বেসিক ইলেকট্রনিক্স MCQ
ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের বেসিক ইলেকট্রনিক্স সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ ও আপডেট প্রশ্ন উত্তর সহ এই গ্রুপে পাবেন। ইঞ্জিনিয়ারিং চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন।
161. যখন একটি ইলেকট্রন কো-ভ্যালেন্ট বন্ড ভেঙে দূরে চলে যায়, তখন-
ব্যাখ্যা: যখন একটি ইলেকট্রন কো-ভ্যালেন্ট বন্ড ভেঙে দূরে চলে যায়, তখন একটি 'হোল'-এর সৃষ্টি হয়।
বাকি ইলেকট্রনগুলো দ্রুত ঘুরতে থাকে
162. ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যবর্তী ফরবিডেন এনার্জি গ্যাপ বেশি হয়-
ব্যাখ্যা: ইনসুলেটরের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যবর্তী ফরবিডেন এনার্জি গ্যাপ সবচেয়ে বেশি হয়।
সেমিকন্ডাক্টর-এর ক্ষেত্রে
কারেন্ট পরিবহনের ভালো কন্ডাক্টর-এর ক্ষেত্রে
163. কক্ষ তাপমাত্রায় পি-টাইপ পদার্থে থাকে-
ব্যাখ্যা: পি-টাইপে অধিক সংখ্যক হোল থাকে।
সমান সংখ্যক ইলেকট্রন ও হোল
164. ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যবর্তী ফরবিডেন এনার্জি গ্যাপ খুব কম হয়-
ব্যাখ্যা : ধাতু বা পরিবাহীর ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যবর্তী ফরবিডেন এনার্জি গ্যাপ খুব কম হয়।
সেমিকন্ডাক্টর-এর ক্ষেত্রে
165. একটি জার্মেনিয়াম অ্যাটমের-
ব্যাখ্যা: জার্মেনিয়ামের পারমাণবিক সংখ্যা= 32টি
চারটি ভ্যালেন্স ইলেকট্রন আছে
তিনটি ভ্যালেন্স ইলেকট্রন আছে
166. কক্ষ তাপমাত্রায় ইনট্রিনসিক সেমিকন্ডাক্টর কন্ডাকশন হয়-
ব্যাখ্যা: কক্ষ তাপমাত্রায় ইনট্রিনসিক সেমিকন্ডাক্টর কন্ডাকশন হয়, ইলেকট্রন এবং হোল উভয়ই দ্বারা।
167. সাধারণত যে-সকল পদার্থে 'হোল' পাওয়া যায়-
ব্যাখ্যা: কন্ডাক্টরে এবং ইদুলেটরে কোনো হোল নেই। পি-টাইপ সেকিন্ডাক্টরে মেজোরিটি হোল, মাইনোরিটি ইলেকট্রন থাকে।
168. সিলিকনের ক্ষেত্রে ফরবিডেন এনার্জি গ্যাপের মান হয়-
ব্যাখ্যা: সিলিকনের (Si) ফরবিডেন এনার্জি গ্যাপ = 1.1 ev
169. কক্ষ তাপমাত্রায় এন-টাইপ পদার্থে থাকে-
ব্যাখ্যা: এন-টাইপে অধিক সংখ্যক ইলেকট্রন থাকে।
সমান সংখ্যক ইলেকট্রন ও হোল
170. অধিক তাপমাত্রায় কাজের উপযোগী সেমিকন্ডাক্টর হলো-
ব্যাখ্যা: অধিক তাপমাত্রায় কাজের উপযোগী সেমিকন্ডাক্টর হলো- সিলিকন।
171. জার্মেনিয়াম অ্যাটমে মোট ইলেকট্রনের সংখ্যা-
ব্যাখ্যা: জার্মেনিয়াম অ্যাটমের মোট ইলেকট্রন সংখ্যা = 32টি
172. ০°K তাপমাত্রায় একটি সেমিকন্ডাক্টর যে রকম আচরণ করে-
ব্যাখ্যা: ০°K তাপমাত্রায় একটি সেমিকন্ডাক্টর ইনসুলেটর-এর ন্যায় আচরণ করে।
173. জার্মেনিয়ামের ক্ষেত্রে ফরবিডেন এনার্জি গ্যাপের মান হয়-
ব্যাখ্যা: জার্মেনিয়াম (Ge)-এর ফরবিডেন এনার্জি গ্যাপ = 0.7 ev
174. কোনো সেমিকন্ডাক্টরের রেজিস্টিভিটি-
ব্যাখ্যা: সেমিকন্ডাক্টরের রেজিস্টিভিটি তাপমাত্রার সাথে ব্যস্তানুপাতিক।
তাপমাত্রা বৃদ্ধির সাথে বৃদ্ধি পায়
তাপমাত্রা বৃদ্ধির সাথে হ্রাস পায়
তাপমাত্রা কমবেশি করলে একই থাকে
175. সিলিকন অ্যাটমে মোট ইলেকট্রনের সংখ্যা-
ব্যাখ্যা: সিলিকন অ্যাটমের মোট ইলেকট্রন সংখ্যা = 14টি
176. কোনো সেমিকন্ডাক্টর যখন খাঁটি (Pure) অবস্থায় থাকে, তখন তাকে বলে-
ব্যাখ্যা: ইনট্রিনসিক সেমিকন্ডাক্টরকে খাঁটি সেমিকন্ডাক্টর বলে।
এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর
177. একটি সেমিকন্ডাক্টরের টেম্পারেচার কো-ইফিসিয়েন্ট অব রেজিস্ট্যান্স-ায়ায় মে---
ব্যাখ্যা: একটি সেমিকন্ডাক্টরের রেজিস্ট্যান্স নেগেটিভ হয়। টেম্পারেচার কো-ইফিসিয়েন্ট অব
178. যখন একটি সার্কিটে ব্যবহৃত হয়, তখন একটি জিনার ডায়োড সর্বদাই-
ব্যাখ্যা: জিনার ডায়োড সর্বদাই রিভার্স বায়াসে সংযোগ থাকে।
179. মুক্ত ইলেকট্রন থাকে-
ব্যাখ্যা: কন্ডাকশন ব্যান্ডে মুক্ত ইলেকট্রন থাকে।
180. ভ্যালেন্স ইলেকট্রন হলো-
ব্যাখ্যা: পরমাণুর শেষ কক্ষপাতের ইলেকট্রনসমূহকে ভ্যালেন্স ইলেকট্রন বলে।
অবিন্যস্তভাবে সজ্জিত ইলেকট্রন
বাইরের অরবিটে অবস্থিত ইলেকট্রন
Showing
161
to
180
of
283
results
Test Mode
Reading Mode