ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের বেসিক ইলেকট্রনিক্স সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ ও আপডেট প্রশ্ন উত্তর সহ এই গ্রুপে পাবেন। ইঞ্জিনিয়ারিং চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন।
204. ইলেকট্রনিক যন্ত্রে ট্রানজিস্টর কী হিসাবে ব্যবহার করা হয়?
ব্যাখ্যা: দুটি অর্ধপরিবাহি ডায়োডকে পাশাপাশি যুক্ত রেখে একটি অর্ধপরিবাহি ট্রায়োড তৈরি করা হয়। একে ট্রানজিস্টর বলে। উইলিয়াম শকলে ১৯৪৮ সালে এটি আবিষ্কার করেন। এতে সিলিকন ব্যবহার করা হয়। এটি অ্যামপ্লিফায়ার বা বিবর্ধক হিসেবে কাজ করে।
ব্যাখ্যা: স্বাভাবিক তাপমাত্রায় সেমিকন্ডাক্টরের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয় না। কিন্তু সেমিকন্ডাক্টর Negative temperature coefficient- যুক্ত পদার্থ অর্থাৎ সেমিকন্ডাক্টরের তাপমাত্রা বাড়লে রেজিস্টিভিটি কমে এবং তাপমাত্রা কমলে রেজিস্টিভিটি বাড়ে।
ব্যাখ্যা: ট্রানজিস্টরের কমন বেস সংযোগটি অধিক বেশি স্থির। কেননা, এটি মিলার ইফেক্ট দূর করে এবং অপ্রাসঙ্গিক ফিডব্যাক কমিয়ে অ্যামপ্লিফায়ারের ব্যান্ডউইডথ বৃদ্ধি করে। এটি ইনপুট ইম্পিড্যান্স কম এবং কারেন্ট গেইন ইউনিটি, যার কারণে এটি অধিক স্থির থাকে।
ব্যাখ্যা: LED বিশেষ ধরনের পদার্থ বা উপাদান দিয়ে তৈরি। এজন্য একে বিশেষ ডায়োড বলা হয়। এর উপাদানগুলো হলো- Gallium, Arsenic এবং Phosphorus LED-এর স্তর তৈরি হয় Gallium এবং Arsenic পদার্থ দিয়ে।
214. এক ধরনের সেমিকন্ডাক্টর, যা একদিকে বিদ্যুৎপ্রবাহ করতে দেয় এবং AC signal-কে rectify করার কাজে ব্যবহৃত হয়, তা হলো-
ব্যাখ্যা: Dinde একটি সেমিকন্ডাক্টর ডায়োড; রেকটিফায়ার সার্কিটে ডায়োড ব্যবহার করে AC প্রবাহকে DC-তে রূপান্তর করা হয়।ব্যাখ্যা: Dinde একটি সেমিকন্ডাক্টর ডায়োড; রেকটিফায়ার সার্কিটে ডায়োড ব্যবহার করে AC প্রবাহকে DC-তে রূপান্তর করা হয়।
215. নিচের কোন সার্কিটটি ইম্পিড্যান্স ম্যাচিং-এর জন্য ব্যবহৃত হয়?
ব্যাখ্যা: ইম্পিড্যান্স ম্যাচিং-এর জন্য বাফার অ্যামপ্লিফায়ার বা বাফার সার্কিট ব্যবহার করা হয়। বাফার অ্যামপ্লিফায়ারের জন্য উচ্চ ইনপুট ইম্পিড্যান্স এবং নিম্ন আউটপুট ইম্পিড্যান্স প্রয়োজন হয়। উক্ত বৈশিষ্ট্যের কারণে কমন কালেক্টর সার্কিট ব্যবহার করা যায়। ডার্লিংটন পেয়ার লিনিয়ার সমন্বিত বর্তনীতে খুব বেশি ব্যবহৃত হয়, কারণ- এতে ক্যাপাসিটর বা পরিবাহক প্রয়োজন হয় না এর ইম্পিড্যান্স রূপান্তর ক্ষমতা অনেক বেশি পাশাপাশি ট্রানজিস্টর বসিয়ে এটা তৈরি করা যায় এটা ইমিটার ফলোয়ারের অনুরূপ
217. SCR চালু রাখতে কমপক্ষে যে পরিমাণ বিদ্যুৎপ্রবাহ প্রয়োজন হয়, তাকে কারেন্ট বলে---
ব্যাখ্যা: SCR চালু করতে যে কারেন্ট প্রবাহ প্রয়োজন, তাকে গেইট ট্রিগার কারেন্ট বলে। SCR-এর Forward অবস্থা বজায় রাখার জন্য যে কারেন্ট প্রয়োজন হয়, তাকে হোল্ডিং কারেন্ট বলে। গেইট পালস্ সরিয়ে নেয়ার পর SCR-কে অন রাখতে যে কারেন্ট প্রয়োজন, তাকে Latching কারেন্ট বলে।
218. একটি বিশেষ ধরনের diode, যা বিপরীতমুখী ভোল্টেজের ফলে breakdown ঘটে এবং যা সাধারণত ভোল্টেজ রেগুলেটর বর্তনীতে ব্যবহৃত হয়, তা হলো-
ব্যাখ্যা: জিনার ডায়োড একটি বিশেষ ধরনের ডায়োড, যা রিভার্স বায়াসিং-এর সময় রিভার্স ব্রেক ডাউন রিজিয়নে অপারেট হয়। জিনার ডায়োডের ইনপুটে প্রয়োগকৃত ভোল্টেজ পরিবর্তন সত্ত্বেও আউটপুটে স্ট্যাবল বা স্থির ভোল্টেজ বজায় থাকে বলে জিনার ডায়োড ভোল্টেজ রেগুলেটর বর্তনীতে ব্যবহৃত হয়।
220. একটি বিশেষ ধরনের diode, যা অল্প ভোল্টেজেই আলোকিত হয়, যা ইন্ডিকেটর নম্বর বা অক্ষর প্রদর্শনে ব্যবহৃত হয়, তা হলো-
ব্যাখ্যা: Light Emitting Diode (LED) হলো একটি সেমিকন্ডাক্টর। আলোর উৎস, যখন এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তখন আলো নির্গমন করে। এটি বিভিন্ন রঙের হয়ে থাকে। এতে খুব। কম তড়িৎপ্রবাহ প্রয়োজন হয়। সাধারণত ১০-২০ মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ও ৩ ভোল্ট একটি LED জ্বালানোর জন্য ব্যবহার করা হয়। রাস্তায় যে-সব বড় স্ক্রিনের টিভি দেখা যায় তাও অসংখ্য LED-এর সমন্বয়ে করা হয়।