আরবি ভাষার অন্যান্য শব্দ- আতর, আদায়, আবির, আসামি, জলসা, জল্লাদ, হাজির, হাওয়া, নবাব, বিলাত, মুলুক, মেয়াদ, শামিল, কানুন, কায়দা, কিসিমি, তবলা, জমা, খালি ইত্যাদি উল্লেখযোগ্য।
5612. হেডপন্ডিত শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে গঠিত?
ড-পন্ডিত (ইংরেজি + তৎসম) শব্দ যোগে গঠিত।
আরো কিছু মিশ্র শব্দ:
- হেড মৌলভী (ইংরেজি + ফারসি)
- রাজা-বাদশা (তৎসম + ফারসি)
- হাট-বাজার (বাংলা + ফারসি)
- খ্রিষ্টাব্দ (ইংরেজি + তৎসম)
- ডাক্তার-খানা (ইংরেজি + ফারসি)
- পকেট-মার (ইংরেজি + বাংলা)