ব্যাখ্যা: টানেল ডায়োড এক ধরনের সেমিকন্ডাক্টর ডায়োড। যা নেগেটিভ রেজিস্ট্যান্স প্রদর্শন করে। এতে অধিক পরিমাণে ডোপিং করা হয়। অত্যাধিক ডোপিং-এর কারণে এর জাংশনে টানেলিং ইফেক্ট হয়। এটি ফরোয়ার্ড বায়াস পায়ার সাথে সাথে কন্ডাকশনে চলে যায় এবং ভোল্টেজ বাড়াতে থাকলে কারেন্টও বৃদ্ধি পায়।
ব্যাখ্যা:সেমিকন্ডাক্টর তাপমাত্রা বাড়লে রেজিস্ট্যান্স হ্রাস পায় ফলে এনার্জি প্রবাহিত হয়ে ইলেকট্রন উত্তেজিত হয় এবং কন্ডাক্টশন ব্যান্ডে চলে যায়, কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন সংখ্যা বাড়লে বিদ্যুৎ পরিবহনের ক্ষমতাও বাড়ে।