ফাউন্ড্রি এন্ড প্যাটার্ন মেকিং MCQ
81. নিচের কোনটি ফিডার হেড হিসেবে কাজ করে?
ব্যাখ্যা: রাইজার: ঢালাইয়ের নিমিতে নির্মিত মোল্ড গলিত ধাতু দ্বারা পূর্ণ হওয়ার পর যে ছিদ্র দ্বারা তা কোপের উপরে ভেসে উঠে, সেই খাড়া ছিদ্রকে রাইজার বলে।
82. নিচের কোনটি গেটিং সিস্টেমের অংশ?
83. গেট কত প্রকার?
পোর্টিং পদ্ধতিকে তিন ভাগে ভাগ করা হয়ে থাকে, যথা- (১) উপ গেট, (ii) বটম 'গেট, (ii) পার্টিং লাইন গেট।
84. লোম স্যান্ড হলো এক ধরনের মিক্সচার-
85. Which of the following is not a type of a foundry?
86. Which of the following is not a sawing tool?
87. What is the shape of a rotary melting furnace?
88. কোর ওভেনে শুকানো বা বেকিং তাপমাত্রা কত হয়ে থাকে?
89. গ্রিন স্যান্ড হলো এক ধরনের মিক্সচার-
90. Which of the following tool is not used for clamping purpose--
91. Which of the following is a ferrous foundry?
92. Blast furnace produces following by reduction of iron are-
93. মোল্ডিং-এর দুই অংশকে আলাদা রাখার জন্য ব্যবহৃত হয়-
ব্যাখ্যা: পার্টিং স্যান্ড (Parting sund): মোল্ডের দুই অংশকে আলাদা রাখার জন্য কোপ পার্ট এবং ড্রাগের পার্টের মধ্যবর্তী স্থানের কাদামুক্ত দানাযুক্ত শুকনো বালি ছিটিয়ে দেয়া হয়, একেই পার্টিং স্যান্ড বলে।
94. What is the speed of rotation of melting furnace?
95. Cupola produces following material-
96. জিঙ্ক এবং অ্যালুমিনিয়ামের সংকরকে কী বলে?
97. অপর্যাপ্ত ভেন্টিং-এর কারণে নিচের কোন ত্রুটি দেখা যায়?
98. Gimlet is which of of the following tool--
99. Which of the following is not measuring marking or layout tools?
100. নিচের কোনটি জৈব বাইন্ডার?
Showing
81
to
100
of
190
results
Test Mode
Reading Mode