সিভিল ডিপার্টমেন্টের "" সার্ভেয়িং "" সাবজেক্টের সকল MCQ এখানে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Surveying all MCQ, Civil Engineering MCQ
ইঞ্জিনিয়ারিং শিকল বা প্রকৌশল শিকলের দৈর্ঘ্য 100ft যা সমান 100 ভাগে বিভক্ত। অর্থাৎ প্রতি লিংকের দৈর্ঘ্য 1ft। প্রশ্নে প্রতি লিংক শব্দটি নেই। গান্টার শিকলের প্রতি লিংকের দৈর্ঘ্য 0.66 ft মিটার শিকলের প্রতি লিংকের দৈর্ঘ্য 0.20 m, 0.30 m
ব্যাখ্যা: Contouring-এর ডাইরেক্ট পদ্ধতিটি ছোট এলাকার কন্টুর নকশা তৈরীকরণের জন্য উপযোগী। এ
পদ্ধতিতে কন্টুর রেখার সঠিক অবস্থান নির্ণয় করা যায়। তবে এটা ধীরগতির বিরক্তিকর পদ্ধতি। এতে
প্রথমে লেভেল যন্ত্রের সাহায্যে একই আরএল বিশিষ্ট বিন্দুগুলো চিহ্নিত করতে হয় এবং পরে প্লেন টেবিল,
থিওডোলাইট পদ্ধতিতে চিহ্নিত বিন্দুগুলো নকশায় উঠাতে হয়। এজন্য সময় বেশি লাগে।
533. ৬৫। ধারাবাহিক বন্ধ কন্টুর রেখাগুলোর যদি বাইরের দিকে কন্টুর মান বেশি হয়, তবে তা নির্দেশ করে-(DM-19)
ব্যাখ্যা: ধারাবাহিক বন্ধ কটুর রেখাগুলোর যদি ভিতরের দিকের কন্টুর মান অধিক হয় তবে পাহাড় বা টিলা
নির্দেশ করে। সমদূরত্বে কন্টুর রেখার অবস্থিতি সমতল নির্দেশ করে। সরল, সমান্তরাল ওসমদূরত্বে
অবস্থিত কন্টুর রেখা সমতল ভূমি নির্দেশ করে।
536. মাঠের সীমানা ও জমির আয়তন নির্ধারণের জন্য কোন ধরনের সার্ভেয়িং মেথড ব্যবহৃত হয়?[BGFCL-21]
যে জরিপের সাহায্যে এককে বারে রুট লেভেলে কোন এলাকার মৌজা/গ্রাম জমিগুলো দাগে দাগে মেপে নকশা প্রণয়ন, মালিকানা ও স্বত্ব নিরূপণ জমির প্রকার নির্ধারণ, খাজনা ধার্যকরণ ইত্যাদি করা হয়, তাকে কিস্তোয়ার বা ক্যাডাস্ট্রাল সার্ভে বলে।
540. ৬৬। Isometric projection-এ বেইস লাইনের সাথে যে কোণে কোনো বস্তু অঙ্কন করা হয়-(DM-19)
ব্যাখ্যা: Isometric projection সাধারণত 30° কোণে বেস লাইনের সাথে থাকে এবং অভ্যন্তরীণ কোণ 120°
হয়ে থাকে। কোনো কোনো View-এ 45° এবং 60° ও থাকে, তবে প্রচলিত কোণ 30°। সেক্ষেত্রে (ক) ও (খ) এর
মধ্যে যে-কোনো একটি উত্তর হতে পারে।