ব্যাখ্যা: অল্টারনেটরের ক্ষেত্রে ওভারলোড প্রটেকশন ব্যবহার করা হয় না। কেননা, মডার্ন অল্টারনেটরগুলোতে উচ্চ ইম্পিড্যান্স বিদ্যমান থাকে, যার ফলে অল্টারনেটরসমূহে উচ্চ তাপমাত্রায় সামান্য সময়ের জন্য শর্টসার্কিট হয়ে ডিসকানেক্ট হতে পারে।
ব্যাখ্যা: A Gas Insulated Substation (GIS) is a high voltage substation in which the major structure are contained in a sealed environment with sulfur hexafluoride gas as the insulating medium.
16. নিচের কোনটি নিত্যব্যবহার্য বৈদ্যুতিক যন্ত্রপাতির সংরক্ষণে ব্যবহৃত হয়?
ব্যাখ্যাঃ বৈদ্যুতিক যন্ত্রপাতি সংরক্ষণে Fuse-এর ব্যবহার সবচেয়ে বেশি। Fuse হিসেবে বিভিন্ন মানের তার ব্যবহার করা হয়। যখন অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয় তখন Fuse-টি পুড়ে গিয়ে`যন্ত্রটিকে অতিরিক্ত বিদ্যুৎ হতে রক্ষা করে।
17. পাওয়ার সিস্টেমে কী কী ধরনের রিয়্যাক্টর ব্যবহৃত হয়?
ব্যাখ্যা: পাওয়ার সিস্টেমে যেসব রিয়্যাক্টর ব্যবহৃত হয়- (১) কারেন্ট লিমিটিং রিয়্যাক্টর বা সিরিজ রিয়্যাক্টর (ii) আর্ক সাপ্রেশন কয়েল বা পিটারশন কয়েল (iii) শান্ট রিয়্যাক্টর।
ব্যাখ্যা: ট্রান্সফর্মারের অভ্যন্তীরণ ফল্টসমূহকে প্রটেক্ট করার জন্য Buchholz রিলে ব্যবহার করা হয়। অভ্যন্তরীণ ফল্টগুলোর মধ্যে রয়েছে শর্ট সার্কিট ফল্ট, Inter turn fault, Incipient winding fault ইত্যাদি।