সিভিল ডিপার্টমেন্টের "" সার্ভেয়িং "" সাবজেক্টের সকল MCQ এখানে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Surveying all MCQ, Civil Engineering MCQ
441. যে স্মারক ফলকের এলিভেশন জ্ঞাত, তাকে বলা হয়-
RL = Reduced Level.
BM = Benchmark.
MSL Mean Sea Level.
FS = Foresight.
443. ভিত্তিরেখা সংযোগকারী যে ধারাবাহিক ত্রিভুজমালা প্রধান ত্রিভুজায়নকে যুক্ত করে, তার নাম-[BBA-19]
ব্যাখ্যা: ভিত্তিরেখার সাথে ধারাবাহিকভাবে সুঠাম ত্রিভুজ কাঠামো সৃষ্টি করে প্রধান ত্রিভুজায়নের সাথে সংযোজিত করে নেয়া হয়। প্রধান ত্রিভুজায়নের সাথে ভিত্তিরেখার সংযোগ দানকারী ত্রিভুজমালাকে বেস নেট (Base net) বলা হয়।
456. ব্যাটার বোর্ড পদ্ধতির প্রচলন ছিল কোন দেশে?[BBA-19; BSCIC-19]
ব্যাখ্যা: নির্মাণ সাইটে লে-আউট প্রদান করার জন্য ব্যাটার বোর্ড পদ্ধতির প্রচলন ছিল। বর্তমানে খুঁটির সাহায্যে রশি দ্বারা লাইন টেনে লে-আউট দেওয়া হয়। ভূমিক চার কোনায় কাঠের তক্তা দ্বারা ব্যাটার বোর্ড নির্মাণ করা হয়। অতি প্রাচীন কাল থেকেই ৫৪ ব্যাটার বোর্ড পদ্ধতি যুক্তরাজ্যে প্রচলিত ছিল।