৮ মার্চ নারীরা সারা বিশ্বব্যাপী একটি প্রধান উপলক্ষ হিসেবে এই দিবস উদ্যাপন করেন। বিশ্বের এক এক প্রান্তে নারী দিবসের প্রধান লক্ষ্য এক এক প্রকার হয়। কোথাও নারীর প্রতি সাধারণ সম্মান ও শ্রদ্ধা উদ্যাপনের মুখ্য বিষয় হয়। আবার কোথাও মহিলাদের আর্থিক রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠা বেশি গুরুত্ব পায়।
487. শরণার্থীদের দুঃখ-দুর্দশা নিয়ে সাহিত্য রচনা করে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন-
সুইডিশ একাডেমি আবদুল রাজাক গুরনাহ'র কৃতিত্ব হিসেবে বলছে, তার আপোসহীন ও দরদি লেখায় উঠে এসেছে ঔপনিবেশিকতার প্রভাব ও শারণার্থী জীবনের দুঃখ-দুর্দশা। তিনি ১১৮তম সাহিত্যিক হিসেবে নোবেল পুরস্কার জিতলেন। ১৯৪৮ সালে তানজানিয়ার জাঞ্জিবারে জন্ম নেয়া আবদুল রাজাক গুরনাহ ষাটের দশকে শরণার্থী হিসেবে ইংল্যান্ডে পাড়ি জমান।
496. বাংলাদেশ সরকার এ পর্যন্ত মোট কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা করেছে?
বাংলাদেশ সরকার এ পর্যন্ত ৮টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা করেছে। যথাক্রমে- ১ম-- (১৯৭৩-১৯৭৮) ২য়- (১৯৮০-১৯৮৫) (0888-DACS) -126 ৪র্থ- (১৯৯০-১৯৯৫) ৫ম- (১৯৯৭-২০০২) ৬ষ্ঠ- (২০১১-২০১৫) ৭ম-(২০১৬-২০২০) ৮ম- (২০২০-২০২৫)