সিভিল ডিপার্টমেন্টের "" সার্ভেয়িং "" সাবজেক্টের সকল MCQ এখানে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Surveying all MCQ, Civil Engineering MCQ
401. টেকোমিটারের সাহায্যে সাউন্ডিং বিন্দুর অবস্থান নির্ণয়ের সূত্র-
: উল্লম্ব ব্যবধান : পাশাপাশি দুটি কন্টুরের উল্লম্ব দূরত্বকে উল্লম্ব ব্যবধান বলা হয়।
কন্টুর ইন্টারডেল: পাশাপাশি দুটি কন্টুরের উল্লম্ব দূরত্বকে কন্টুর ইন্টারভেল বলা হয়।
সঠিক উত্তর: (ঘ)।
বাঁকের দুই স্পর্শ বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে দীর্ঘ জ্যা বলা হয়।
দীর্ঘ জ্যা, L = 2R sin ∅/2
এখানে, L = দীর্ঘ জ্যা
R = বাঁকের ব্যাসার্ধ
∅ = প্রতিসরণ কোণ।