187. যে ইলেকট্রনিক বর্তনী পরিবর্তিত বিদ্যুৎপ্রবাহকে সরল একদিক প্রবাহী বিদ্যুৎপ্রবাহে পরিণত করে, তাকে বলে--
ব্যাখ্যা: রেকটিফায়ারঃ যে সার্কিট পরিবর্তিত বিদ্যুৎপ্রবাহকে একমুখী প্রবাহে পরিণত করে, তাকে রেক্টিফায়ার বলে। রেগুলেটর: যে সার্কিটের সাহায্যে বৈদ্যুতিক সিগন্যালকে নিয়ন্ত্রণ করা যায়, তাকে রেগুলেটর বলে। অসিলেটরঃ যে সার্কিটের সাহায্যে চাহিদা অনুসারে বিভিন্ন ফ্রিকুয়েন্সি উৎপন্ন করা হয়, তাকে অসিলেটর বলে। অ্যামপ্লিফায়ার: যে ডিভাইসের সাহায্যে দুর্বল সিগন্যালকে বিবর্ধিত করা হয়, তাকে অ্যামপ্লিফায়ার বলে।