Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

সার্ভেয়িং MCQ
সিভিল ডিপার্টমেন্টের "" সার্ভেয়িং "" সাবজেক্টের সকল MCQ এখানে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Surveying all MCQ, Civil Engineering MCQ
461. সার্ভেয়িং-এ রাইজ ও ফল প্রক্রিয়া সঠিকভাবে নির্ণয় করে-[MOLE-19]
ব্যাখ্যা: উঁচু-নিচু পদ্ধতিতে পশ্চাৎ পাঠ, মধ্যবর্তী এবং অগ্রবর্তী পাঠ ইত্যাদি সঠিকভাবে নির্ণয় করা হয়। অর্থাৎ, ZBS – EFS = ∑উঁচু ∑নিচু = শেষ আরএল প্রথম আরএল।
Back sight
Intermediate sight
Foresight
সবগুলো
462. ঘের ডানাবর্তে অগ্রসরমান হলে (P + a ± 180) প্রতিটি স্টেশন মাপা হয়-
কোনো ঘেরের অন্য সকল রেখার বিয়ারিং বের করার সময় যে রেখার বিয়ারিং দেওয়া থাকে তার সাথে পরবর্তী স্টেশনের অন্তঃস্থ কোণ বা বহিঃস্থ কোণ যোগ বা বিয়োগ করে প্রাপ্ত মান 180- এর কম হলে 180 যোগ করে অথবা 180-এর বেশি হলে 180 বিয়োগ করে পরবর্তী রেখার বিয়ারিং বের করতে হয়। বামাবর্তে অন্তঃস্থ কোণ = P + a ±180° বামাবর্তে বহিঃস্থ কোণ = P-a±180° ডানাবর্তে অন্তঃস্থ কোণ = P-a±180° ডানাবর্তে বহিঃস্থ কোণ = P + a±180°
অন্তঃস্থ কোণ
বহিঃস্থ কোণ
সরল কোণ
বিয়ারিং
463. একটি চেইন সার্ভে কাজে কোনো এলাকাকে নিম্নোক্ত কোন ধরনের ক্ষেত্রে ভাগ করা হয়?- [DM-19]
শিকল জরিপে কোনো নির্দিষ্ট এলাকাকে কতগুলো ত্রিভুজে বিভক্ত করে সরজমিনে সরাসরি ত্রিভুজগুলোর সব বাহুর পরিমাপ শিকল বা টেপের সাহায্যে নেয়া হয়। এতে কোণের মাপ গ্রহণ করা হয় না। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য জানা থাকায় নকশা অঙ্কনে অসুবিধা হয় না এবং ক্ষেত্রফল বের করা সহজ।
Rectangles
Squares
Triangles
Parallelograms
464. MSL-এর RL কত? [MOCA-19]
MSL বা Mean sea level-কে datum ধরে অর্থাৎ উচ্চতা ০ ধরে ভূপৃষ্ঠের অন্যান্য স্থানের RL হিসাব করা হয়। MSL-এর উপরের স্থানের RL positive এবং নিচের স্থানের RL negative.
১০০.০০
৫০.০০
কোনোটিই নয়
465. কোনটি বড় স্কেল?
1:1250
1:2500
1:50,000
1:25000
466. কার্ড অব Deviation কয়টি বৃত্তচাপের সমন্বয়ে গঠিত?- [BBA-19]
৫টি
২টি
৩টি
৪টি
467. দুটি বিন্দুগামী দুটি সমতল পৃষ্ঠের উচ্চতা বা গভীরতার পার্থক্যকে বলা হয়-
এলিভেশন
আপেক্ষিক এলিভেশন
লেভেলিং
ফরমেশন লেভেল
468. স্থায়ী বেঞ্চমার্কের RL কোন ধরনের বেঞ্চমার্কের সাথে সংগতিপূর্ণ-
GTS (Trigonometrical Survey) বেঞ্চমার্ক একটি স্থায়ী সার্ভে স্টেশন।
অস্থায়ী
ধার্যকৃত
জিটিএস বেঞ্চমার্ক
গণপূর্ত বিভাগের বেঞ্চমার্ক
469. কোন জরিপ সমান্তরাল ও সমানুপাতিক নীতির ওপর প্রতিষ্ঠিত?
সমতলিক জরিপ
কম্পাস জরিপ
প্লেন টেবিল জরিপ
প্রকৌশল জরিপ
470. একটি কক্ষের মেঝে ও ছাদের তলদেশে Staff reading যথাক্রমে 0.995m ও-3.04m। কক্ষের উচ্চতা কত?[MOEF-19]
কক্ষের উচ্চতা= মেঝের স্টাফ পাঠ ছাদের তলার স্টাফ পাঠ 0.995-(-3.04) 0.995 +3.04 .: কক্ষের উচ্চতা = 4.035m
3.985m
2.095m
3.04m
3.513m
471. বেঞ্চমার্ক প্রধানত কত প্রকার?
বেঞ্চ মার্ক চার প্রকার, যথা- (i) জিটিএস (ii) স্থায়ী বেঞ্চমার্ক (iii) অস্থায়ী (iv) ধার্যকৃত বেঞ্চমার্ক।
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকারস
৬ প্রকার
472. কোন দপ্তরের দেয় BM reference হিসাবে ব্যবহার করা হয়?[MOCA-19]
আমরা জানি, বেঞ্চমার্ক চার প্রকার। Survey of Bangladesh (SOB) উচ্চ মাত্রার নির্ভুলতার সাথে GTS Benchmark স্থাপন করে। বাংলাদেশ সরকারের গণপূর্ত বিভাগ GTS বেঞ্চমার্কের মধ্যে পরিচিত উচ্চতায় স্থায়ী বেঞ্চমার্ক স্থাপন করে। সেক্ষেত্রে বেঞ্চমার্ক নির্দিষ্ট করা না থাকায় ক ও খ উভয়ই উত্তর হবে।
Geological Survey of Bangladesh
PWD
R& H
Zilla parishad
473. কোন Survey method-এ Field observation এবং Plotting একই সাথে করা হয়? - [MOEF-19]
Plane Table Survey
Chain Survey
Tacheometry Survey
Compass Survey
474. সাউন্ডিং বিন্দুর অবস্থান নির্ণয়ের সময় কোণ মাপতে ব্যবহৃত হয়- [BBA-19]
পানি সমতল হতে যে-কোনো স্থানের সাউন্ডিং বিন্দুর কোণ নির্ণয় সেক্সট্যান্ট দ্বারা করা যায়। এর সাহায্য টেলিস্কোপের মাধ্যমে একটি আনুভূমিক রেখা স্থির রেখে অন্য একটি রেখা দর্পণের মাধ্যমে আনুভূমিক রেখার সাথে 0°-120° পর্যন্ত কোণ নির্ণয় করতে পারে।
সেক্সট্যান্ট
কম্পাস
থিওডোলাইট
ফ্যাদোমিটার
475. যে নির্দিষ্ট উপাত্ত তল থেকে তলদেশ পর্যন্ত গভীরতা নির্ণয় করা হয়, তার নাম-
RL
DS
SL
DL
476. কাজের বিরতিতে বা দিনের কাজের সমাপ্তিতে যে বেঞ্চমার্ক স্থাপন করা হয়, তাকে বলে-
জিটিএস
স্থায়ী
ধার্যকৃত
অস্থায়ী
477. নিচের কোনটি ছোট স্কেল?
1:1250
1:2500
1:10,000
1:25000
478. বিমানের আলোকচিত্র গ্রহণের পদ্ধতি কয়টি?- [BBA-19]
বিমানের আলোকচিত্র গ্রহণের পদ্ধতি ২টি- ১। উল্লম্ব (Vertical) ২। তির্যক (Oblique) - কম তির্যক বেশি তির্যক।
২টি
৪টি
৬টি
৮টি
479. যদি A এবং B স্থানে Staff reading যথাক্রমে 3.5m ও 4.9m হয় এবং A স্থানের RL 100m হয়, তাহলে B স্থানের RL কত? [R&H-01, R&H-03, PWD-04, LGED-19, MOEF-19]
RL of B = RL of A + Staff 'A' - Staff 'B" 100+3.5-4.90-98.6m
103.5m
104.9m
96.5m
98.6m
480. চান্দা কী ধরনের স্টেশন?
স্থায়ী
অস্থায়ী
পাকা
ত্রিসীমানা