ড্রাফট (Draft): প্যাটার্নের খাড়া তলে ট্যাপার আকৃতির যে বাড়তি অংশ থাকে, তাকে ড্রাফট বলে। মোল্ড হতে প্যাটার্নকে উত্তোলন করার সময় মোল্ড গর্তের কিনারা ভেঙে যেতে পারে। সুতরাং মোল্ডের ক্ষতিসাধন না করে সহজে মোল্ড হতে প্যাটার্নকে উত্তোলন করার জন্য ড্রাফট দেওয়া হয়।