিগলন
স্ট্যাক
সুপারহিটিং
182. চুল্লি প্রধানত কত প্রকার?
চুল্লি প্রধানত দুই প্রকার। যথা- ১) গলন চুল্লি (Melting formare) ২। পুনর্গলন চুল্লি (Remelting furnace)
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
183. নিচের কোনটি ফাউন্ড্রি প্রক্রিয়ায় তৈরি করা হয়?
ফাউন্ড্রি প্রক্রিয়ায় তৈরি বস্তুর নামসমূহ: (i) বাথটাব (Bathtuba, (ii) সিংক (Sink), (iii) ওয়াশ বেসিস (Washbasin (iv) সয়েল পাইপ (Soil pumps, (v) ফার্নেস (Furnace). (vi) তৈজসপত্র (Oit put) (vii) পানি সরবরাহ লাইনের (Water apply line) (viii) রন্ধনকৃত পাত্র (Cooked pot) (ix) ত্যাক্তারাম ক্লিনার (Vacuum cleaner) (x) ফুড মিক্সার (Food mixer)
মোবাইল
বোতল
টেস্টার
ফুড মিক্সচার
184. নিচের কোনটি ফাউন্ড্রি শপের হ্যান্ড টুলস?
ফাউন্ড্রিশপে ব্যবহৃত হ্যান্ড টুলসগুলো হলো- ১। বেগোজ, ২। ব্রাশ, ৩। ক্ল্যাম্প এবং ওয়েজ, ও। লিফটার, ৫। ডাস্ট ব্যাগ, ৬। গ্যাগার্স, ৭। হার্ট অ্যান্ড স্কয়ার, ৮। পিন বা পিন র‍্যামার, ৯। র‍্যামার, ১০। চালনি, ১১। রানার শেগ ১২। শুফ কাটার, ১৩। স্প্রে ক্যান, ১৪। সেন্দ্র গান, লেভেল, ১৫। স্পিরিট ১৬। সোল্ডার, ১৭। স্নিক, ১৮। সোয়াব, ১৯। কণিক, ২০। ভেন্ট তার, ২১। শোভেল, ২২। গেট কাটার, ২৩। মোল্ডিং বক্স, ২৪। মোল্ডিং বোর্ড এবং বটম বোর্ড, ২৫। ড্র স্পাইক।
লিফটার
স্ক্র ড্রাইভার
প্লায়ারস
টেস্টার
185. কিউপোলা ফার্নেসে প্রজ্বলন জোনে সৃষ্ট কার্বন ডাই- অক্সাইড উপরের দিকে উঠে কীসে পরিণত হয়?
প্রজ্বলন জোনে সৃষ্ট কার্বন ডাই-অক্সাইড উপরের দিকে উঠে কার্বন মনোক্সাইড-এ পরিণত হয়। এ জোনে সংঘটিত নিচের তাপরোধী বিক্রিয়া অনুসারে তাপ কমে যায়।
CO
N
O
Hg
186. মোল্ড-এর মধ্যকার ডিপ্রেশন বা ময়লা দূরীভূতকরণ ও সঠিকতা আনয়নে ব্যবহৃত হয়-
স্নিক
সোয়াব
লিফটার
ট্রায়েল
187. প্রজ্বলন জোনের তাপমাত্রা সাধারণত কত হয়ে থাকে?
চুল্লির যে অংশে এটার চার্জ পুরোপুরিভাবে প্রজ্বলিত হয়, ঐ অংশকে প্রজ্বলন জোন বলে। এই স্থানে চার্জের কার্বন, সিলিকন ও ম্যাংগানিজের অক্সিজেন সংযোগ (Oodation) ঘটে। তাই একে অক্সিডাইজিং জোনও বলে। এইচ জোনে 1550 1825°সে. তাপমাত্রার সৃষ্টি হয় ।
500-800°C
1550-1875°C
100-300°C
5°F-8F
188. 'পাইরো' শব্দের অর্থ কী?
'পাইরো' শব্দের অর্থ তাপ, মিটার হচ্ছে মাগন যন্ত্র, ফার্নেসের ভিতরের উচ্চ তাপমাত্রা প্রায় 10°C-3700৭ পর্যন্ত মাপার যে মাপন যন্ত্র ব্যলার করা হয়, তাকে পাইরোমিটার বলে।
সিলিকা
তাপ
চুল
কোনটিই নয়
189. গলিত ধাতু থেকে কোনো বস্তু তৈরির করার প্রক্রিয়াকে বলে-
চালাই বা ফাউন্ড্রি হল এক প্রকার ম্যানুফাকচারিং পদ্ধতি। এ পদ্ধতিগুলোতে ধাতুর অনুরূপ ছাঁচে চেলে বস্তু উৎপাদন ছাঁচে (Mold) গলিত ধাতুকে ফেলে ঢালাই করার প্রক্রিয়াকে ফাউন্ড্রি বলে।
প্যার্টান
গেট
ফাউন্ড্রি
ভেন্ট
190. ফার্নেসের ভিতরের উচ্চ তাপমাত্রা মাপা হয় কী দিয়ে?
পাইরোমিটার:ফার্নেসের ভিতরের উচ্চ তাপমাত্রা মাপার যন্ত্রকে পাইরোমিটার বলে। পাইরোমিটার সাধারণত দু'প্রকার, যথা- (ক) থার্মোইলেকট্রিক পাইরোমিটার ও (খ) অপটিক্যাল পাইরোমিটার।
থার্মোমিটার
পাইরোমিটার
চকোমিটার
কোনোটিই নয়